চট্টগ্রাম থেকে দীঘিনালা বাস ভাড়া, কাউন্টার নাম্বার, লোকেশন ও ভ্রমণ গাইড

১৯২৩ খ্রিস্টাব্দে দীঘিনালা থানা প্রতিষ্ঠিত হয়। ১৯৮৫ খ্রস্টাব্দে দীঘিনালা থানা উপজেলায় উন্নীত হয়। দীঘি ও নালা শব্দদ্বয় হতে দীঘিনালা। জল নিষ্কাশন বা নেমে যাওয়ার খাত বা ছােট পথ বা খালকে নালা বলা হয়। ১৬৬০ খ্রিস্টাব্দে ত্রিপুরার রাজপরিবারের সদস্যদের মধ্যে সিংহাসন নিয়ে বিরােধ শুরু হলে ছত্রমাণিক্য সিংহাসন দখল করে নেন। মহারাজ গােবিন্দমাণিক্য রাজ্যচ্যুত হয়ে পার্বত্য চট্টগ্রামে আশ্রয় গ্রহণ করেন। এখানে নির্বাসিত থাকাকালীন তিনি কয়েকটি দিঘি এবং বর্ষাকালে দীঘি জলে পূর্ণ হয়ে গেছে অতিরিক্ত জল নিষ্কাশনের জন্য নালা খনন করেন। এ জন্য এলাকাটির নাম হয় দীঘিনালা। উপজেলাটি ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত। এটি একটি সীমান্ত। চট্টগ্রাম থেকে দীঘিনালা।




* চট্টগ্রাম থেকে দীঘিনালা স্থল পথে সরাসরি নন স্টপ বাসে করে যাওয়া যায়। বাসের মধ্যে এসি/নন এসি উভয় ধরণের বাসের সু-ব্যবস্থা রয়েছে।

চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি নিম্নে আপনি সকল বাস এবং বাস সংশ্লিষ্ট সকল তথ্য যেমন ভাড়া, বাস কাউন্টার, কাউন্টারের নাম্বার ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। চট্টগ্রাম থেকে দীঘিনালা বাস ভাড়া, কাউন্টার নাম্বার, লোকেশন ও ভ্রমণ গাইড।

নন এসি বাস সমূহ

বাসের নাম

ভাড়া 

বিস্তারিত 

শান্তি পরিবহন

২৮০ টাকা
বাবুছড়া ৩০০ টাকা




এসি বাস সমূহ

বাসের নাম

ভাড়া 

বিস্তারিত 

পরার্মশঃ আপনি যে বাসে করে যাওয়ার সিদ্বান্ত নিয়েছেন ঐ বাস সম্পর্কে বিস্তারিত জেনে নিন। হয়রানির সম্মুখীন হলে বা কোন অভিযোগ থাকলে তাদের জরুরী মোবাইল নাম্বারে জানান। অথবা আমাদের নিজস্ব ফেইসবুক গ্রুপপেইজ রয়েছে, যেখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। যে বাসে করে আপনি ভ্রমণে যাচ্ছেন, সে বাস সম্পর্কে লিখুন আমাদের ফেইসবুক গ্রুপে, আপনার একটি লেখা কতৃপক্ষকে যাত্রী সেবার মান বাড়াতে সাহায্য করবে। এবং আমাদের ওয়েব সাইটের নিয়মিত আপডেট পেতে ফেইসবুক পেইজে লাইক দিন। ধন্যবাদ ।

x