চট্টগ্রাম থেকে ধামইরহাট বাস ভাড়া, কাউন্টার নাম্বার, লোকেশন ও ভ্রমণ গাইড
১৯২২ খ্রিস্টাব্দে এখানে থানা সদব প্রতিষ্ঠিত হয়। ধামারহাট হতে ধামরাইর হাট নামের উৎপত্তি। এ এলাকা একসময় বেতের তৈরি ধামার জন্য বিখ্যাত ছিল। ধামা ক্রয়ের জন্য দূরদূরান্ত হতে লোকজন আসতাে। একটি হাট ছিল। হাটটি ধামার জন্য ক্রমশ বিখ্যাত হয়ে উঠে। ফলে হাটটির নাম হয়ে যায় ধামারহাট। যার অপভ্রংশ ধামরাইর হাট। ধামরাইর হাটকে ঘিরে সৃষ্ট লােকালয়টি ধামরাইরহাট নামে পরিচিতি লাভ করে। অনেকে মনে করেন ধাম শব্দের অর্থ পুরােহিতদের অবস্থান, প্রশিক্ষণ, শিক্ষা ও প্রার্থনা স্থান। যেখানে সাধারণ লােকদের জন্যও প্রার্থনার সুযোগ রয়েছে। শ্রীচৈতন্য দেবের অনুসারীরা এখানে একটি ধাম প্রস্তুত করে বসবাস, অধ্যয়ন ও প্রার্থনা করতেন। এটি এক প্রকার ধর্মীয় শিক্ষালয়ও বটে। শ্রীচৈতন্য দেবের অনুসারীদের একটি বড় ধাম ছিল। এখানে শ্রীচৈতন্য দেবও এসেছিলেন। এ ধাম ২৩ এলাকার নাম হয় ধামেরহাট। যার অপভ্রংশ ধামরাইরহাট। জগব্দল মহাবিহার ও মাহীসন্তোষ এ উপজেলার প্রত্নসম্পদ।
* চট্টগ্রাম থেকে ধামইরহাট স্থল পথে সরাসরি নন স্টপ বাসে করে যাওয়া যায়। বাসের মধ্যে নন এসি বাসের সুব্যবস্থা রয়েছে।
নিম্নে সকল গাড়ীর ভাড়া ও বাসের কাউন্টারের সাথে যোগাযোগ করার জন্য যোগাযোগ অপশন রয়েছে, যেখানে ক্লিক করলে কাউন্টারের সকল তথ্য পেয়ে যাবেন, চট্টগ্রাম থেকে ধামইরহাট বাস প্রাইজ, কাউন্টার নাম্বার, লোকেশন ও ভ্রমণ গাইড.
এসি বাস
বাসের নাম
ভাড়া
বিস্তারিত
পরার্মশঃ আপনি যে বাসে করে যাওয়ার সিদ্বান্ত নিয়েছেন ঐ বাস সম্পর্কে বিস্তারিত জেনে নিন। হয়রানির সম্মূখিন হলে বা কোন অভিযোগ থাকলে তাদের জরুরী মোবাইল নাম্বারে জানান। অথবা আমাদের নিজস্ব ফেইসবুক গ্রুপ ও পেইজ রয়েছে, যেখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। যে বাসে করে আপনি ভ্রমণে যাচ্ছেন, সে বাস সম্পর্কে লিখুন আমাদের ফেইসবুক গ্রুপে, আপনার একটি লিখা ঐই বাস কে যাত্রী সেবার মান বাড়াতে সাহায্য করবে। এবং আমাদের ওয়েব সাইটের নিয়মিত আপডেট পেতে ফেইসবুক পেইজে লাইক দিন।
এছাড়াও আমাদের ওয়েব সাইট নিয়ে কোন অভিযোগ বা পরামর্শ বা কোন তথ্য আমাদের কাছে পাঠাতে চায়লে মেইল করুন- [email protected] । ধন্যবাদ ।