চকরিয়া থেকে সিলেট বাস ভাড়া – কাউন্টার তথ্য ও লোকেশন

পরিচিতিঃ

বাংলাদেশের প্রতিটি অঞ্চলের আলাদা আঞ্চলিক ভাষা রয়েছে। তার মধ্যে অন্যতম সিলেটি আঞ্চলিক ভাষায় একটি বিশেষত্ব রয়েছে। সিলেটের আঞ্চলিক ভাষায় নিজস্ব বর্ণমালা রয়েছে।  সিলেটের বহু বাসিন্দা দেশে বিদেশে ছড়িয়ে আছে। রয়েছে অসংখ্য ভ্রমণের জায়গা। ইতিহাস সমৃদ্ধ এই অঞ্চল ভ্রমণপিপাসুদের অন্যতম পছন্দের স্থান। এটি বাংলাদেশের অন্যতম পর্যটন নগরী হিসেবে সারাবিশ্বে সুনাম কুড়িয়েছে। বহুযুগ ধরে সিলেট একটি বাণিজ্যিক শহর হিসেবে প্রচলিত আছে। ধারণা করা হয়ে থাকে যে “হরিকেলা রাজত্বের” মূল ভূখন্ড ছিল এই সিলেট।

দর্শনীয় স্থান- ( সিলেট যাবো কোথায় কোথায় যাবেন )

  • আপনার ভ্রমণ তৃষ্ণা মেটাতে এখানে রয়েছে অনেক ঝর্ণা ও নৈস্বর্গিক নিদর্শন।
  • আকর্ষনীয়  দর্শনীয় স্থান সমূহের মধ্যে রয়েছে- 




পান্থুমাই ঝর্ণাঃ

বাংলাদেশে-ভারত সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত মেঘালয় পাহাড়ের কোল ঘেঁষা একটি অপূর্ব গ্রামের নাম। উঁচু পাড়ার থেকে জল নেমের পড়া দৃশ্য অন্যরকম সৌন্দর্য্য ফুটিয়ে তুলে। সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের এই গ্রাম বাংলাদেশেল সবচেয়ে সুন্দর গ্রামগুলোর মধ্যে অন্যতম । সিলেটের সকল দর্শনীয় স্থানের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

যেখানে রাত্রিযাপনঃ ( সিলেট যাবো কই থাকবো?)

  • ৫০০ টাকার রুম থেকে বিলাসবহুল ফ্ল্যাট অবধি ভাড়া পাবেন। তন্মধ্যে হোটেল বটম হিল প্যালেস হোটেল, রোজ ভিউ হোটেল, হোটেল গ্র্যান্ড সুরমা, হোটেল পায়রা, হোটেল স্টার প্যাসিফিক, হোটেল নাজিম, হোটেল হলিসাইড, হোটেল হিল টাউন ইত্যাদি।

যেখানে খাবেনঃ

সিলেটি রন্ধনশৈলী হল সিলেটি খাবার সংস্কৃতিকে উপস্থাপন করে। সিলেটি খাবারের মধ্যে রয়েছে  আখনি, বিরইন ভাত, খিচুড়ি, সাতকরার গরুর মাংস, চিকেন টিক্কা মাসালা, হাঁস বাশ, ফাল, হুটকি শিরা, নুনর বড়া, হান্দেশ, চুঙ্গা পিঠা, তুশা শিন্নি িইত্যাদি খাবার ঐতিহ্য খাবার। জনপ্রিয় সাত রং চা কে জানে এর ব্যাপারে।

ছোট ছোট পাহাড় থেকে পড়া জলধারা, পানি বিছিয়ে যায় পুরো  লেক জুড়ে, পাথরে ঘেষে যায় পানি, প্রকৃতির সবুজ সৌন্দয্য মৃদু হাওয়া নীল আকাশ, ব্রীজ, ঝর্ণা, জাফলং, শাহজালাল (রহ) এর মাজার এই শহরের তুলনায় হয় না। এমন শহরে আপনাকে আবারও আমন্ত্রণ। 



এছারাও আপনি চকরিয়া থেকে সিলেট যাওয়ার আগে কক্সবাজার সম্পর্কে জেনে নিন। যেমন- দেখার জন্য কি কি আছে? কোথায় রাত্রি যাপন করবেন? কোথায় খাবেন?

চকরিয়া থেকে সিলেট স্থল পথে যাওয়ার জন্য বাস পরিবহন ব্যবস্থা রয়েছে। বাসের মধ্যে এসি/নন এসি উভয় ধরণের সু-ব্যবস্থা রয়েছে।

লক্ষ্য করুন, নিম্নে আপনি সকল বাস এবং বাস সংশ্লিষ্ট সকল তথ্য যেমন ভাড়া, বাস কাউন্টার, কাউন্টারের নাম্বার ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। যদি কাউন্টারে যাওয়ার সময় না থাকে, চিন্তিত হবার কোন কারণ নাই, তাৎক্ষনিক বা অগ্রিম সব ধরনের বাসের টিকেট আমরা বুকিং দিয়ে থাকি। আমাদের কাস্টমার কেয়ারে কল করে টিকেট বুকিং নিশ্চিত করুন। টিকেট বুকিং কল সেন্টার- 01517-832110

নন এসি বাস

বাসের নাম

ভাড়া 

বিস্তারিত 

সৌদিয়া

৯৫০ টাকা

এসি বাস

বাসের নাম

ভাড়া 

বিস্তারিত 

এসি

নাই

যোগাযোগ

পরার্মশঃ আপনি যে বাসে করে যাওয়ার সিদ্বান্ত নিয়েছেন ঐ বাস সম্পর্কে বিস্তারিত জেনে নিন। হয়রানির সম্মূখিন হলে বা কোন অভিযোগ থাকলে তাদের জরুরী মোবাইল নাম্বারে জানান। অথবা আমাদের নিজস্ব ফেইসবুক গ্রুপপেইজ রয়েছে, যেখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। যে বাসে করে আপনি ভ্রমণে যাচ্ছেন, সে বাস সম্পর্কে লিখুন আমাদের ফেইসবুক গ্রুপে, আপনার একটি লিখা ঐই বাস কে যাত্রী সেবার মান বাড়াতে সাহায্য করবে। এবং আমাদের ওয়েব সাইটের নিয়মিত আপডেট পেতে ফেইসবুক পেইজে লাইক দিন।
এছাড়াও আমাদের ওয়েব সাইট নিয়ে কোন অভিযোগ বা পরামর্শ বা কোন তথ্য আমাদের কাছে পাঠাতে চায়লে মেইল করুন- [email protected] । ধন্যবাদ ।

x