চট্টগ্রাম থেকে ঈশ্বরদী বাস ভাড়া, কাউন্টার নাম্বার, লোকেশন অ ভ্রমণ গাইড

১৯০৬ খ্রিস্টাব্দে এখানে থানা সদর স্থাপিত হয়। কথিত হয়, মােঘল আমলে ঈসা খান নামে এক ফৌজদার সদলবলে এখানে আগমন করেছিলেন। এলাকার লােকজনের পানীয় জলের অভাব দূর করার জন্য তিনি এখানে একটি বিশাল দীঘি খনন করেন। দিঘিটি ইসারদীঘি নামে পরিচিতি লাভ করে করে। এ ইসারদিঘি হতে ইসারদি>ঈশ্বরদি নামের উদ্ভব হয়। আলােচ্য এলাকাটি ভূগঠনের প্রারম্ভে একটি চর ছিল। অনেকে মনে করেন, ঈশ্বর ও দ্বীপ হতে ঈশ্বরদি নামের উদ্ভব। ঈশ্বর অর্থ ভগবান এবং দি অর্থ দ্বীপ। খ্রিস্টীয় তৃতীয় শতকে এটি চরকারে উত্থিত হয়ে আরাে কয়েক যুগ পর জনবসতির উপযুক্তা অর্জন করে। গঙ্গা নদীর তীরে গড়ে উঠা চরটিকে লোকজন ঈশ্বরের দ্বীপ বলে অভিহিত করতেন। ফলে দ্বীপটির নাম হয় ঈশ্বরের দ্বীপ। যার অপভ্রংশ ঈশ্বরদি। চট্টগ্রাম থেকে ঈশ্বরদী ।



চট্টগ্রাম থেকে ঈশ্বরদী স্থল পথে সরাসরি নন স্টপ বাসে করে যাওয়া যায়। বাসের মধ্যে এসি/নন এসি উভয় ধরণের বাসের সু-ব্যবস্থা রয়েছে।

নিম্নে সকল গাড়ীর ভাড়া ও বাসের কাউন্টারের সাথে যোগাযোগ করার জন্য যোগাযোগ অপশন রয়েছে, যেখানে ক্লিক করলে কাউন্টারের সকল তথ্য পেয়ে যাবেন, চট্টগ্রাম থেকে ঈশ্বরদী বাস প্রাইজ, কাউন্টার নাম্বার, লোকেশন ও ভ্রমণ গাইড।

নন এসি বাস সমূহ

বাসের নাম

ভাড়া 

বিস্তারিত 

সৌদিয়া কোচ সার্ভিস

৭০০ টাকা

শ্যামলী এন আর ট্রাভেলস

১১০০ টাকা




এসি বাস সমূহ

বাসের নাম

ভাড়া 

বিস্তারিত 

পরার্মশঃ আপনি যে বাসে করে যাওয়ার সিদ্বান্ত নিয়েছেন ঐ বাস সম্পর্কে বিস্তারিত জেনে নিন। হয়রানির সম্মূখিন হলে বা কোন অভিযোগ থাকলে তাদের জরুরী মোবাইল নাম্বারে জানান। অথবা আমাদের নিজস্ব ফেইসবুক গ্রুপপেইজ রয়েছে, যেখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। যে বাসে করে আপনি ভ্রমণে যাচ্ছেন, সে বাস সম্পর্কে লিখুন আমাদের ফেইসবুক গ্রুপে, আপনার একটি লিখা ঐই বাস কে যাত্রী সেবার মান বাড়াতে সাহায্য করবে। এবং আমাদের ওয়েব সাইটের নিয়মিত আপডেট পেতে ফেইসবুক পেইজে লাইক দিন। এছাড়াও আমাদের ওয়েব সাইট নিয়ে কোন অভিযোগ বা পরামর্শ বা কোন তথ্য আমাদের কাছে পাঠাতে চায়লে মেইল করুন- [email protected] । ধন্যবাদ ।

x