ঢাকা থেকে আলীকদম বাস ভাড়া, কাউন্টার নাম্বার, লোকেশন ও ভ্রমণ গাইড
বাংলাদেশের পাহাড়-পর্বতের কথা বলতে গেলেই নাম আসে বান্দরবানের। তার একটি উপজেলা আলীকদম। বান্দরবান থেকে আলীকদম উপজেলা প্রায় ১১১ কি.মি দূরত্ব। যার পূর্বে ও উত্তর-পূর্বে থানচি উপজেলা, উত্তর-পশ্চিমে লামা উপজেলা, পশ্চিমে ও দক্ষিণ-পশ্চিমে নাইক্ষ্যংছড়ি উপজেলা এবং দক্ষিণ-পশ্চিমে ও দক্ষিণে মায়ানামারের রাখাইন প্রদেশ। আলীকদম নামের উপৎপত্তি হয় “আলোহক্যডং” থেকে। আলীকদম-এ সবথেকে বেশি জনপ্রিয় আলীর সুড়ুঙ্গ। আলীকদমের যাতায়াত রাস্তা গুলো পাহাড়ের সবচেয়ে উঁচুতে। আলীকদমের অর্থনীতির মূল উৎস হল জুম চাষ এবং বাঁশ-কাঠ। মাতামুহুরী নদী প্রবাহিত হচ্ছে আলীকদম উপজেলার মধ্যে দিয়ে । ঢাকা থেকে আলীকদম।
আপনার ভ্রমণ তৃষ্ণা মেটাতে এই অঞ্চলে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান-
ডিম পাহাড়:
বাংলাদেশ অন্যতম পর্বতশৃঙ্গ। সমতল থেকে আড়াই হাজার ফুট উঁচুতে নির্মাণ করা হয়েছে সবচেয়ে উঁচু সড়কপথ। পাহাড়টি আকৃতি ডিমের মত তাই স্থানীয়রা ডিম পাহাড় বলে।
চকরিয়া থেকে বাস বা চান্দের গাড়ি (জিপ) দিয়ে আলীকদম যাবেন। আলীকদম থেকে মোটর বাইকে করে ডিম পাহাড় যাওয়া যায়। আলীকদমের অন্যান্য দর্শনীয় স্থানের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
ঢাকা থেকে আলীকদম গিয়ে কাউন্টার কোথায়? গাড়ি না পেলে কী করবো? রাতে কী গাড়ি পাব? থাকার জায়গা পাব? রেস্টুরেন্ট খোলা থাকবে? এসব প্রশ্নের উত্তর এখানে
ঢাকা থেকে আলীকদম স্থল পথে সরাসরি নন স্টপ বাসে করে যাওয়া যায়। বাসের মধ্যে এসি/নন এসি উভয় ধরণের বাসের সুব্যবস্থা রয়েছে।
লক্ষ্য করুন, নিম্নে আপনি সকল বাস এবং বাস সংশ্লিষ্ট সকল তথ্য যেমন ভাড়া, বাস কাউন্টার, কাউন্টারের নাম্বার ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। ঢাকা থেকে আলীকদম বাস ভাড়া, কাউন্টার নাম্বার, লোকেশন ও ভ্রমণ গাইড।
নন এসি বাস সমূহ
বাসের নাম
ভাড়া
বিস্তারিত
এসি বাস সমূহ
বাসের নাম
ভাড়া
বিস্তারিত
পরার্মশঃ আপনি যে বাসে করে যাওয়ার সিদ্বান্ত নিয়েছেন ঐ বাস সম্পর্কে বিস্তারিত জেনে নিন। হয়রানির সম্মূখিন হলে বা কোন অভিযোগ থাকলে তাদের জরুরী মোবাইল নাম্বারে জানান। অথবা আমাদের নিজস্ব ফেইসবুক গ্রুপ ও পেইজ রয়েছে, যেখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। যে বাসে করে আপনি ভ্রমণে যাচ্ছেন, সে বাস সম্পর্কে লিখুন আমাদের ফেইসবুক গ্রুপে, আপনার একটি লিখা ঐই বাসকে যাত্রী সেবার মান বাড়াতে সাহায্য করবে। এবং আমাদের ওয়েব সাইটের নিয়মিত আপডেট পেতে ফেইসবুক পেইজে লাইক দিন। এছাড়াও আমাদের ওয়েব সাইট নিয়ে কোন অভিযোগ বা পরামর্শ বা কোন তথ্য আমাদের কাছে পাঠাতে চায়লে মেইল করুন- [email protected] । ধন্যবাদ ।