চট্টগ্রামের দর্শনীয় স্থান । কোথায় থাকবেন। কোথায় খাবেন। ইত্যাদি
চাটিগ্রাম/ চাটগাঁ/ চট্টগ্রাম/ চিটাগাং শহরে আপনাকে স্বাগতম । বাংলাদেশের সর্ববৃহৎ বন্দর, পাহাড়, সমুদ্র, উপত্যকায় প্রাকৃতিক সৌন্দর্যে্যর প্রাচ্যের রাণীর শহরে আপনাকে আমন্ত্রণ। চট্টগ্রামের দর্শনীয় স্থান
পরিচিতিঃ
ঐতিহাসিক পোর্টো গ্র্যান্ড তথা আজকের চট্টগ্রাম। পাহাড়, সমুদ্র, উপত্যাকায়, দেশের সর্ববৃহৎ বন্দরনগর, দেশের সেরা ব্যবসা প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, অসংখ্য নদী, পার্বত্য চট্টগ্রাম, বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, পার্ক, বার আউলিয়ার নগরী হিসেবে বেশ পরিচিত এই চট্টগ্রাম শহর। বন্দর নগরী চট্টগ্রাম আপনাকে মুগ্ধ করবে তার আতিথেয়তা দিয়ে, সৌন্দর্য্য দিয়ে এবং পরিচ্ছন্ন পরিবেশ দিয়ে।
যেভাবে যাবেন-
আপনি যে এলাকা থেকে চট্টগ্রাম আসতে চাচ্ছেন। সেই এলাকার নাম এবং যেখানে যাবেন (চট্টগ্রাম) সিলেক্ট করে আমাদের ওয়েবসাইটের হোম পেইজে সার্চ করুন। আমাদের ওয়েবসাইট (কেমনে যাবো ডট কম)-এ পাবেন, বাস কাউন্টার লোকেশন এবং ফোন নাম্বার, বাসের ভাড়া, বাসের ধরণ (এসি / নন-এসি) এবং সক্ষিপ্ত ইতিহাস।
হৃদয় জুড়ানো দর্শনীয় স্থান-
পতেঙ্গা সমুদ্র সৈকত, ফয়’স লেক, চট্টগ্রাম চিড়িয়াখানা, হযরত শাহ আমানত (রঃ) এর মাজার, হযরত বায়েজীদ বোস্তামী (রঃ) এর দরগাহ, জাতিতাত্বিতক যাদুঘর, ওয়ার সিমেট্রি, ডিসি হিল, বাটালি হিল, চন্দ্রনাথ পাহাড় (সীতাকুন্ড), বাঁশখালী ইকোপার্ক, পারকি সমুদ্র সৈকত (আনোয়ারা, কর্ণফুলী নদী, সাঙ্গু নদী, কদম মোবারক মসজিদ, ঐতিহাসিক আন্দরকিল্লা জামে মসজিদ, চট্টগ্রাম চিড়িয়াখানা, জাম্বুরী পার্ক, বোটানিকেল গার্ডেন ও ইকোপার্ক (সীতাকুণ্ড), বাঁশখালী চা বাগান, মহামায়া লেক, মহুরি প্রজেক্ট, বাটারফ্লাই পার্ক, মাইজ ভান্ডারি দরবার শরীফ (ফটিকছড়ি) , বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ মিলিটারী একাডেমী (বিএমএ), বাংলাদেশ মেরিন একাডেমী, বিটিভি (চট্টগ্রাম কেন্দ্র), বিমান বন্দর, স্টেডিয়াম ইত্যাদি ইত্যাদি।
যেখানে রাত্রিযাপনঃ
- ২০০ টাকার রুম থেকে বিলাসবহুল ফ্ল্যাট অবধি ভাড়া পাবেন। তন্মধ্যে রেডিশন ব্লু চট্টগ্রাম বায় ভিউ, দ্যা পেনিসোলা চিটাগাং, ওয়েল পার্ক রেসিডেন্স, হোটেল আগ্রাবাদ, দএভিনিউ হোটেল এন্ড সুইটস, হোটেল টাওয়ার ইন ইন্টারন্যাশনাল লি, হোইট ইন, এশিয়ান এস.আর হোটেল, এক্সিকিউটিভ রেসিডেন্স, সিটি ইন, মেরিডিয়ান হোটেল এন্ড রেস্টুরেন্ট, ফয়’স লেক রিসোর্ট, হোটেল হিলটন সিটি, হোটেল সফিনা লি., হিল টাউন, রেসিডেন্স ইত্যাদি ইত্যাদি।
- রুম বুকিং করতে পারেন – বুকিং রুম।
যেখানে খাবেনঃ
চাটগাঁও মানুষ নিজেরা যেমন খেতে পছন্দ করে তেমন অতিথি আপ্যায়নেও পটু। চাটগাঁও মানুষ ভোজন রসিক হিসেবে পরিচিত। চট্টগ্রাম আসলে যে খাবারগুলো আপনার মন জয় করবে তা হল- শুঁটকি, মধুভাত, বেলা বিস্কুট আর রং চা, বাকরখানি, লক্ষিশাক, গরুর গোস্ত ভুনা, পেলন ডাল, কালাভুনা, বিরয়ানি, মেজবানি মাংস, আফলাতুন হালুয়া, তাল পিঠা, নোনা ইলিশ ইত্যাদি। খাবারের জন্য চট্টগ্রাম শহরে খুব সস্তা থেকে দামি দামি খাবার গ্রহণ করতে পারবেন। আপনি যে রেস্টুরেন্টে থাকবেন তার আশেপাশেই হরেক রকমের হোটেল এবং রেস্তোরা রয়েছে।
বাণিজ্যিক শহরে আপনার পছন্দের কেনাকাটাঃ
আপনার পছন্দের দেশী-বিদেশি শপিং-এর জন্য চট্টগ্রামের অন্যতম শপিং কমপ্লেক্স গুলো ঘুরে দেখুন। চট্টগ্রাম শপিং কমপ্লেক্স, আফমি প্লাজা, সানমার ওসিয়ান সিটি, ১ থেকে ৯৯ টাকার মার্কেট, অলংকার শপিং কমপ্লেক্স ইত্যাদি।
আপনি নির্দিষ্ট সময়ে আপনার গন্তব্যে কীভাবে পৌঁছাবেন?
- পরীক্ষা/ইন্টারভিউ/অফিসিয়াল/ব্যক্তিগত ইত্যাদি ইত্যাদি কাজে আমাদের প্রায়শই কাজের সুবাধে এক শহর থেকে অন্য শহরে পাড়ি জমাতে হয়। কিন্তু সবথেকে বড় ঝামেলা যাতায়াত. থাকা, নির্দিষ্ট সময় পৌঁছানো। চট্টগ্রামের দর্শনীয় স্থান
- এখান থেকে কখন বের হব? কখন পৌঁছাবো? যাওয়ার পর কোথায় থাকবো? নানান প্রশ্ন আমাদের উদ্বিগ্নতায় ভোগায়। কিন্তু এই উদ্বিগ্নতা কাটিয়ে উঠে আমাদের যে প্রস্তুতি নেওয়া দরকার।
- বাংলাদেশের ট্রাফিক জ্যাম নিয়ে কম বেশি সবাই ভুক্তভোগী তাই সময় হাতে নিয়ে বের হওয়ার চেষ্টা করুন।
- অবশ্যই নিচের সার্ভিস থেকে সব থেকে ভাল সার্ভিসটি নেওয়ার চেষ্টা করুন।
- একবার গুগুল ম্যাপ দেখে নিন কোথায় নামলে আপনার গন্তব্যে আপনি খুব সহজেই পৌঁছাতে পারবেন।
কিছু প্রশ্ন আমাদের নানান রকম চিন্তায় ফেলে–
কোথায় গাড়ি পাব? কাউন্টার কোথায়? গাড়ি না পেলে কী করবো? রাতে কী গাড়ি পাব? থাকার জায়গা পাব? রেস্টুরেন্ট খোলা থাকবে?
- চট্টগ্রামের যে প্রান্তে আসবেন না কেন? কিংবা যেখানে থাকেন না কেন? আপনি খুব সহজেই আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন। সব স্টেশনে আপনি কাউন্টার পাবেন কারণ মেইন হাইওয়েতে সব ঢাকা এবং কক্সবাজারমুখী যাতায়াত রাস্তা। প্রতিটা ষ্টেশনে বিভিন্ন বাস কাউন্টার রয়েছে। তাদের সাথে যোগাযোগ করলে আপনার গন্তব্যের ঠিকানা খুঁজে নিতে পারবেন।
- আপনার কাউন্টার খুঁজে পেতে আমাদের নিচের বাস কাউন্টার নাম্বার সংগ্রহ করে যোগাযোগ করলে আপনাকে নির্দিষ্ট তথ্য দিয়ে দিবে।
- চট্টগ্রাম ২৪ ঘণ্টা যাতায়াত ব্যবস্থা খোলা থাকে। আপনি নিচের দিকে স্ক্রল করলে বাসের ঠিকানা পেয়ে যাবেন।
- চট্টগ্রামে প্রতিটা স্টেশনে, অলি-গলিতে আপনার থাকার ব্যবস্থা রয়েছে। উপরে লিংকে প্রবেশ করে রুম বুক করতে পারেন।
- চট্টগ্রাম শহরে খাবার পরিবেশন আমরই করে থাকিব আমাদের আরেকটি উদ্যেগ খাবার লাগবে ডট কম। এই লিংক ক্লিক করে আপনি বিস্তারিত জেনে নিতে পারেন।
প্রাকৃতিক সৌন্দর্য্য, বিভিন্ন জাতি, বন্দরনগর, সমুদ্র, পাহাড়, বন-বনানী, উপত্যকার মতো বাংলাদেশে আর কোন জেলা নাই। বার আউলিয়ার শহরে আপনাকে আবারও আমন্ত্রণ। চট্টগ্রামের দর্শনীয় স্থান
বাংলাদেশের অনান্য পর্যটন এলাকার তথ্য জানতে আমাদের ভিজিট করুন ইতিহাস পেইজ চট্টগ্রামের দর্শনীয় স্থান।