কিভাবে ভিজিট করবেন

কেমনে যাব ডট কম এ বেশকিছু সার্চ অপশন আছে। জেনেনিন এগুলা কিভাবে কাজ করে।

১। লিখে সার্চঃ এই মাধ্যমটি ব্যবহার করলে আপনাকে অভ্র কীবোর্ড অনুযায়ী লিখতে হবে। কোন একটি শব্দ লিখুন এবং স্পেস দিন। তৎক্ষানিক ইংরেজি বর্ন বাংলায় রূপান্তরিত হয়ে যাবে । উদাহরনঃ Dhaka theke khulna -> ঢাকা থেকে খুলনা।

২। সিলেক্ট অপশনঃ  এই মাধ্যমে প্রথমে কোথায় যাবেন সেই বিভাগ নির্বাচন করুন। অতঃপর এলাকা নির্বাচন করুন। অনুরূপ ভাবে কোথা থেকে যাবেন সেই বিভাগ এবং এলাকা নির্বাচন করুন। সর্বশেষে “খুজুন” বাটনটিতে ক্লিক করুন।

৩। সরাসরিঃ উপরোক্ত দুইটি পদ্ধতিতে তথ্য খুঁজতে সমস্যা হলে ডানদিকে সাইটবার থেকে তথ্য খুজে নিতে পারেন। এখানে সকল পেজের লিঙ্ক দেয়া আছে।

x