ঢাকা থেকে কুমিল্লা বাস ভাড়া, কাউন্টার নাম্বার, লোকেশন ও ভ্রমণ গাইড

১৭টি উপজেলা নিয়ে কুমিল্লা জেলা গঠিত। সংসদীয় আসন ১১টি, সিটি কর্পোরেশন ১টি। ইউনিয়ন ১৮৫টি, গ্রাম- ৩,৬৮৭ টি, হাট-বাজার- ৫৫৫টি, মোট জনসংখ্যা- ৫৬,০২,৬২৫ জন, সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয় ৫টি, বেসরকারি কলেজ ৩১টি ও অন্যান্য হাজার খানেক শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে গঠিত এই জেলা। শিল্প কারখানা রয়েছে প্রায় হাজার চারেক তন্মধ্যে বৃহৎ শিল্প ইপিজেড ১টি, বস্ত্রকল ৭টি।
ঢাকা থেকে কুমিল্লা স্থল পথে সরাসরি নন স্টপ বাসে করে যাওয়া যায়। বাসের মধ্যে এসি/নন এসি উভয় ধরণের বাসের সু-ব্যবস্থা রয়েছে।



লক্ষ্য করুন, নিম্নে আপনি সকল বাস এবং বাস সংশ্লিষ্ট সকল তথ্য যেমন ভাড়া, বাস কাউন্টার, কাউন্টারের নাম্বার ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। ঢাকা থেকে কুমিল্লা বাস ভাড়া, কাউন্টার নাম্বার, লোকেশন ও ভ্রমণ গাইড।

নন এসি বাস সমূহ

বাসের নাম

ভাড়া 

বিস্তারিত 

রয়েল কোচ

২৫০ টাকা

গ্রামীণ ট্রাভেলস

৩৫০ টাকা




এসি বাস সমূহ

বাসের নাম

ভাড়া 

বিস্তারিত 

রয়েল কোচ

৩৫০ টাকা

প্রিন্স ট্রান্সপোর্ট

৩০০ টাকা

মিয়ামি এয়ার কন্ডিশন

প্লাটিনাম ৩০০ টাকা
ইকোনমি ২৫০ টাকা

পরার্মশঃ আপনি যে বাসে করে যাওয়ার সিদ্বান্ত নিয়েছেন ঐ বাস সম্পর্কে বিস্তারিত জেনে নিন। হয়রানির সম্মুখীন হলে বা কোন অভিযোগ থাকলে তাদের জরুরী মোবাইল নাম্বারে জানান। অথবা আমাদের নিজস্ব ফেইসবুক গ্রুপপেইজ রয়েছে, যেখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। যে বাসে করে আপনি ভ্রমণে যাচ্ছেন, সে বাস সম্পর্কে লিখুন আমাদের ফেইসবুক গ্রুপে, আপনার একটি লেখা কতৃপক্ষকে যাত্রী সেবার মান বাড়াতে সাহায্য করবে। এবং আমাদের ওয়েব সাইটের নিয়মিত আপডেট পেতে ফেইসবুক পেইজে লাইক দিন। আমাদের মেইল করতে পাররেন [email protected]। ধন্যবাদ ।

x