ঢাকার ভ্রমণ গাইড । কোথায় থাকবেন । কোথায় খাবেন সহ ইত্যাদি

বাংলাদেশের প্রাণ কেন্দ্র রাজধানীতে আপনাকে স্বাগতম।

পরিচিতিঃ

জাহাঙ্গীরের জাহাঙ্গীরনগর, সুবা বাংলার ঢাক বাজনা থেকেই ঢাকা। ঢাকা বাংলাদেশের  রাজধানী। দক্ষিণ এশিয়ার এবং বাংলাদেশের সবথেকে বড় শহর। ঢাকা! রিক্সার শহর, মসজিদের শহর সহ আরো অনেক নামে পরিচিত এই শহরের আসল পরিচয় হল এটি মায়ার শহর। নিজেকে চিনতে, নিজেকে জানতে ও নিজেকে আবিষ্কার করতে ঢাকা ভ্রমণের কোন তুলনা হয় না। অসংখ্য পুরাতন দর্শনীয় ও ঐতিহাসিক স্থাপনা অপেক্ষা করছে-আপনার জ্ঞানকে বিকশিত করতে ও আপনার মনকে প্রফুল্লময় করতে। রাজধানী বলেই নয়, ঢাকা স্ব-মহিমায় উজ্জ্বল কৃষ্টিতে, ঐতিহ্যে ও আভিজাত্যে! তাইতো ভ্রমণ পিপাসু তাদের ভ্রমণপাঠ শুরু করেন ঢাকা দিয়েই।




(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

যেভাবে যাবেন-  ঢাকার ভ্রমণ গাইড পেইজ সম্পূর্ণ পড়ুন

আপনি যে এলাকা থেকে ‍ঢাকা আসতে চাচ্ছেন। সেই এলাকার নাম এবং যেখানে যাবেন (ঢাকা) সিলেক্ট করে আমাদের ওয়েবসাইটের হোম পেইজে সার্চ করুন। আমাদের ওয়েবসাইট (কেমনে যাবো ডট কম)-এ পাবেন, বাস কাউন্টার লোকেশন এবং ফোন নাম্বার, বাসের ভাড়া, বাসের ধরণ (এসি / নন-এসি) এবং সক্ষিপ্ত ইতিহাস।

দর্শনীয় স্থান সমূহ

পার্ক, লেক, রিসোর্ট, চিড়িয়াখানা, পিকনিক স্পট, সুইমিং পুল, পুকুর, দিঘী, জাদুঘর,

আলাদিন পার্ক

ঢাকার ধামরাইরে বিনোদনকেন্দ্র হল এই আলাদীন পার্ক। যেখানে পিকনিক স্পট থেকে শুরু করে বড় ও ছোটদের নানান ধরণের বিনোদনের ব্যবস্থা।

গ্রীন ভিউ রিসোর্ট

ঢাকা উত্তরার মৈনারটেক গিয়ে সরাসরি গ্রীন ভিউ রিসোর্ট। চিড়িয়াখানা, পার্ক, গার্ডেন, নানান ধরণের পশু পাখি, বিশাল পুকুর, সুইমিংপুল এবং খেলার মাঠ যা ঢাকা শহরের সপ্তাহজুড়ে কর্মব্যস্ততার মানুষগুলো জন্য বিনোদনের অ্ন্যতম স্থান।

শহীদ বরকত স্মৃতি জাদুঘর

ঢাকার পলাশীতে জহুরুল হক হলের ভেতরে অবস্থিত িএই শহীদ বরকত স্মৃতি জাদুঘর। স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বললে যে নাম গুলো মনে তার মধ্যে অন্যতম নাম আবুল বরকত। তার স্মৃতি রয়েছে শহীদ বরকত স্মৃতি জাদুঘরে।

 যমুনা ফিউচার পার্ক

ঢাকার বারিধারাতে অবস্থিত এই বাংলাদেশের বহুতল বিশিষ্ট বিপণী কেন্দ্র।

জাহানারা ইমাম স্মৃতি জাদুঘর

ঢাকার এলিফ্যান্ট রোডে ৩৫৫ শহীদ জননী জাহানারা ইমাম সরণির কনিকা নামের বাসায় এই জাহানারা ইমাম স্মৃতি জাদুঘর। বাংলাদেশ একাধারে শিক্ষাবিদ, লিখকা, কথা সাহিত্যিক ও একাত্তরের ঘাত দালাল বিরোধী আন্দোলনের নেত্রী।

রমনা পার্ক

ঢাকার রমনায় অবস্থিত এই রমনা উদ্যান। বাঙ্গালীর ঐতিহ্য পহেলা বৈশাখের সকল আয়োজন প্রতি বছর এই রমনা পার্কে হয়ে থাকে।

মুক্তিযুদ্ধ জাদুঘর

ঢাকা জেলার আগারগাঁওতে সিভিক সেক্টর এফ-১১/এ-বি তে অবস্থিত এই দুর্লভ বস্তুর জাদুঘর।

বাংলাদেশ সামরিক জাদুঘর

ঢাকা জেলার বিজয় সরণিতে অবস্থিত এই বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত জাদুঘর।

টাকা জাদুঘর

ঢাকা জেলার মিরপুরে অবস্থিত এই টাকা জাদুঘর।

বুড়িগঙ্গা ইকো পার্ক

ঢাকা জেলা যাত্রাবাড়ি শ্যামপুরের বুড়িগঙ্গায় এই ইকো পার্ক।

বলধা গার্ডেন

ঢাকা জেলার ওয়ারী এলাকায় এই উদ্ভিদ উদ্যান বলধা গার্ডেন অবস্থিত।

জাতীয় স্মৃতিসৌধ

ঢাকা জেলার সাভারে বাংলাদেশের স্মৃতিসৌধ তথা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মৃতির উদ্দেশ্যে সৈয়দ মাইনুল হোসেন নকশা গণকবর রয়েছে এই স্মৃতিসৌধে।

ধানমন্ডি লেক

ঢাকার জেলার ধানমন্ডিতে আবাসিক এলাকায় এই হৃদ অবস্থিত।

হাতিরঝিল

ঢাকা জেলার হাতিরঝিলে অবস্থিত এই হাতিরঝিল।

জাতীয় জাদুঘর

ঢাকার শাহবাগে অবস্থিত বাংলাদেশেল জাতীয় জাদুঘর।

গোলাপ গ্রাম সাদুল্লাহপুর

ঢাকার সাদুল্লাপুরে এই গোলাপ গ্রাম অবস্থিত।

বসুন্ধরা সিটি

ঢাকার পান্থপথে কারওয়ান বাজারে অবস্থিত এশিয়া বৃহত্তম শপিং মল।

নন্দন পার্ক

ঢাকার সাভার এ অবস্থিত এই নন্দন পার্ক। এটি বাংলাদেশের বৃহত্তম বিনোদনমূলক পার্ক।

ফ্যান্টাসি কিংডম

ঢাকার আশুলিয়া জামগড়া এলাকায় অবস্থিত এই বিনোদন পার্ক ফ্যান্টাসি কিংডম। পার্কটি ২০ একর জায়গা জুড়ে নানান ধরণের বিনোদনের ব্যবস্থা রয়েছে।

বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা- ঢাকার ভ্রমণ গাইড পেইজ সম্পূর্ণ পড়ুন

ঢাকার মিরপুরে অবস্থিত এই বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা। এটি বাংলাদেশ সরকারের মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান। যেখানে বাংলাদেশের সকল প্রাণী ও মৎস্য রয়েছে।

ষাইট্টা বটগাছ

ঢাকার মানিকগঞ্জগামী বাসে চড়ে টুলিভিটা এলাকায় অবস্থিত এই ষাইট্টা বটগাছ। সনাতন ধর্মাবলম্বীরা এই ষাইট্টা বটগাছ দুটিকে দেবতা মনে করেন।

দিয়াবাড়ি

ঢাকার উত্তরা ১৫ নম্বর সেক্টরর দিয়াবাড়ি অবস্থিত দিয়া বাড়ি। এই দিয়া বাড়রি প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে।

আপসাইড ডাউন

ঢাকার লালমাটিয়ার সি ব্লকে এই আপসাইড ডাউন গ্যালারী। ইউলিউশনাল আর্ট গ্যালারী তে আপনি ভাসতে পারবেন, ছাদে হাটতে পারবেন। যা সত্যিই অলৌকিক বলে মনে হবে।

চন্দ্রিমা উদ্যান

ঢাকার সংসদ ভবনের পাশে অবস্থিত চন্দ্রিমা উদ্যান। প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এই উদ্যানটি এবং লেকটি দেখতে আসেন।

নকশীপল্লী

ঢাকার ভোলানাথপুরে এই নকশীপল্লী । এই নকশীপল্লী সময় কাটানোর জন্য চমৎকার।

ওসমানী উদ্যান

ঢাকার গুলিস্তানে এই ওসমানী উদ্যান অবস্থিত।

রাজা হরিশচন্দ্রের ঢিবি

ঢাকার সাভারে অবস্থিত এই রাজা হরিশ্চন্দ্রের প্রাসাদ। রাজা হরিশচন্দ্রের ঢিবি, রাজা হরিশচন্দ্রের বাড়ি, রাজা হরিশচন্দ্রের ভিটা ইত্যাদি নামেও পরিচিত।

বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর- ঢাকার ভ্রমণ গাইড পেইজ সম্পূর্ণ পড়ুন

ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত এই বাংলাদেশে বিমান বাহিনীর জাদুঘর।

মৈনট ঘাট

ঢাকার দোহারে পদ্মা নদীর পাড়ে অবস্থিত এই পর্যটন আকর্ষণ মৈনট ঘাট। মিনি কক্সবাজার নামেও পরিচিত এই মৈনট ঘাট।

ঐতিহাসিক স্থান

আহসান মঞ্জিলঃ

ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে ইসলামপুরের কুমারটুলী এলাকায় অবস্থিত এই আহসান মঞ্জিল। বর্তমানে জাদুঘর হিসাবে ব্যবহৃত হচ্ছে। কিন্তু এটি ছিল নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারীর সদর কাচারি।

লালবাগ কেল্লাঃ

ঢাকার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বুড়িগঙ্গার নদীর তীরে অবস্থিত এই অসমাপ্ত মুঘর দূর্গ।

রোজ গার্ডেন প্যালেসঃ

ঢাকা শহরের টিকাটুলি এলাকায় অবস্থিত একটি অন্যতম স্থাবর ঐতিহ্য। নাটক ও টেলিফিল্ম শুটিং স্পট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

স্থপত্য ও ভাস্কর্যঃ

নর্থব্রুক হল

ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এই নর্থবরুক হল। লালকুঠি নামেওর পরিচিত।

জল্লাদখানা বধ্যভূমি

ঢাকার মিরপুরে অবস্থিত এই জল্লাদখানা বধ্যভূমি। এটি সবচেয়ে বড় বধ্যভূমিগুলোর একটি।

কেন্দ্রীয় শহীদ মিনার

ঢাকার মেডিকেল কলেজজের বপিপ্রাঙ্গণে অবস্থিত এই বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনার। বাংলা ভাষার জন্য ১৯৫২সালে ভাষা আন্দোলনের স্মৃতিসৌধ।

অপরাজেয় বাংলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলা ভবনের সামনে অবস্থিত একটি ভাস্কর্য।

জাতীয় সংষদ ভবন

ঢাকার শেরেবাংলা নগর এলাকায় অবস্থিত এই জাতীয় সংসদ ভবন।

কার্জন হল

রাজধানীতে অবস্থিত এই কার্জন হল। ঐতিহাসিক ভবন যা পুরাকীর্তি এই কার্জন হল।



সোহরাওয়ার্দী উদ্যান

ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত এই সোহরাওয়ার্দী উদ্যান। পূর্বে রেসকোর্স ময়দান নামে পরিচিত ছিল। বিট্রিশ সৈন্যদের সামরিক ক্লাব িএখানে প্রতিষ্ঠিত হয়েছিল।

জিঞ্জিরা প্রাসাদ

ঢাকার বুড়িগঙ্গা নদীর পাশে অবস্থিত এই জিঞ্জিরা প্রাসাদ। এই প্রাসাদে বন্দী করে রেখেছিল সিরাজদ্দৌল্লার স্ত্রী লুৎফুন্নেছা এবং তার শিশুকন্যাকে।

হোসেনী দালান

ঢাকার বকশীবাজারে অবস্থিত এটি শিয়া উপাসনালয় এবং কবরস্থান।

বিউটি বোর্ডিং

ঢাকার বাংলা বাজার ১নং শ্রীশদাস লেনে অবস্থিত এই বিউটি বোর্ডিং।  এই বিউটি বোর্ডিং দোতলা পুরাতন বাড়ি যার সাথে বাঙালির শিল্প-সংস্কৃতির ইতিহাস জড়িত।

 ধর্মীয় নিদর্শনঃ

বায়তুল মোকাররম মসজিদ

ঢাকার প্রাণকেন্দ্রে পল্টনে অবস্থিত এই বায়তুল মোকাররম মসজিদ। এর স্থাপত্যশৈলী অত্যন্ত দৃষ্টিনন্দন।

তারা মসজিদ

ঢাকার আরমানিটোলায় আবুল খয়রাত সড়কে অবস্থিত। সাদা মার্বেলের গম্বুজের ওপর নীলরঙা তারায় খচিত এ মসজিদ নির্মিত হয় আঠারো শতকে।

মুসা খান মসজিদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হলে পাশে অবস্থিত এই মুসা খাঁর মসজিদ।

সাত গম্বুজ মসজিদ

ঢাকা মোহাম্মদপুরে অবস্থিত এই সাত গম্বুজ মসজিদটি। এটি মুঘল সাম্রাজ্য মুঘর আমলের অন্যতম নিদর্শন।

গুরুদুয়ারা নানকশাহী

ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবনের পাশে অবস্থিত এই গুরুদুয়ারা নানকশাহী। এটি শিখ ধর্মের উপসনালয়।

ঢাকেশ্বরী মন্দির

ঢাকেশ্বরী মন্দির থেকে ঢাকা নামটি নামকরণ হয়। ঢাকার পলাশী ব্যারাক এ অবস্থিত ঢাকেশ্বরী মন্দির।

দর্শনীয় শিক্ষা প্রতিষ্ঠানঃ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

ঢাকার সদরগাটে অবস্থিত একটি স্বায়ত্তশাসিত সরকারি বিশ্ববিদ্যালয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়কে পূর্বে প্রাচ্যের অক্সফোর্ড নামে স্বীকৃতি পায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষত্ব হলো বাংলাদেশ স্বাধীন করতে এর বিশেষ অবদান ছিল।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

ঢাকার সাভারে অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত।

ঐতিহাসিক সমাধিসমূহঃ

  • বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের সমাধি
  • বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের সমাধি
  • তিন নেতার মাজার

 যেখানে রাত্রিযাপনঃ ঢাকার ভ্রমণ গাইড পেইজ সম্পূর্ণ পড়ুন

  • ২০০ টাকার রুম থেকে বিলাসবহুল ফ্ল্যাট অবধি ভাড়া পাবেন। তন্মধ্যে হোটেল দ্যা ক্যাপিটাল লিমিটেড, হোইট প্যালেস হোটেল, রজনীগন্ধ্যা সুইটস, ম্যাপেল ক্রেস্ট সার্ভিস অপ্যার্টম্যান্ট, এশিয়া প্যাসিফিক হোটেল, হোটেল গ্রান্ড সার্কেল ইন, ব্যাচেলর পয়েন্ট হোম স্টে, হোটেল ট্রপিক্যাল ডেইজি, ল্যাকশোর বনানী, রয়েল পার্ক রেসিডেন্স, হোটেল ৭১, দ্যা ওয়েস্টিন ঢাকা ইত্যাদি।
  • রুম বুকিং করতে পারেন – বুকিং রুম।




যেখানে খাবেনঃ

দুই কদম হাঁটলেই হোটেল, রেস্টুরেন্ট, রেঁস্তোরা, ক্যাফে দেখবেন। যেন এক খাবারের শহর। যে খাবার গুলো ঢাকার বিখ্যাত খাবার মোরগ-পোলাও, কাচ্ছি বিরিয়ানি, গরুর চাপ, মুক্তা বিরিয়ানি, খাসির চাপ, আস্ত কবুতর, ভুনা খিচুড়ি, কাচ্চি, গ্লাসি, তেহেরী, খাসির লেকুশ, চিংড়ি, ফালুদা, ৭০টি আইটেমের বুফে, গ্রিল চিকেন, মাঞ্জারের পুরি, শাহ সাহেবের বিরিয়ানি, ঝুনুর বিরিয়ানি, কাবাব, কাকড়া, নূরানী শরবত, মাংশ আর পরোটা, নানান ধরণের বিরিয়ানি।

আপনার পছন্দের কেনাকাটাঃ

বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স (পান্থপথ) , গিুনশান ১ ডি.সি.সি মার্কেট, (গুলশান-১), নাভানা শপিং কমপ্লেক্স (গুলশান-১), সুবান্ত নজর ভ্যালী(বাড্ডা), ইউ.এ.ই মৈত্রী কমপ্লেক্স (বনানী), নর্থ টাওয়ার (উত্তরা), অরচার্ড পয়েন্ট (ধানমন্ডি), মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স (মিরপুর), গ্রীন টাওয়ার শপিং মল (রামপুরা), রাজউক ট্রেড সেন্টার শপিং (খিলক্ষেত), ইষ্টার্ণ মল্লিকা (এলিফ্যান্ট রোড), নাহার প্লাজা (সোনারগাঁও রোড), কর্ণফুলী গার্ডেন সিটি (শান্তিনগর), মৌচাক মার্কেট (সিদ্ধেশ্বরী), সিটি হার্ট সুপার মার্কেট (কাকরাইল), ঈশা খাঁ শপিং কমপ্লেক্স (কাকরাইল), বঙ্গবাজার (ফুলবাড়িয়া), নিউ মার্কেট (মিরপুর রোড), ফার্মভিউ সুপার মার্কেট, আজিজ সুপার মার্কেট (শাহবাগ), পীর ইয়ামেনী শপিং সেন্টার (গুলিস্তান), বায়তুল মোকাররম মার্কেট (পুরানা পল্টন) ইত্যাদি।
বাংলাদেশের অনান্য এলাকার সম্পর্কে জানতে ক্লিক করুন

৭ম খ্রিষ্টাব্দ থেকে গোড়াপত্তন হয়েছিল বাংলাদেশের অন্যতম প্রাচীন শহর এবং বর্তমানে রাজধানী ঢাকা। প্রাচীন শহর হওয়ার কারণে যুগ থেকে যুগ বিভিন্ন স্থাপনা, ভার্সকর্য তথা বিনোদন কেন্দ্র। বর্তমানে আধুনিক চিত্তবিনোদন এবং শিক্ষনীয় দর্শনে আপনাকে আবারও আমন্ত্রণ।




x