কিভাবে সার্চ করবেন । সহজ এবং দ্রুত সময়ে খুঁজে নিন
স্বাগতম কেমনে যাবো ডট কম!
কেমনে যাবো ডট কমে দুই পদ্ধতির মাধ্যমে খুব সহজে এবং দ্রুত সময়ে তথ্য খুজে পাবেন।
- কেমনে যাবো ডট কম এর যে পেইজেই অবস্থান করেন, পেইজের উপরের অংশে ( Header Bar নিচের অংশে ) চমৎকার একটি সার্চ বক্স রয়েছে। সার্চ বক্সে আপনার প্রয়োজনীয় তথ্য টি টাইপ করুন। যেমনঃ- ঢাকা থেকে কক্সবাজার ( যদি জানতে চান গন্তব্যস্থানেরঃ- সংক্ষিপ্ত ইতিহাস/পরিচিতি, দর্শনীয় স্থান সমূহের তথ্য, বাস লিস্ট, বাস ভাড়া, কাউন্টার ঠিকানা। যা পাবেন এক ক্লিকেই।
যেমনঃ- হানিফ এন্টারপ্রাইজ ( বাংলাদেশের যেকোন ক্লোজডোর বাসের কাউন্টার এড্রেস বা ফোন নাম্বার যদি প্রয়োজন হয়)
যেমনঃ- খাগড়াছড়ি দর্শনীয় স্থান, কক্সবাজার যাবো ( আপনি যে উপজেলা বা জেলা কিংবা বিভাগীয় শহরে ভ্রমণে যাবেন, সে স্থানের নামটি লিখুন)।
- কেমনে যাবো ডট কম এর পেইজের ডান পাশে ( ডেক্সটপ ভিউ) দু’টি অপশন রয়েছে “কোথায় যাবেন” ( কোথায় যাবেন অপশনে ক্লিক করলে সারাদেশের সকল রোটের তথ্য পাবেন) এবং “বাস সার্ভিসেস” ( বাস সার্ভিসেস অপশনে ক্লিক করলে বাংলাদেশের সকল ক্লোজডোর বাসের কাউন্টার লোকেশন ও মোবাইল নাম্বার সহ ইত্যাদি তথ্য পাবেন। (মোবাইল ভিউ) আপনি যে পেইজে অবস্থান করছেন, পেইজটির একদম নিচের দিকে স্ক্রল করে চলে আসুন, “কোথায় যাবেন” এবং “বাস সার্ভিসের” অপশন দু’টি দেখতে পাবেন।