ঢাকা থেকে চাটমোহর বাস ভাড়া, কাউন্টার নাম্বার, লোকেশন ও ভ্রমণ গাইড
১৯০৯ খ্রিস্টাব্দে চাটমোহর থানা প্রতিষ্ঠা পায়। চাটমোহর নামকরণ নিয়ে কয়েকটি প্রবাদ প্রচলিত আছে। ‘চ্যাটার্জি ও ‘মােহর’ শব্দদ্বয় হতে চাটমােহর নামের উদ্ভব । কোনাে এক সময় এলাকার এক চ্যাটার্জির বাড়িতে প্রচুর মােহর পাওয়া গিয়েছিলাে। তাই এলাকাটির নাম হয় চাটমােহর। তবে অধিকাংশ লােক এগুলাে নিছক প্রবাদ মনে করেন। গবেষকদের ধারণা ষাট মােহর হতে চাট মােহর নামের উদ্ভব। এলাকাটির তালুক ষাট মােহর দিয়ে ক্রয় করা হয়েছিলাে। তাই নাম হয় ষাটমােহর>চাটমােহর। আধুনিক গবেষণায় দেখা যায়, চাটকোল ও মােহর হতে চাটমােহর নামের উদ্ভব। চাটকোল হচ্ছে তালপাতার তৈরি এক প্রকার বিশেষ আসন। এখানে একটি রাজস্ব আদায় অফিস ছিল। রাজস্ব অফিসের নায়েব সাহেব চাটকোলে বসে প্রজাদের নিকট হতে রাজস্ব হিসেবে দেয়া মােহর গ্রহণ করতেন। প্রদত্ত মােহর গুনে চাট বা থলেতে ভরে নিয়ে যেতেন। তাই এলাকার নাম হয় চাটমােহর।
ঢাকা থেকে চাটমোহর স্থল পথে সরাসরি নন স্টপ বাসে করে যাওয়া যায়। বাসের মধ্যে এসি/নন এসি উভয় ধরণের বাসের সু-ব্যবস্থা রয়েছে।
নিম্নে সকল গাড়ীর ভাড়া ও বাসের কাউন্টারের সাথে যোগাযোগ করার জন্য যোগাযোগ অপশন রয়েছে, যেখানে ক্লিক করলে কাউন্টারের সকল তথ্য পেয়ে যাবেন, ঢাকা থেকে চাটমোহর বাস প্রাইজ, কাউন্টার নাম্বার, লোকেশন ও ভ্রমণ গাইড।
এসি বাস
বাসের নাম
ভাড়া
বিস্তারিত
পরার্মশঃ আপনি যে বাসে করে যাওয়ার সিদ্বান্ত নিয়েছেন ঐ বাস সম্পর্কে বিস্তারিত জেনে নিন। হয়রানির সম্মূখিন হলে বা কোন অভিযোগ থাকলে তাদের জরুরী মোবাইল নাম্বারে জানান। অথবা আমাদের নিজস্ব ফেইসবুক গ্রুপ ও পেইজ রয়েছে, যেখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। যে বাসে করে আপনি ভ্রমণে যাচ্ছেন, সে বাস সম্পর্কে লিখুন আমাদের ফেইসবুক গ্রুপে, আপনার একটি লিখা ঐই বাস কে যাত্রী সেবার মান বাড়াতে সাহায্য করবে। এবং আমাদের ওয়েব সাইটের নিয়মিত আপডেট পেতে ফেইসবুক পেইজে লাইক দিন। এছাড়াও আমাদের ওয়েব সাইট নিয়ে কোন অভিযোগ বা পরামর্শ বা কোন তথ্য আমাদের কাছে পাঠাতে চায়লে মেইল করুন- [email protected] । ধন্যবাদ ।