চট্টগ্রাম থেকে উল্লাপাড়া বাস ভাড়া, কাউন্টার নাম্বার, লোকেশন ও ভ্রমণ গাইড

১৮১৩ খ্রিস্টাব্দে এখানে থানা সদর প্রতিষ্ঠিত হয়। উল্লাপাড়া নাম নিয়ে একাধিক প্রবাদ ও মত প্রচলিত। কথিত হয়, শফিউল্লাহ্ নামের এক দরবেশ ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে এখানে আস্তানা গাড়েন। লােকজনকে ধর্মীয় শিক্ষা এবং ইবাদতের সুবিধার জন্য তিনি এখানে একটি মসজিদ প্রতিষ্ঠা করেন। শফিউল্লা সাধারণ্যে উল্লাহ পির নামে পরিচিত ছিল। তার আস্তানা ও মসজিদকে ঘিরে যে লােকালয় গড়ে উঠে তার নাম হয় উল্লা পাড়া। আবার অনেকে মনে করেন, অতীতে এ এলাকা উলুখর নামক একপ্রকার বন্য ঘাসে আচ্ছাদিত ছিল। উলুখর এর স্থানীয় উচ্চারণ ছিল উলুলখর। উলুলখর এর জন্য জায়গাটি চাষাবাদ ও বসবাসের অযােগ্য হয়ে পড়েছিলাে। কিছু লােক উলুলখর পরিষ্কার করে বিরান ভূমিটিতে লােকালয় বা পাড়া গড়ে তুলেন। ফলে এর নাম হয় উল্লাপাড়া। চট্টগ্রাম থেকে উল্লাপাড়া।



চট্টগ্রাম থেকে উল্লাপাড়া স্থল পথে সরাসরি নন স্টপ বাসে করে যাওয়া যায়। বাসের মধ্যে এসি/নন এসি উভয় ধরণের বাসের সু-ব্যবস্থা রয়েছে।

নিম্নে সকল গাড়ীর ভাড়া ও বাসের কাউন্টারের সাথে যোগাযোগ করার জন্য যোগাযোগ অপশন রয়েছে, যেখানে ক্লিক করলে কাউন্টারের সকল তথ্য পেয়ে যাবেন, চট্টগ্রাম থেকে উল্লাপাড়া বাস প্রাইজ, কাউন্টার নাম্বার, লোকেশন ও ভ্রমণ গাইড।

নন এসি বাস

বাসের নাম

ভাড়া 

বিস্তারিত 

সৌদিয়া কোচ সার্ভিস

৭০০ টাকা




এসি বাস

বাসের নাম

ভাড়া 

বিস্তারিত 

পরার্মশঃ আপনি যে বাসে করে যাওয়ার সিদ্বান্ত নিয়েছেন ঐ বাস সম্পর্কে বিস্তারিত জেনে নিন। হয়রানির সম্মূখিন হলে বা কোন অভিযোগ থাকলে তাদের জরুরী মোবাইল নাম্বারে জানান। অথবা আমাদের নিজস্ব ফেইসবুক গ্রুপপেইজ রয়েছে, যেখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। যে বাসে করে আপনি ভ্রমণে যাচ্ছেন, সে বাস সম্পর্কে লিখুন আমাদের ফেইসবুক গ্রুপে, আপনার একটি লিখা ঐই বাস কে যাত্রী সেবার মান বাড়াতে সাহায্য করবে। এবং আমাদের ওয়েব সাইটের নিয়মিত আপডেট পেতে ফেইসবুক পেইজে লাইক দিন। এছাড়াও আমাদের ওয়েব সাইট নিয়ে কোন অভিযোগ বা পরামর্শ বা কোন তথ্য আমাদের কাছে পাঠাতে চায়লে মেইল করুন- [email protected] । ধন্যবাদ ।

x