চট্টগ্রাম থেকে চকরিয়া বাস ভাড়া, কাউন্টার নাম্বার, লোকেশন ও ভ্রমণ গাইড

* দীর্ঘ তম সমুদ্র সৈকত কক্সবাজারের একটি অন্যতম উপজেলা চকরিয়ায় আপনাকে স্বাগতম। ১৭৯৩ খ্রিস্টাব্দে এখানে থানা সদর দপ্তর স্থপিত হয়। CHALKED AREA বা চক্ড এরিয়া হতে চকরিয়া নামকরণ প্রবাদটা যথেষ্ট গ্রহণযােগ্য। আলােচ্য চকরিয়া অঞ্চলটি সম্পদ, প্রাকৃতিক অবস্থান, কৌশলগত বিবেচনা এবং আর্থিক পরিকাঠামাের আলোকে বৃটিশদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিল। সামগ্রিক বিবেচনায় বৃটিশ সরকার বর্তমানে চকরিয়া নামে পরিচিত এলাকাটি ‘CHALKED AREA’ ঘোষণা করে। ফলে এলাকাটি অন্যান্য এলাকা হতে পৃথক একটি বিশেষ এলাকা হিসেবে মর্যাদা পায়। এ ঘােষণার পর হতে এলাকাটির নামের পশ্চাতে, ব্রেকেটে ‘চকড এরিয়া কথাটি উল্লেখ করা হত। এক সময় ব্রেকেট উঠে গিয়ে এলাকাটি ‘চকড় এরিয়া নামে পরিচিতি পায়। যা ক্ৰমশ পরিবর্তিত হয়ে চকড়রিয়া নাম ধারণ করে। পরে চকডরিয়া হতে ড মুক্ত হয়ে চকরিয়া নাম ধারণ করে।



* চট্টগ্রাম থেকে চকরিয়া স্থল পথে সরাসরি নন স্টপ বাসে করে যাওয়া যায়। বাসের মধ্যে এসি/নন এসিউভয় ধরণের বাসের সুব্যবস্থা রয়েছে।

লক্ষ্য করুন, নিম্নে আপনি সকল বাস এবং বাস সংশ্লিষ্ট সকল তথ্য যেমন ভাড়া, বাস কাউন্টার, কাউন্টারের নাম্বার ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। চট্টগ্রাম থেকে চকরিয়া বাস ভাড়া, কাউন্টার নাম্বার, লোকেশন ও ভ্রমণ গাইড।

নন এসি বাস সমূহ

বাসের নাম

ভাড়া 

বিস্তারিত 

সৌদিয়া কোচ সার্ভিস

১৭০ টাকা

এস আলম

১৭০ টাকা

মারসা ট্রান্সপোর্ট

১৮০ টাকা




এসি বাস সমূহ

বাসের নাম

ভাড়া 

বিস্তারিত 

দেশ ট্রাভেলস

৮০০ টাকা

সৌদিয়া সিল্কি

৩৫০ টাকা

স্বাধীন ট্রাভেলস

৩০০ টাকা

এস আলম সার্ভিস

২৫০ টাকা

পূরবী পরিবহন

৩০০ টাকা

পরার্মশঃ আপনি যে বাসে করে যাওয়ার সিদ্বান্ত নিয়েছেন ঐ বাস সম্পর্কে বিস্তারিত জেনে নিন। হয়রানির সম্মূখিন হলে বা কোন অভিযোগ থাকলে তাদের জরুরী মোবাইল নাম্বারে জানান। অথবা আমাদের নিজস্ব ফেইসবুক গ্রুপপেইজ রয়েছে, যেখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। যে বাসে করে আপনি ভ্রমণে যাচ্ছেন, সে বাস সম্পর্কে লিখুন আমাদের ফেইসবুক গ্রুপে, আপনার একটি লিখা ঐই বাস কে যাত্রী সেবার মান বাড়াতে সাহায্য করবে। এবং আমাদের ওয়েব সাইটের নিয়মিত আপডেট পেতে ফেইসবুক পেইজে লাইক দিন। এছাড়াও আমাদের ওয়েব সাইট নিয়ে কোন অভিযোগ বা পরামর্শ বা কোন তথ্য আমাদের কাছে পাঠাতে চায়লে মেইল করুন- [email protected] । ধন্যবাদ ।

x