ঢাকা থেকে কাপ্তাই বাস ভাড়া, কাউন্টার নাম্বার, লোকেশন ও ভ্রমণ গাইড

বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলার একটি উপজেলা কাপ্তাই। যা রাঙ্গামাটি সদর থেকে প্রায় ২৭ কি.মি দূরে অবস্থিত। কাপ্তই উপজেলা নামকরণে কত্থয় এবং কিয়ং শব্দদ্বয়ের প্রভাব রয়েছে বলে অনেকের ধারণা। কত্থয় অর্থ কোমর আর কিয়ং অর্থ খাল। কাপ্তাই মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে কর্ণফুলি নদী এবং কাপ্তাই হ্রদ। কাপ্তাই এর অর্থনীতির প্রধান উৎস কৃষি, মৎস্যসম্পদ, বনজ সম্পদ, রেয়নশিল্প ও বিভিন্ন শিল্পকারখানা এর অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বাংলাদেশ প্রধান জলবিদ্যুৎ কেন্দ্র এবং সর্ববৃহৎ কাগজের কল কর্ণফুলী পেপার মিলস, ওয়াজ্ঞা টি এসেস্ট, কাঠ প্রক্রিয়াজাতকরণ কারখানা ও বাংলাদেশ টিম্বার এই উপজেলায় অবস্থিত।



কাপ্তাই লেক

কাপ্তাই হ্রদ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম রাঙ্গামাটি জেলায় কাপ্তাই উপজেলায় অবস্থিত। এটি একটি কৃত্রিম হৃদ। কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের জন্য ১৯৫৬ সালে কর্ণফুলি নদীর উপর কাপ্তাই বাঁধ নির্মাণ করা হলে রাঙামাটি জেলার ৫৪ হাজার একর কৃষি জমি ডুমে যায় যেটি এ হৃদের সৃষ্টি হয়।কাপ্তাই-এর সকল দর্শনীয় স্থানের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন 

ঢাকা থেকে কাপ্তাই গিয়ে কোথায় গাড়ি পাব? কাউন্টার কোথায়? গাড়ি না পেলে কী করবো?  রাতে কী গাড়ি পাব? থাকার জায়গা পাব? রেস্টুরেন্ট খোলা থাকবে? জানতে ক্লিক করুন 

* ঢাকা থেকে কাপ্তাই স্থল পথে সরাসরি নন স্টপ বাসে করে যাওয়া যায়। বাসের মধ্যে এসি/নন এসি উভয় ধরণের বাসের সুব্যবস্থা রয়েছে।

লক্ষ্য করুন, নিম্নে আপনি সকল বাস এবং বাস সংশ্লিষ্ট সকল তথ্য যেমন ভাড়া, বাস কাউন্টার, কাউন্টারের নাম্বার ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। ঢাকা থেকে কাপ্তাই বাস ভাড়া, কাউন্টার নাম্বার, লোকেশন ও ভ্রমণ গাইড।

নন এসি বাস সমূহ

বাসের নাম

ভাড়া 

বিস্তারিত 

এস আলম সার্ভিস

৭০০ টাকা

শ্যামলী পরিবহন(এনআর)

৬৫০ টাকা

শ্যামলী পরিবহন(এসপি)

৫৫০ টাকা

হানিফ এন্টারপ্রাইজ

৫৫০ টাকা

সৌদিয়া কোচ সার্ভিস

৫৫০ টাকা




এসি বাস সমূহ

বাসের নাম

ভাড়া 

বিস্তারিত 

সেইন্টমার্টিন পরিবহন

৯০০ টাকা

পরার্মশঃ আপনি যে বাসে করে যাওয়ার সিদ্বান্ত নিয়েছেন ঐ বাস সম্পর্কে বিস্তারিত জেনে নিন। হয়রানির সম্মুখীন হলে বা কোন অভিযোগ থাকলে তাদের জরুরী মোবাইল নাম্বারে জানান। অথবা আমাদের নিজস্ব ফেইসবুক গ্রুপপেইজ রয়েছে, যেখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। যে বাসে করে আপনি ভ্রমণে যাচ্ছেন, সে বাস সম্পর্কে লিখুন আমাদের ফেইসবুক গ্রুপে, আপনার একটি লেখা কতৃপক্ষকে যাত্রী সেবার মান বাড়াতে সাহায্য করবে। এবং আমাদের ওয়েব সাইটের নিয়মিত আপডেট পেতে ফেইসবুক পেইজে লাইক দিন। আমাদের মেইল করতে পাররেন [email protected]। ধন্যবাদ ।

x