খুলনা থেকে কক্সবাজার
পরিচিতিঃ
- প্রাচীন পালঙ্কি/পানোয়া (হলুদ ফুল) নামের বর্তমান নাম কক্সবাজার। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসার হিরাম কক্স থেকে এই কক্সবাজার। কক্সবাজার! পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত নাম। তার নৈসর্গিক সৌন্দর্য্য প্রতিটি পর্যটককে হৃদয়স্পর্শ করে। সিরাজগঞ্জ জেলা থেকে ৫২১ কি.মি কিলোমিটার দূরত্ব। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন অঞ্চল হল এই কক্সবাজার।
ভুলেও যে দর্শনীয় স্থানগুলো মিস করবেন না!
- “লাবনী বীচ, সুগন্ধা বীচ, কলাতলী বীচ, হিমছড়ি, ইনানী বীচ, মেরিন রোড, সেন্টমার্টিন, রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড, রামু বৌদ্ধ বিহার, মহেশখালি, সোনাদিয়া দ্বীপ , আদিনাথ মন্দির, ডুলাহাজারা সাফারি পার্কসহ আরো অসংখ্য দর্শণীয় স্থান যা আপনার মনে নতুন প্রাণের সঞ্চার করবে।
যেখানে রাত্রিযাপনঃ
- ৫০০ টাকার রুম থেকে বিলাসবহুল বাড়ি অবধি ভাড়া পাবেন। তন্মধ্যে রয়েল টুলিপ সী পার্ল বীচ রিসোর্ট এন্ড স্পা, হোটেল সী ক্রাউন, লং বীচ হোটেল, হোটেল দি কক্স টুডে, ওসান প্যারাডাইজ হোটেল িএন্ড রিসোর্ট, কক্স ইন ইত্যাদি অসংখ্য হোটেল ও রিসোর্ট রয়েছে।
রুম বুকিং করতে পারেন – বুকিং রুম।
* খুলনা থেকে কক্সবাজার স্থল পথে সরাসরি নন স্টপ বাসে করে যাওয়া যায়। বাসের মধ্যে এসি/নন এসি উভয় ধরণের বাসের সু-ব্যবস্থা রয়েছে।
এছাড়াও খুলনা থেকে কক্সবাজার যাওয়ার আগে কক্সবাজার সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
এসি বাস
বাসের নাম
ভাড়া
বিস্তারিত
পরার্মশঃ আপনি যে বাসে করে যাওয়ার সিদ্বান্ত নিয়েছেন ঐ বাস সম্পর্কে বিস্তারিত জেনে নিন। হয়রানির সম্মুখীন হলে বা কোন অভিযোগ থাকলে তাদের জরুরী মোবাইল নাম্বারে জানান। অথবা আমাদের নিজস্ব ফেইসবুক গ্রুপ ও পেইজ রয়েছে, যেখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। যে বাসে করে আপনি ভ্রমণে যাচ্ছেন, সে বাস সম্পর্কে লিখুন আমাদের ফেইসবুক গ্রুপে, আপনার একটি লেখা কতৃপক্ষকে যাত্রী সেবার মান বাড়াতে সাহায্য করবে। এবং আমাদের ওয়েব সাইটের নিয়মিত আপডেট পেতে ফেইসবুক পেইজে লাইক দিন। আমাদের মেইল করতে পাররেন [email protected]। ধন্যবাদ ।