ঢাকা থেকে পরশুরাম বাস ভাড়া, কাউন্টার নাম্বার, লোকেশন ও ভ্রমণ গাইড
১৮৭৯ খ্রিস্টাব্দের ৭ মে এখানে থানা সদর দপ্তর স্থাপিত হয়। ১৯৮৩ খ্রিস্টাব্দে পরশুরাম থানা উপজেলায় উন্নীত হয়। এটি একটি সীমান্ত উপজেলা। এ উপজেলার উত্তর, পূর্ব ও পশ্চিমে ভারতের ত্রিপুরা রাজ্য অবস্থিত। পরশুরাম নামক একজন ভূস্বামী জমিদারের নামানুসারে এলাকার নাম হয় পরশুরাম। সাতকুচিয়ায় অবস্থিত শমসের গাজীর দীঘি এ উপজেলার একটি প্রাচীন নিদর্শন। ঢাকা থেকে পরশুরাম।
* ঢাকা থেকে পরশুরাম স্থল পথে সরাসরি নন স্টপ বাসে করে যাওয়া যায়। বাসের মধ্যে নন এসি বাসের সুব্যবস্থা রয়েছে।
লক্ষ্য করুন, নিম্নে আপনি সকল বাস এবং বাস সংশ্লিষ্ট সকল তথ্য যেমন ভাড়া, বাস কাউন্টার, কাউন্টারের নাম্বার ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। ঢাকা থেকে পরশুরাম বাস প্রাইজ, কাউন্টার নাম্বার, লোকেশন ও ভ্রমণ গাইড।
নন এসি বাস সমূহ
বাসের নাম
ভাড়া
বিস্তারিত
এসি বাস সমূহ
বাসের নাম
ভাড়া
বিস্তারিত
পরার্মশঃ আপনি যে বাসে করে যাওয়ার সিদ্বান্ত নিয়েছেন ঐ বাস সম্পর্কে বিস্তারিত জেনে নিন। হয়রানির সম্মুখীন হলে বা কোন অভিযোগ থাকলে তাদের জরুরী মোবাইল নাম্বারে জানান। অথবা আমাদের নিজস্ব ফেইসবুক গ্রুপ ও পেইজ রয়েছে, যেখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। যে বাসে করে আপনি ভ্রমণে যাচ্ছেন, সে বাস সম্পর্কে লিখুন আমাদের ফেইসবুক গ্রুপে, আপনার একটি লেখা কতৃপক্ষকে যাত্রী সেবার মান বাড়াতে সাহায্য করবে। এবং আমাদের ওয়েব সাইটের নিয়মিত আপডেট পেতে ফেইসবুক পেইজে লাইক দিন। আমাদের মেইল করতে পাররেন [email protected]। ধন্যবাদ ।