চট্টগ্রাম থেকে রাঙ্গামাটি বাস প্রাইজ, কাউন্টার নাম্বার, লোকেশন ও ভ্রমণ গাইড
আকারে বড় জেলা নৈসর্গিক সৌন্দর্যে্যর লীলাভূমি রাঙ্গামাটি জেলায় আপনাকে আমন্ত্রণ। বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল পার্বত্য জেলা রাঙ্গামাটিতে আপনাকে স্বাগতম।
পরিচিতিঃ
বাংলাদেশ সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটি। নৈসর্গিক সৌন্দের্যে্যর লীলাভূমি বলা হয় রাঙ্গামাটিকে। পূর্বে একে কার্পাস মহল বলা হত। পার্বত্য চট্টগ্রামের এই অঞ্চল ইতিমধ্যেই এর স্নিগ্ধতা,সৌন্দর্য্য দিয়ে ‘রূপের রানী’ খ্যাতি পেয়েছে। পাহাড়, নদী, লেক পরিবেষ্টিত এই অঞ্চলে রয়েছে বাঙালী সহ ১৪ টিরও জনগোষ্ঠীর বসবাস যেকারণে এটি আরো বৈচিত্রময়।
যেভাবে যাবেন-
পেইজের নিচের দিকে স্ক্রল করলে এসি/নন এসি সকল বাসের ভাড়া, কাউন্টার নাম্বার সহ বিস্তারিত তথ্য পেয়ে যাবেন।
দর্শনীয় স্থান-
পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া এই অঞ্চলের দর্শনীয় স্থান সমূহের মধ্যে রয়েছে-
সাজেক ভ্যালিঃ
রাঙ্গামাটি শহর থেকে নৌকায় যাতায়াত করতে হয় সাজেক ভ্যালিতে। কিন্তু খাগড়াছড়ি দিঘীনালা থেকে সহজে সাজেক ভ্যালি যাওয়া যায়। খাগড়াছড়ি কীভাবে যাবেন সে সম্পর্কে আমাদের ওয়েবসাইট তথ্য রয়েছে। সাজেক ভ্যালি হল বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন (৭০২ বর্গমাইল)। দেখার মত যা রয়েছে কমলক ঝর্ণা, পিদাম তৈসা ঝর্ণা, ঝুলন্ত ব্রীজ, হাজাছড়া ঝর্ণা, পাহাড়ের সুন্দর দৃশ্য, নদী। রাঙ্গামাটির সকল দর্শনীয় স্থানের তথ্য জানতে ক্লিক করুন এখানে।
চট্টগ্রাম থেকে রাঙ্গামাটি গিয়ে কোথায় গাড়ি পাব? কাউন্টার কোথায়? গাড়ি না পেলে কী করবো? রাতে কী গাড়ি পাব? থাকার জায়গা পাব? রেস্টুরেন্ট খোলা থাকবে? ইত্যাদি তথ্য জানতে ক্লিক করুন এখানে
চট্টগ্রাম থেকে রাঙ্গামাটি স্থল পথে সরাসরি নন স্টপ বাসে করে যাওয়া যায়। বাসের মধ্যে এসি/নন এসি উভয় ধরণের বাসের সু-ব্যবস্থা রয়েছে।
লক্ষ্য করুন, নিম্নে আপনি সকল বাস এবং বাস সংশ্লিষ্ট সকল তথ্য যেমন ভাড়া, বাস কাউন্টার, কাউন্টারের নাম্বার ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং তাদের সাথে যোগাযোগ করতে পারবেন।
এসি বাস
বাসের নাম
ভাড়া
বিস্তারিত
পরার্মশঃ আপনি যে বাসে করে যাওয়ার সিদ্বান্ত নিয়েছেন ঐ বাস সম্পর্কে বিস্তারিত জেনে নিন। হয়রানির সম্মূখিন হলে বা কোন অভিযোগ থাকলে তাদের জরুরী মোবাইল নাম্বারে জানান। অথবা আমাদের নিজস্ব ফেইসবুক গ্রুপ ও পেইজ রয়েছে, যেখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। যে বাসে করে আপনি ভ্রমণে যাচ্ছেন, সে বাস সম্পর্কে লিখুন আমাদের ফেইসবুক গ্রুপে, আপনার একটি লিখা ঐই বাস কে যাত্রী সেবার মান বাড়াতে সাহায্য করবে। এবং আমাদের ওয়েব সাইটের নিয়মিত আপডেট পেতে ফেইসবুক পেইজে লাইক দিন। ধন্যবাদ ।