ঢাকা থেকে ছাগলনাইয়া বাস ভাড়া, কাউন্টার নাম্বার, লোকেশন ও ভ্রমণ গাইড
১৮৭২ খ্রিস্টাব্দে এখানে থানা সদর দপ্তর প্রতিষ্ঠিত হয়। ছাগলনাইয়া নামকারণে একাধিক প্রবাদ প্রচলিত আছে। সবচেয়ে গ্রহণযােগ্য প্রবাদটি সাগর-নাইয়া প্রবাদ নামে পরিচিত। এক সময় এখানকার লােকজন নদীকে সাগর বলতাে। গ্রামাঞ্চলের লােকজন এখনাে নদীকে সাগর বলে থাকেন। আলােচ্য এলাকার একটি মহল্লায় সাগর নাইয়া তথা নদীর মাঝিদের নিবাস ছিল। সর্বসাধারণের কাছে মহল্লা বা পাড়াটি সাগরনাইয়া নামে পরিচিত ছিল। ইংরেজ আমলে ভূমি জরিপকালে কর্মচারীগণ ভুল কিংবা অসাবধানতাবশত Sagor শব্দটি Sagol লিখে নেন। ফলে এলাকাটির নাম হয়ে যায় Sagolnai“a। ফলে এলাকাটি ছাগলনাইয়া নামে পরিচিতি পেয়ে যায়। ঢাকা থেকে ছাগলনাইয়া আপনাকে স্বাগতম।
* ঢাকা থেকে ছাগলনাইয়া স্থল পথে সরাসরি নন স্টপ বাসে করে যাওয়া যায়। বাসের মধ্যে এসি/নন এসি উভয় ধরণের বাসের সু-ব্যবস্থা রয়েছে।
নিম্নে সকল গাড়ীর ভাড়া ও বাসের কাউন্টারের সাথে যোগাযোগ করার জন্য যোগাযোগ অপশন রয়েছে, যেখানে ক্লিক করলে কাউন্টারের সকল তথ্য পেয়ে যাবেন, ঢাকা থেকে ছাগলনাইয়া বাস ভাড়া, কাউন্টার নাম্বার, লোকেশন ও ভ্রমণ গাইড.
নন এসি বাস সমূহ
বাসের নাম
ভাড়া
বিস্তারিত
এসি বাস সমূহ
বাসের নাম
ভাড়া
বিস্তারিত
পরার্মশঃ আপনি যে বাসে করে যাওয়ার সিদ্বান্ত নিয়েছেন ঐ বাস সম্পর্কে বিস্তারিত জেনে নিন। হয়রানির সম্মূখিন হলে বা কোন অভিযোগ থাকলে তাদের জরুরী মোবাইল নাম্বারে জানান। অথবা আমাদের নিজস্ব ফেইসবুক গ্রুপ ও পেইজ রয়েছে, যেখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। যে বাসে করে আপনি ভ্রমণে যাচ্ছেন, সে বাস সম্পর্কে লিখুন আমাদের ফেইসবুক গ্রুপে, আপনার একটি লিখা ঐই বাস কে যাত্রী সেবার মান বাড়াতে সাহায্য করবে। এবং আমাদের ওয়েব সাইটের নিয়মিত আপডেট পেতে ফেইসবুক পেইজে লাইক দিন। এছাড়াও আমাদের ওয়েব সাইট নিয়ে কোন অভিযোগ বা পরামর্শ বা কোন তথ্য আমাদের কাছে পাঠাতে চায়লে মেইল করুন- [email protected] । ধন্যবাদ ।