চট্টগ্রাম থেকে পটিয়া বাস ভাড়া, কাউন্টার নাম্বার, লোকেশন ও ভ্রমণ গাইড
১৮৪৫ খ্রিস্টাব্দে পটিয়া থানা প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৪ খ্রিস্টাব্দে থানাটি উপজেলায় উন্নীত হয়। পটিয়া থানার ম্যাপটি দেখলে মনে হবে, একজন মানুষ মাথায় টুপি দিয়ে সেজদা করছে। আলােচ্য এলাকাটি এক সময় পর্তুগিজদের আড্ডাখানা ছিল। অনেকের মতে, ‘পট্টি’ শব্দ থেকে পটিয়া নামের উদ্ভব। গুচ্ছাকারে গড়ে উঠা ছােট ছােট কুটির সমন্বিত ঘনবসতিপূর্ণ লােকালয় বা পাড়াকে পট্টি বলা হয়। প্রাচীনকালে এখানে বঙ্গোপােসাগরের তীর ঘেঁসে আদিবাসী জনগােষ্ঠীর পট্টি ছিল। কথিত হয় এ পট্টি হতে এলাকার নাম হয় পটিয়া। আবার অনেকে মনে করেন পাটি হতে পটিয়া। একসময় এলাকাটি উন্নতমানের শীতল পাটির জন্য বিখ্যাত ছিল। তাই এলাকাটির নাম হয় পটিয়া। মুসা খাঁ মসজিদ, কুরা কাটনি মসজিদ, কালা মসজিদ, সৈয়দ কুতুব-এর মাজার, বৌদ্ধ মঠ, বুদ্ধ পদচিহ্ন মন্দির, বুড়া গোসাইর মন্দির, জগন্নাথ মন্দির পটিয়া উপজেলার প্রাচীন নিদর্শন।
চট্টগ্রাম থেকে পটিয়া স্থল পথে সরাসরি নন স্টপ বাসে করে যাওয়া যায়। বাসের মধ্যে এসি/নন এসিউভয় ধরণের বাসের সুব্যবস্থা রয়েছে।
লক্ষ্য করুন, নিম্নে আপনি সকল বাস এবং বাস সংশ্লিষ্ট সকল তথ্য যেমন ভাড়া, বাস কাউন্টার, কাউন্টারের নাম্বার ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। চট্টগ্রাম থেকে পটিয়া বাস ভাড়া, কাউন্টার নাম্বার, লোকেশন ও ভ্রমণ গাইড।
এসি বাস সমূহ
বাসের নাম
ভাড়া
বিস্তারিত
পরার্মশঃ আপনি যে বাসে করে যাওয়ার সিদ্বান্ত নিয়েছেন ঐ বাস সম্পর্কে বিস্তারিত জেনে নিন। হয়রানির সম্মূখিন হলে বা কোন অভিযোগ থাকলে তাদের জরুরী মোবাইল নাম্বারে জানান। অথবা আমাদের নিজস্ব ফেইসবুক গ্রুপ ও পেইজ রয়েছে, যেখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। যে বাসে করে আপনি ভ্রমণে যাচ্ছেন, সে বাস সম্পর্কে লিখুন আমাদের ফেইসবুক গ্রুপে, আপনার একটি লিখা ঐই বাসকে যাত্রী সেবার মান বাড়াতে সাহায্য করবে। এবং আমাদের ওয়েব সাইটের নিয়মিত আপডেট পেতে ফেইসবুক পেইজে লাইক দিন। এছাড়াও আমাদের ওয়েব সাইট নিয়ে কোন অভিযোগ বা পরামর্শ বা কোন তথ্য আমাদের কাছে পাঠাতে চায়লে মেইল করুন- [email protected] । ধন্যবাদ ।