চট্টগ্রাম থেকে বরগুনা বাস প্রাইজ, কাউন্টার নাম্বার, লোকেশন ও ভ্রমণ গাইড
পরিচিতি-
বরগুনা নামকরণ নিয়ে প্রবাদ ও কিংবদন্তি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের প্রশাসনিক অঞ্চল বরগুনা জেলা ২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডর-এর আঘাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা। বরগুনা জেলার দক্ষিণে রয়েছে পটুয়াখালী ও বঙ্গোপসাগর, উত্তরে ঝালকাটি, বরিশাল, পিরোজপুর ও পটুয়াখালী, পূর্বে পটুয়াখালী এবং পশ্চিমে পিরোজপুর ও বাগেরহাট। বরগুনা নামকরণ নিয়ে বিভিন্ন প্রবাদ ও কিংবদন্তি কোন ব্যক্তির নামে প্রচলিত আছে। অনেকে মনে করেন বড়গোণা শব্দ হতে বরগুনা নামের উদ্ভব। অনুকূল স্রোতের অবস্থাকে বড়গোণা বলে। বরগুনা জেলায় মোট ৬টি উপজেলা রয়েছে (আমতলী, তালতলী, পাথরঘাটা, বরগুনা সদর, বামনা এবং বেতাগী)। বরগুনা এর অর্থনীতির মূল উৎস হল কৃষি । যেমন শস্য ধান, চিনাবাদাম, সরিষা, সূর্যমুখী ও বিভিন্ন ধরণের ডাল সহ বরগুনা উপকূলবর্তী জেলায় হওয়ায় বরগুনার অনেকেই জেলের কাজ করে। এই শহরে রয়েছে ভাস্কর্য মহান মুক্তিযুদ্ধের স্মৃতি জাগরিত ভাস্কর্য “অগ্নিঝরা একাত্তর” যা পৌর শহরের টাউন হল চত্বরে অবস্থিত। শহরটিতে রয়েছে নানান রকম সংস্কৃতি তন্মধ্যে লোক সংস্কৃতি, শাস্ত্রীয় সংস্কৃতি, রাখাইন সংস্কৃতি ইত্যাদি।
আকর্ষণীয় দর্শনীয় স্থান সমূহের মধ্যে রয়েছে-
হরিণঘাটা পর্যটন কেন্দ্র-
বরগুনা জেলায় অবস্থিত এক প্রাকৃতিক বন আর সাগর হাতছানিতে মুগ্ধ করা পর্যটক এরিয়া পরিণঘাটা পর্যটন কেন্দ্র। যেখানে রয়েছে জানা-অজানা গাছ আর বন্যপ্রাণীর এই বিচরণস্থল সুন্দরবনরেই একটি অংশ।
বরগুনা থেকে লঞ্চ নিয়ে যাওয়া যায় হরিণঘাটা। বরগুনার সকল দর্শনীয় স্থানের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
চট্টগ্রাম থেকে বরগুনা গিয়ে কোথায় গাড়ি পাব? কাউন্টার কোথায়? গাড়ি না পেলে কী করবো? রাতে কী গাড়ি পাব? থাকার জায়গা পাব? রেস্টুরেন্ট খোলা থাকবে? জানতে ক্লিক করুন
* চট্টগ্রাম থেকে বরগুনা স্থল পথে সরাসরি নন স্টপ বাসে করে যাওয়া যায়। বাসের মধ্যে এসি/নন এসি উভয় ধরণের বাসের সু-ব্যবস্থা রয়েছে।
নিম্নে সকল গাড়ীর ভাড়া ও বাসের কাউন্টারের সাথে যোগাযোগ করার জন্য যোগাযোগ অপশন রয়েছে, যেখানে ক্লিক করলে কাউন্টারের সকল তথ্য পেয়ে যাবেন, চট্টগ্রাম থেকে বরগুনা বাস প্রাইজ, কাউন্টার নাম্বার, লোকেশন ও ভ্রমণ গাইড।
এসি বাস
বাসের নাম
ভাড়া
বিস্তারিত
পরার্মশঃ আপনি যে বাসে করে যাওয়ার সিদ্বান্ত নিয়েছেন ঐ বাস সম্পর্কে বিস্তারিত জেনে নিন। হয়রানির সম্মূখিন হলে বা কোন অভিযোগ থাকলে তাদের জরুরী মোবাইল নাম্বারে জানান। অথবা আমাদের নিজস্ব ফেইসবুক গ্রুপ ও পেইজ রয়েছে, যেখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। যে বাসে করে আপনি ভ্রমণে যাচ্ছেন, সে বাস সম্পর্কে লিখুন আমাদের ফেইসবুক গ্রুপে, আপনার একটি লিখা ঐই বাস কে যাত্রী সেবার মান বাড়াতে সাহায্য করবে। এবং আমাদের ওয়েব সাইটের নিয়মিত আপডেট পেতে ফেইসবুক পেইজে লাইক দিন। এছাড়াও আমাদের ওয়েব সাইট নিয়ে কোন অভিযোগ বা পরামর্শ বা কোন তথ্য আমাদের কাছে পাঠাতে চায়লে মেইল করুন- [email protected] । ধন্যবাদ ।