একতা ট্রান্সপোর্ট

“দৃষ্টি আকর্ষণ”

“সম্মানিত যাত্রীবৃন্দ কেমনেযাবো ডট কম ওয়েবসাইটে অসংখ্য কাউন্টার লোকেশন, মোবাইল নাম্বার এবং হোটেল/আবাসিক নাম্বার দেওয়া আছে। আমরা উল্লেখিত নাম্বার, কাউন্টার লোকেশন সম্পূর্ণ তথ্য ইন্টারনেট, সরাসরি কাউন্টার এবং কোম্পানির নিকট হতে  সংগৃহীত করেছি। উপরোক্ত কাউন্টার এবং হোটেল নাম্বার গুলোতে যদি কোন প্রকার আর্থিক লেনদেন করে থাকেন তাহলে সম্পূর্ণ এখতিয়ার আপনার। সেক্ষেত্রে কোন প্রকার হয়রানির স্বীকার হলে কেমনেযাবো ডট কম-এর কর্তৃপক্ষ দায়ী থাকবে না। কাজেই আপনি লেনদেন করার সময় সতর্কতা অবলম্বন করুন।”

একতা ট্রান্সপোর্ট বাংলাদেশের জনপ্রিয় একটি বাস সার্ভিস। ঢাকা থেকে বিভিন্ন জেলা শহরে একতা ট্রান্সপোর্ট এর সার্ভিস রয়েছে।

লক্ষ্য করুন, নিম্নে একতা ট্রান্সপোর্টের সকল তথ্য যেমনঃ তাদের সাথে যোগাযোগের নাম্বার, কাউন্টার লোকেশন, এলাকা ভিত্তিক কাউন্টার লোকেশন সহ সকল আপডেটেড তথ্য পাবেন। তবে বাস্তবিক কিছু সমস্যা যেমন লোকেশন পরিবর্তন, নাম্বার পরিবর্তন সহ সেবা প্রধানে সাময়িক বিঘ্নতা থাকতেই পারে। তাছাড়া কিছু কাউন্টার নির্দিষ্ট সময় পর তাদের সেবা কার্যকম বন্ধ করে দেয়; এসব যাবতীয় সমস্যা সমাধানে আপনার অভিযোগ, উপদেশ আমাদের একান্ত কাম্য, তাই আপনারা চাইলে আমাদের ই-মেইলের মাধ্যমে এসব জানাতে পারেন এই ঠিকানায়- [email protected].

আপনার যদি কাউন্টারে যাওয়ার সময় না থাকে,তাদের সাথে যোগাযোগে ব্যর্থ হন চিন্তিত হবার কোন কারণ নাই, তাৎক্ষনিক বা অগ্রিম সব ধরনের বাসের টিকেট আমরা বুকিং দিয়ে থাকি। আমাদের কাস্টমার কেয়ারে কল করে টিকেট বুকিং নিশ্চিত করুন। টিকেট বুকিং কল সেন্টার- 01517-832110

ঢাকা কাউন্টার

মহাখালী বাস ষ্টেশন
ফোনঃ 01711-103191

আযমপুর, উত্তরা
ফোনঃ 01717-551107

আব্দুল্লাহপুর, উত্তরা
ফোনঃ 01712-287730

এয়্যারপোট, হোটেল মনোলোভা
ফোনঃ 01882-123299

বাইপাস, চৌরাস্তা, গাজীপুর
ফোনঃ 01743-661707

কানাবাড়ী, গাজীপুর
ফোনঃ 01752-224923

টঙ্গী- হাসান মার্কেট
ফোনঃ 01772-115729

চান্দুরা- গাজীপুর
ফোনঃ 01736-529098

বগুড়া কাউন্টার

সাতমাথা
ফোনঃ 05165458

মুরইল বাস স্ট্যান্ড
ফোনঃ 01713-722282

থানথানিয়া
ফোনঃ 05164582

সান্তাহার( গ্রামীন ফোড )
ফোনঃ 01726-615334

চৌমুহনী
ফোনঃ 01711-410464, 01758-877709

শেরপুর বাস স্ট্যান্ড
ফোনঃ 01711-411355

আদম দীঘি(হোটেল সিয়াম)
ফোনঃ 01713-724672

দুপছাছিয়া
ফোনঃ 01722-935818

পরার্মশঃ  কেমনে যাবো ডট কম সর্বদা সর্বশেষ তথ্য দেয়ার চেষ্টা করে। যেকোনো কোম্পানি তাঁদের কাউন্টার যেকোনো সময় পরিবর্তন করতে পারে। যদি কোন কোম্পানি এরূপ করে থাকে এবং আমাদের দেয়া তথ্যে ভুল থাকে তাহলে আমরা আন্তরিক ভাবে দুঃখিত। সঠিক তথ্যের জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি, ধন্যবাদ।

একতা ট্রান্সপোর্ট এর বাস সেবা কত টুকু আন্তরিক বা যাত্রীদের সাথে তাদের সম্পর্ক কি রকম? আপনার নিজস্ব মতামত তুলে ধরুন আমাদের ফেইসবুক গ্রুপে। আপনার দেওয়া মতামত বা তথ্য একতা ট্রান্সপোর্ট কে গতিশীল ও যাত্রী সেবা নিশ্চিত করতে সহায়তা করবে। আমাদের ফেইসবুক পেইজে লাইক দিয়ে নিয়মিত আপডেট রাখেন নিজেকে। এছাড়াও আমাদের ওয়েব সাইট নিয়ে কোন অভিযোগ বা পরামর্শ বা কোন তথ্য আমাদের কাছে পাঠাতে চায়লে মেইল করুন- [email protected]

x