চট্টগ্রাম থেকে ময়মনসিংহ বাস ভাড়া, কাউন্টার নাম্বার, লোকেশন ও ভ্রমণ গাইড
১৮৬৭ খ্রিস্টাব্দে এখানে প্রথম থানা সদর স্থাপন করা হয়। ময়মনসিংহ নামকরণের আগে অঞ্চলটির নাম ছিল নাসিরাবাদ। পঞ্চদশ শতকে সুলতান হােসেন শাহ এলাকাটি দখল করে ত্বদীয় পুত্র নাসিরউদ্দিন নসরত শাহকে শাসনকর্তা নিযুক্ত করেন। নাসিরউদ্দিন নসরত শাহ – এর নামানুসারে এলাকাটির নাম রাখা হয় নাসিরাবাদ। নসরাত শাহের মৃত্যুর পর মােমেন শাহ নামক ত্বদীয় একজন ওমরাহ নাসিরাবাদ এলাকার শাসনকর্তা নিযুক্ত হন। শাসনকর্তা মােমেন শাহ-এর নামানুসারে এলাকাটির নাম রাখা হয় মােমেনশাহী। বর্তমানে প্রচলিত ময়মনসিংহ নামটি মােমেনশাহী শব্দের পরিবর্তিত রূপ। অন্য একটি কিংবদন্তি মতে, সম্রাট আকবরের অন্যতম সেনাপতি মানসিংহ এর নামানুসারে এলাকাটির নাম হয় ময়মনসিংহ।
দেখার মতো স্থানঃ
মহারাজ শশীকান্তের বাড়ি, আলেকজান্দ্রা ক্যাসেল, জমিদার নির্মিত রাজ-রাজেশ্বরী ওয়াটার ট্যাঙ্ক, ময়মনসিংহ জাদুঘরে রক্ষিত মহাভারতের প্রাচীন পাণ্ডুলিপি, কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি, জয়দেবের গীতগােবিন্দের পাণ্ডুলিপি, চণ্ডীদাসের কাব্যের পাণ্ডুলিপি, বিশ্বে প্রকাশিত প্রথম ডাকটিকেটের ফটোকপি, মুক্তাগাছার জমিদারের খড়গ, ১৬৪৫ খ্রিস্টাব্দের পৃথিবীর মানচিত্র, ১৭৭৯ খ্রিস্টাব্দে কেদারনাথ মজুমদার প্রণীত বৃহত্তর ময়মনসিংহের মানচিত্র ইত্যাদি ময়মনসিংহ সদর উপজেলার প্রত্নসম্পদ।
চট্টগ্রাম থেকে ময়মনসিংহ স্থল পথে সরাসরি নন স্টপ বাসে করে যাওয়া যায়। বাসের মধ্যে এসি/নন এসি উভয় ধরণের বাসের সুব্যবস্থা রয়েছে।
নিম্নে সকল গাড়ীর ভাড়া ও বাসের কাউন্টারের সাথে যোগাযোগ করার জন্য যোগাযোগ অপশন রয়েছে, যেখানে ক্লিক করলে কাউন্টারের সকল তথ্য পেয়ে যাবেন, চট্টগ্রাম থেকে ময়মনসিংহ বাস ভাড়া, কাউন্টার নাম্বার, লোকেশন ও ভ্রমণ গাইড।
এসি বাস
বাসের নাম
ভাড়া
বিস্তারিত
পরার্মশঃ আপনি যে বাসে করে যাওয়ার সিদ্বান্ত নিয়েছেন ঐ বাস সম্পর্কে বিস্তারিত জেনে নিন। হয়রানির সম্মূখিন হলে বা কোন অভিযোগ থাকলে তাদের জরুরী মোবাইল নাম্বারে জানান। অথবা আমাদের নিজস্ব ফেইসবুক গ্রুপ ও পেইজ রয়েছে, যেখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। যে বাসে করে আপনি ভ্রমণে যাচ্ছেন, সে বাস সম্পর্কে লিখুন আমাদের ফেইসবুক গ্রুপে, আপনার একটি লিখা ঐই বাস কে যাত্রী সেবার মান বাড়াতে সাহায্য করবে। এবং আমাদের ওয়েব সাইটের নিয়মিত আপডেট পেতে ফেইসবুক পেইজে লাইক দিন।
এছাড়াও আমাদের ওয়েব সাইট নিয়ে কোন অভিযোগ বা পরামর্শ বা কোন তথ্য আমাদের কাছে পাঠাতে চায়লে মেইল করুন- [email protected] । ধন্যবাদ ।