চাঁপাইনবাবগঞ্জ থেকে খাগড়াছড়ি বাস ভাড়া, কাউন্টার নাম্বার, লোকেশন ও ভ্রমণ গাইড

পরিচিতিঃ

প্রকৃতির পরম মমতায় গড়া এই অঞ্চলের সৌন্দর্য্য ভাষায় প্রকাশ করা যাবেনা। সবুজের মাঝে হারিয়ে যেতে ও আকাশ পাহাড়ের মিতালী অবলোকন করতে খাগড়াছড়ির চেয়ে ভাল পছন্দ হতে পারেনা। উপজাতীয় সংস্কৃতির বৈচিত্রতা দেখা ছাড়াও এই অঞ্চলের আনাচে কানাচে ছড়িয়ে আছে অসংখ্য দর্শণীয় স্থান যা ভ্রমণপিপাসু এডভেঞ্চারপ্রিয়দের তৃষ্ণা মেটাবে। এই খাগড়া বন থেকে খাগড়ছড়ি। অতীতে যাকে বলা হত কার্পাস মহল।



দর্শনীয় স্থান

পাহাড়ের সৌন্দর্য্য দেখতে চাইলে আপনি অবশ্যই খাগড়াছড়ি যে জায়গাগুলোতে ভ্রমণ করবেন:

আলুটিলার রহস্যময় সুড়ঙ্গ গুহাঃ

খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে পার্শ্বে এই সুড়ঙ্গ। যেকোন পরিবহন নিয়ে যাতায়াত করা যায়। টিকেট কেটে ঢুকতে হয় এই গুহায়/সুড়ঙ্গে। খাগড়াছড়ি সদর থেকে ৮ কি.মি দূরত্ব। টর্চ/বাতি নিয়ে এই গুহায় পা রাখতে মাঝপতে সরু হওয়াতে হামুগুড়ি দিয়ে যেতে পর্যটকদের। অন্য রকম অভিজ্ঞতা তৈরি হবে এই আলুটিলা রহস্যময় সুড়ঙ্গে।

খাগড়াছড়ির সকল পর্যটন স্পটের তথ্য জানতে লিংকে ক্লিক করুন

পাহাড়ি শহরে আপনার পছন্দের কেনাকাটাঃ

পাহাড়িদের নিজেদের তৈরি বিভিন্ন পোশাক, শিল্প, হাতের তৈরি নানান প্রকারের সংসারের সরঞ্জা ইত্যাদি। এমন কিছু দেখবেন যা বাঙ্গালির ঐতিহ্য যা এখন বিরল।

চাঁপাই থেকে খাগড়াছড়ি গিয়ে কাউন্টার কোথায়? গাড়ি না পেলে কী করবো?  রাতে কী গাড়ি পাব? থাকার জায়গা পাব? রেস্টুরেন্ট খোলা থাকবে? সকল তথ্য এই লিংকে

চাঁপাই থেকে খাগড়াছড়ি স্থল পথে সরাসরি নন স্টপ বাসে করে যাওয়া যায়। বাসের মধ্যে এসি/নন এসি উভয় ধরণের বাসের সু-ব্যবস্থা রয়েছে।

লক্ষ্য করুন, নিম্নে আপনি সকল বাস এবং বাস সংশ্লিষ্ট সকল তথ্য যেমন ভাড়া, বাস কাউন্টার, কাউন্টারের নাম্বার ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। চাঁপাই থেকে খাগড়াছড়ি বাস ভাড়া, কাউন্টার নাম্বার, লোকেশন ও ভ্রমণ গাইড।

নন এসি বাস সমূহ

বাসের নাম

ভাড়া 

বিস্তারিত 

সোনিয়া এন্টারপ্রাইজ

১০০০ টাকা




এসি বাস সমূহ

বাসের নাম

ভাড়া 

বিস্তারিত 

পরার্মশঃ আপনি যে বাসে করে যাওয়ার সিদ্বান্ত নিয়েছেন ঐ বাস সম্পর্কে বিস্তারিত জেনে নিন। হয়রানির সম্মুখীন হলে বা কোন অভিযোগ থাকলে তাদের জরুরী মোবাইল নাম্বারে জানান। অথবা আমাদের নিজস্ব ফেইসবুক গ্রুপপেইজ রয়েছে, যেখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। যে বাসে করে আপনি ভ্রমণে যাচ্ছেন, সে বাস সম্পর্কে লিখুন আমাদের ফেইসবুক গ্রুপে, আপনার একটি লেখা কতৃপক্ষকে যাত্রী সেবার মান বাড়াতে সাহায্য করবে। এবং আমাদের ওয়েব সাইটের নিয়মিত আপডেট পেতে ফেইসবুক পেইজে লাইক দিন। ধন্যবাদ ।

x