একুশে এক্সপ্রেস পরিবহন এর সকল কাউন্টার নাম্বার, লোকেশন, রুটম্যাপ ও অন্যান্য তথ্য

পরিচিতি ও রুটম্যাপ –

বাংলাদেশের জনপ্রিয় একটি বাস একুশে এক্সপ্রেস পরিবহন বাস, নোয়াখালীর একটি বিশ্বস্ত যাত্রীসেবা পরিবেশন কারী প্রতিষ্ঠানের নাম। এটি শুধু মাত্র ঢাকা থেকে নোয়াখালী/মাইজদী হয়ে সোনাপুর রুটে নিয়মিত সার্ভিস দিয়ে আসছে। এটি একটি এসি এবং নন-এসি বাস সার্ভিস। স্বল্প খরচে ভ্রমণ হোক এই বাসে।



গাড়ির গুণগত মান ও বৈশিষ্ট্য-

একুশে এক্সপ্রেস পরিবহন উল্লেখিত হাইওয়েতে সার্ভিস দিয়ে যাচ্ছে এসি / নন – এসি, আরামদায়ক, নিরাপদ ও দ্রুততম সময়ে যাওয়ার অন্যতম চমৎকার ফিনিশিং পর্যাপ্ত লেস্পেস কম্পোর্টেবল সিট, লাক্সারিজ, হিনো ১জে এসি / নন-এসি সার্ভিস সবকিছুর সমন্বয়ে উল্লেখিত রুটের সেরা সার্ভিস প্রোভাইডারের খেতাব পেতে একদম প্রস্তুত এই বাসটি।

ভাড়া সম্পর্কিত তথ্যঃ

আমরা আপনাকে যে বাসগুলো তথ্য দিয়ে সহযোগিতা করছি, সে বাস গুলোর নির্ধারিত ভাড়া রয়েছে। যাত্রীর চাহিদা কমলেও এবং বাড়লেও ভাড়ার পরিমাণ একই থাকে। তাই ভাড়া নিয়ে কোন অভিযোগ নাই বাসটির।

অন্যান্য বাসের তথ্য খুঁজুন-

অন্যান্য বাসের তথ্য পেতে এইখানে ক্লিক করুন। একটু স্ক্রল করলে হাতের ডান পার্শ্বে বাস সার্ভিসেস অপশনে ক্লিক করুন প্রায় ২০০টির বেশি বাসের তথ্য পাবেন।

 সকল যাত্রীদের দৃষ্টি আকর্ষণ

বিঃদ্রঃ বাংলাদেশে বিভিন্ন রকমের বাস থাকায় নামের সঙ্গে নামের বিভিন্ন মিল থাকায় অনেকেই সঠিক বাস খুঁজে পাই না। যেমন সৌদিয়া পরিবহন এর স্থালে সৌদি, হানিফ এর স্থলে হনিফ বা হানিফা, এনা ক্ষেত্রে আনা পরিবহন। এই বিষয় মাথায় রেখে টিকেট কাটার চেষ্টার করুন। বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থানের তথ্য, যাতায়াত, ভাড়া, কাউন্টার, অনলাইন টিকেট, হোটেল বুকিং ইত্যাদি ইত্যাদি সম্পর্কে জানতে আমাদের সাইটে লোকেশন সেট করে জেনে নিন। আপনার যাত্রা শুভ হোক। কেমনে যাবো ডট কম  এর সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

“দৃষ্টি আকর্ষণ”

“সম্মানিত যাত্রীবৃন্দ কেমনেযাবো ডট কম ওয়েবসাইটে অসংখ্য কাউন্টার লোকেশন, মোবাইল নাম্বার এবং হোটেল/আবাসিক নাম্বার দেওয়া আছে। আমরা উল্লেখিত নাম্বার, কাউন্টার লোকেশন সম্পূর্ণ তথ্য ইন্টারনেট, সরাসরি কাউন্টার এবং কোম্পানির নিকট হতে  সংগৃহীত করেছি। উপরোক্ত কাউন্টার এবং হোটেল নাম্বার গুলোতে যদি কোন প্রকার আর্থিক লেনদেন করে থাকেন তাহলে সম্পূর্ণ এখতিয়ার আপনার। সেক্ষেত্রে কোন প্রকার হয়রানির স্বীকার হলে কেমনেযাবো ডট কম-এর কর্তৃপক্ষ দায়ী থাকবে না। কাজেই আপনি লেনদেন করার সময় সতর্কতা অবলম্বন করুন।”

ঢাকা জেলার কাউন্টার সমূহ

টিটি পাড়া কাউন্টার, (মানিক নগর বিশ্ব রোড) ঢাকা জেলা, ফোনঃ ০১৭৩০-৮৯৭৪০০, ০১৭৩০-৮৯৭৪০১, ০২-৭৫৪০৬৬৪, ০২-৭৫৪০৬৮০.
চিটাগাং রোড কাউন্টার, ঢাকা জেলা, ফোনঃ ০১৭৯৯-০৪৩৬৬৬.
এয়ারপোর্ট বাস ষ্টেশন কাউন্টার, ঢাকা জেলা, ফোনঃ ০১৭৩০-৮৯৭৪৯৮.
কচুক্ষেত কাউন্টার, ঢাকা জেলা, ফোনঃ ০১৭৩০-৮৯৭৪০৭.
ঝিগাতলা বাসষ্টেশন কাউন্টার, ঢাকা জেলা, ফোনঃ ০১৭৩০-৮৯৭৪১১, ০১৭৩০-২১৪৮০৬.
বাড্ডা বাস ষ্টেশন কাউন্টার, ঢাকা জেলা, ফোনঃ ০১৭৩০-৮৯৭৪৯৬.
মিরপুর-১-১০ বাসষ্টেশন কাউন্টার, ঢাকা জেলা, ফোনঃ ০১৭৩০-৮৯৭৪০৮, ০১৭৩০-৮৯৭৪০৯.
নীলক্ষেত কাউন্টার, ঢাকা জেলা, ফোনঃ ০১৭৩০-৮৯৭৪১২, ০১৭৩০-২১৪৮০৭.
আব্দুল্লাহপুর বাসষ্টেশন কাউন্টার, ঢাকা জেলা, ফোনঃ ০১৭৩০-৮৯৭৪২২.
নর্দা কাউন্টার, ঢাকা, ফোনঃ ০১৭৯১০-৩৩৩৩৫.
গোলাপবাগ কাউন্টার, ঢাকা, ফোনঃ ০১৭৩০-৮৯৭৪০৩.
মহাখালী বাসষ্টেশন কাউন্টার, ঢাকা ফোনঃ ০১৭৩০-৮৯৭৪১৩, ০১৭৯৮-৬১৬৫২৪.
জনপদের মোড়(সায়েদাবাদ-১) কাউন্টার, ঢাকা, ফোনঃ ০১৭৩০-৮৯৭৪০৫.
আদাবর/শ্যামলী কাউন্টার, ঢাকা, ফোনঃ ০১৭৩০-৮৯৭৪১০, ০১৬৮৫-৫৯৩৮৮৮.
ফার্মগেট(কাওরান বাজার) কাউন্টার, ঢাকা, ফোনঃ ০১৭৩০-৮৯৭৪১৪.
শনির আখড়া কাউন্টার, ঢাকা, ফোনঃ ০১৭৬০-৫৫৪৫৪৫.
সাইনবোর্ড কাউন্টার, ঢাকা, ফোনঃ ০১৭১২-৮৮২৩৭০.




গাজীপুর জেলার কাউন্টার সমূহ

টংগীবাজার কাউন্টার, গাজীপুর জেলা, ফোনঃ ০১৭৩০-৮৯৭৪৯৯.
চেরাগ আলী বাস ষ্টেশন কাউন্টার, গাজীপুর জেলা, ফোনঃ ০১৭৪৯-০৫২৩০২.
টংগী কলেজ গেইট কাউন্টার, গাজীপুর জেলা, ফোনঃ ০১৭৩০-৮৯৭৪২১.

নোয়াখালী জেলার কাউন্টার সমূহ

কন্ট্রোল অফিস, সোনাপুর, নোয়াখালী জেলা, ফোনঃ ০১৭৩০-৮৯৭৪৭৩, ০১৭৪৬-১০০৮৬২.
সোনাপুর জিরোপয়েন্ট বাস ষ্টেশন কাউন্টার, সোনাপুর, নোয়াখালী জেলা, ফোনঃ ০১৭৩০-৮৯৭৪৫১.
সোনাপুর রেলওয়ে স্টেশন কাউন্টার, সোনাপুর, নোয়াখালী জেলা, ফোনঃ ০১৭৩০-৮৯৭৪৫২.
দত্তবাড়ী বাস ষ্টেশন কাউন্টার, নোয়াখালী জেলা, ফোনঃ ০১৭৩০-৮৯৭৪৫৩.
টাউন হল মাইজদী কাউন্টার, নোয়াখালী জেলা, ফোনঃ ০১৭৩০-৮৯৭৪৫৪.
প্রধান টিকেট বুকিং অফিস মাইজদী (আমির কমপ্লেক্স), কাউন্টার, নোয়াখালী জেলা, ফোনঃ ০১৭৩০-৮৯৭৪৭৫.
নিশাত প্লাজা কাউন্টার, নোয়াখালী জেলা, ফোনঃ ০১৬২৭-৭১২১৩৫.
পৌর ভবন মাইজদী কাউন্টার, নোয়াখালী জেলা, ফোনঃ ০১৬৮৮-৪৮১৯৭৬.
মাইজদী নতুন টার্মিনাল কাউন্টার, নোয়াখালী জেলা, ফোনঃ ০১৭৩০-৮৯৭৪৫৬.
মাইজদী বাজার কাউন্টার, নোয়াখালী জেলা, ফোনঃ ০১৭৩০-৮৯৭৪৫৭.
চৌমুহনী চৌরাস্তা কাউন্টার, নোয়াখালী জেলা, ফোনঃ ০১৭৩০-৮৯৭৪৫৮.
বজরা কাউন্টার, নোয়াখালী জেলা, ফোনঃ ০১৭০৯-৩৭৭৮৪৬.
সোনাইমুড়ী কাউন্টার, নোয়াখালী জেলা, ফোনঃ ০১৭৩০-৮৯৭৪৫৯.
ছাতার পাইয়া কাউন্টার, সোনাইমুড়ি, নোয়াখালী জেলা, ফোনঃ ০১৭৫১-০৬০৭৭৫.




পরার্মশঃ  কেমনে যাবো ডট কম সর্বদা সর্বশেষ তথ্য দেয়ার চেষ্টা করে। যেকোনো কোম্পানি তাঁদের কাউন্টার যেকোনো সময় পরিবর্তন করতে পারে। যদি কোন কোম্পানি এরূপ করে থাকে এবং আমাদের দেয়া তথ্যে ভুল থাকে তাহলে আমরা আন্তরিক ভাবে দুঃখিত। সঠিক তথ্যের জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি, ধন্যবাদ।

একুশে এক্সপ্রেশ লিঃ এর বাস সেবা কত টুকু আন্তরিক বা যাত্রীদের সাথে তাদের সম্পর্ক কি রকম? আপনার নিজস্ব মতামত তুলে ধরুন আমাদের ফেইসবুক গ্রুপে। আপনার দেওয়া মতামত বা তথ্য একুশে এক্সপ্রেশ লিঃ কে গতিশীল ও যাত্রী সেবা নিশ্চিত করতে সহায়তা করবে। আমাদের ফেইসবুক পেইজে লাইক দিয়ে নিয়মিত আপডেট রাখেন নিজেকে।
এছাড়াও আমাদের ওয়েব সাইট নিয়ে কোন অভিযোগ বা পরামর্শ বা কোন তথ্য আমাদের কাছে পাঠাতে চায়লে মেইল করুন- [email protected]

x