ঈশ্বরদী থেকে চট্টগ্রাম বাস ভাড়া, কাউন্টার নাম্বার, লোকেশন ও ভ্রমণ গাইড
ঐতিহাসিক পোর্টো গ্র্যান্ড তথা আজকের চট্টগ্রাম। পাহাড়, সমুদ্র, উপত্যাকায়, দেশের সর্ববৃহৎ বন্দরনগর, দেশের সেরা ব্যবসা প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, অসংখ্য নদী, পার্বত্য চট্টগ্রাম, বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, পার্ক, বার আউলিয়ার নগরী হিসেবে বেশ পরিচিত এই চট্টগ্রাম শহর। বন্দর নগরী চট্টগ্রাম আপনাকে মুগ্ধ করবে তার আতিথেয়তা দিয়ে, সৌন্দর্য্য দিয়ে এবং পরিচ্ছন্ন পরিবেশ দিয়ে। ঈশ্বরদী থেকে চট্টগ্রাম।
যেভাবে যাবেনঃ
এই পেইজের নিচের দিকে স্ক্রল করলে সকল এসি / নন এসি বাসের তথ্য পেয়ে যাবেন।
কোথায় গাড়ি পাব? কাউন্টার কোথায়? গাড়ি না পেলে কী করবো? রাতে কী গাড়ি পাব? থাকার জায়গা পাব? রেস্টুরেন্ট খোলা থাকবে?
ঈশ্বরদী থেকে চট্টগ্রাম আসবেন? কোথায় রাত্রি যাপন করবেন? কোথায় খাবার খাবেন? কি কি দেখবেন? ইত্যাদি সকল প্রশ্নের উত্তর বা তথ্য পেয়ে যাবেন এই লিংকে
প্রাকৃতিক সৌন্দর্য্য, বিভিন্ন জাতি, বন্দরনগর, সমুদ্র, পাহাড়, বন-বনানী, উপত্যকার মতো বাংলাদেশে আর কোন জেলা নাই। বার আউলিয়ার শহরে আপনাকে আবারও আমন্ত্রণ।
ঈশ্বরদী থেকে চট্টগ্রাম স্থল পথে সরাসরি নন স্টপ বাসে করে যাওয়া যায়। বাসের মধ্যে এসি/নন এসি উভয় ধরণের বাসের সুব্যবস্থা রয়েছে।
নিম্নে সকল গাড়ীর ভাড়া ও বাসের কাউন্টারের সাথে যোগাযোগ করার জন্য যোগাযোগ অপশন রয়েছে, যেখানে ক্লিক করলে কাউন্টারের সকল তথ্য পেয়ে যাবেন, ঈশ্বরদী থেকে চট্টগ্রাম বাস প্রাইজ, কাউন্টার নাম্বার, লোকেশন ও ভ্রমণ গাইড।
নন এসি বাস সমূহ
বাসের নাম
ভাড়া
বিস্তারিত
এসি বাস সমূহ
বাসের নাম
ভাড়া
বিস্তারিত
পরার্মশঃ আপনি যে বাসে করে যাওয়ার সিদ্বান্ত নিয়েছেন ঐ বাস সম্পর্কে বিস্তারিত জেনে নিন। হয়রানির সম্মূখিন হলে বা কোন অভিযোগ থাকলে তাদের জরুরী মোবাইল নাম্বারে জানান। অথবা আমাদের নিজস্ব ফেইসবুক গ্রুপ ও পেইজ রয়েছে, যেখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। যে বাসে করে আপনি ভ্রমণে যাচ্ছেন, সে বাস সম্পর্কে লিখুন আমাদের ফেইসবুক গ্রুপে, আপনার একটি লিখা ঐই বাস কে যাত্রী সেবার মান বাড়াতে সাহায্য করবে। এবং আমাদের ওয়েব সাইটের নিয়মিত আপডেট পেতে ফেইসবুক পেইজে লাইক দিন। এছাড়াও আমাদের ওয়েব সাইট নিয়ে কোন অভিযোগ বা পরামর্শ বা কোন তথ্য আমাদের কাছে পাঠাতে চায়লে মেইল করুন- [email protected] । ধন্যবাদ ।