চট্টগ্রাম থেকে মুক্তাগাছা বাস ভাড়া, কাউন্টার নাম্বার, লোকেশন ও ভ্রমণ গাইড

১৯৬১ খ্রিস্টাব্দে মুক্তাগাছা থানা স্থাপিত হয়। ১৯৮৩ খ্রিস্টাব্দে মুক্তাগাছা থানা উপজেলার মর্যাদা লাভ করে। এ উপজেলার নামকরণ নিয়ে সর্বাধিক জনপ্রিয় প্রবাদটি মুক্তারাম প্রবাদ নামে পরিচিত। কথিত হয়, অষ্টাদশ শতকের মধ্যভাগে বগুড়ার বিখ্যাত জমিদার শ্রীকৃষ্ণ আচার্য বর্তমানে মুক্তাগাছা নামে পরিচিত এলাকায় একটি বিশাল জমিদারি ক্রয় করেন। অষ্টাদশ শতকের শেষদিকে শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর পুত্র রাম রাম, হরে রাম, বিষ্ণুরাম ও শিবরাম পিতার নতুন জমিদারি পরিদর্শনের জন্য নৌকাযােগে আয়মন নদীর রাজঘাটে নৌকা ভেড়ান। এলাকাবাসী বিশাল নৌবহর দেখে ছুটে আসেন। এত বড় নৌকা এবং এত বিশাল আগমন তারা ইতােপূর্বে আর দেখেননি। কৌতূহলী এলাকাবাসী যখন জানতে পারলেন যে, আগত নৌবহরে জমিদার শ্রীকৃষ্ণ আচার্যের সন্তানগণ রয়েছে তখন গ্রামবাসী অতিথিদের স্বাগত জানার ব্যবস্থা নেন।

তবে হত দরিদ্র এলাকাবাসীর

পক্ষে জমিদার পুত্রদের যথােচিত উপটৌীকন দিয়ে বরণ করার সামর্থ্য ছিল না। তবে তাদের ইচ্ছার কোনাে ঘাটতি ছিল না। অবস্থা বেগতিক দেখে মুক্তারাম কর্মকার নামক এক প্রজা পিতলের তৈরি বিশাল একটি গাছা জমিদার পুত্রদের পদপ্রান্তে নিবেদন করেন। মুক্তরামের উদারতায় রাম রাম খুশি হয়ে তাকে বিশাল একটি তালুক দান করেন এবং মুক্তারাম কর্মকারের নামের সাথে প্রদত্ত গাছা যুক্ত করে এলাকাটির নাম মুক্তাগাছা মর্মে ঘোষণা করেন। এর পর হতে এলাকাটি সর্বসাধারণের কাছে মুক্তাগাছা নামে পরিচিতি পায়। চট্টগ্রাম থেকে ঈশ্বরদী ।



চট্টগ্রাম থেকে মুক্তাগাছা স্থল পথে সরাসরি নন স্টপ বাসে করে যাওয়া যায়। বাসের মধ্যে এসি/নন এসি উভয় ধরণের বাসের সু-ব্যবস্থা রয়েছে।

নিম্নে সকল গাড়ীর ভাড়া ও বাসের কাউন্টারের সাথে যোগাযোগ করার জন্য যোগাযোগ অপশন রয়েছে, যেখানে ক্লিক করলে কাউন্টারের সকল তথ্য পেয়ে যাবেন, চট্টগ্রাম থেকে মুক্তাগাছা বাস প্রাইজ, কাউন্টার নাম্বার, লোকেশন ও ভ্রমণ গাইড।

নন এসি বাস

বাসের নাম

ভাড়া 

বিস্তারিত 

সৌদিয়া কোচ সার্ভিস

৫৮০ টাকা




এসি বাস

বাসের নাম

ভাড়া 

বিস্তারিত 

পরার্মশঃ আপনি যে বাসে করে যাওয়ার সিদ্বান্ত নিয়েছেন ঐ বাস সম্পর্কে বিস্তারিত জেনে নিন। হয়রানির সম্মূখিন হলে বা কোন অভিযোগ থাকলে তাদের জরুরী মোবাইল নাম্বারে জানান। অথবা আমাদের নিজস্ব ফেইসবুক গ্রুপপেইজ রয়েছে, যেখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। যে বাসে করে আপনি ভ্রমণে যাচ্ছেন, সে বাস সম্পর্কে লিখুন আমাদের ফেইসবুক গ্রুপে, আপনার একটি লিখা ঐই বাস কে যাত্রী সেবার মান বাড়াতে সাহায্য করবে। এবং আমাদের ওয়েব সাইটের নিয়মিত আপডেট পেতে ফেইসবুক পেইজে লাইক দিন। এছাড়াও আমাদের ওয়েব সাইট নিয়ে কোন অভিযোগ বা পরামর্শ বা কোন তথ্য আমাদের কাছে পাঠাতে চায়লে মেইল করুন- [email protected] । ধন্যবাদ ।

x