কুয়াকাটা থেকে কালীগঞ্জ বাস ভাড়া, কাউন্টার নাম্বার, লোকেশন ও ভ্রমণ গাইড
সাতক্ষীরা জেলার একটি উপজেলা কালীগঞ্জ। কালীগঞ্জ থানা সদর প্রতিষ্ঠিত হয় ১৯৪২ খৃষ্টাব্দে। কালীগঞ্জ থানা উপজেলায় উন্নীত হয় ১৯৮৩ সালে। কালীগঞ্জ নামকরণ নিয়ে একাধিক প্রবাদ প্রচলিত আছে। কথিত হয়, আলােচ্য এলাকায় একটি কালীমন্দির ছিল। কালীমন্দিরকে ঘিরে নদীর তীরে একটি গঞ্জ গড়ে উঠে। কালীমন্দিরকে ঘিরে প্রতিষ্ঠিত গঙঞ্জটি কালীগঞ্জ নামে পরিচিতি পায়। অনেকে মনে করেন কালিন্দী নদীর তীরে এ গঞ্জটি গড়ে উঠেছিলো। তাই নাম হয় কালীগঞ্জ। অধিকাংশের অভিমত কালিগঞ্জ নামটি হিন্দুদের জনপ্রিয় দেবতা কালীর নামানুসারে চয়িত। মুকুন্দপুর গ্রামে বিক্রমাদিত্য ও বসন্তরায় কর্তৃক নির্মিত দূর্গ, মুকুন্দপুরের পরবাজপুর মসজিদ, বিষ্ণুপুরের মদীনার দরগা, বসন্তপুর গ্রামে বিক্রমাদিত্য নির্মিত নবরত্ন মন্দির এ উপজেলার প্রাচীন নিদর্শন।
* কুয়াকাটা থেকে কালীগঞ্জ স্থল পথে সরাসরি নন স্টপ বাসে করে যাওয়া যায়। বাসের মধ্যে নন এসি বাসের সু-ব্যবস্থা রয়েছে।
লক্ষ্য করুন, নিম্নে আপনি সকল বাস এবং বাস সংশ্লিষ্ট সকল তথ্য যেমন ভাড়া, বাস কাউন্টার, কাউন্টারের নাম্বার ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। কুয়াকাটা থেকে কালীগঞ্জ বাস ভাড়া, কাউন্টার নাম্বার, লোকেশন ও ভ্রমণ গাইড।
এসি বাস
বাসের নাম
ভাড়া
বিস্তারিত
পরার্মশঃ আপনি যে বাসে করে যাওয়ার সিদ্বান্ত নিয়েছেন ঐ বাস সম্পর্কে বিস্তারিত জেনে নিন। হয়রানির সম্মূখিন হলে বা কোন অভিযোগ থাকলে তাদের জরুরী মোবাইল নাম্বারে জানান। অথবা আমাদের নিজস্ব ফেইসবুক গ্রুপ ও পেইজ রয়েছে, যেখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। যে বাসে করে আপনি ভ্রমণে যাচ্ছেন, সে বাস সম্পর্কে লিখুন আমাদের ফেইসবুক গ্রুপে, আপনার একটি লিখা ঐই বাস কে যাত্রী সেবার মান বাড়াতে সাহায্য করবে। এবং আমাদের ওয়েব সাইটের নিয়মিত আপডেট পেতে ফেইসবুক পেইজে লাইক দিন।
এছাড়াও আমাদের ওয়েব সাইট নিয়ে কোন অভিযোগ বা পরামর্শ বা কোন তথ্য আমাদের কাছে পাঠাতে চায়লে মেইল করুন- [email protected] । ধন্যবাদ ।