ঢাকা থেকে পীরগঞ্জ বাস ভাড়া, কাউন্টার নাম্বার, লোকেশন ও ভ্রমণ গাইড
১৯১০ খ্রিস্টাব্দে এখানে প্রথম থানা সদর প্রতিষ্ঠিত হয়। পীরগাছা উপজেলার মতাে পীরগঞ্জ নামকরণেও পির বিশেষণটি জড়িত। পীরগঞ্জ নামকরণে যতগুলাে প্রবাদ প্রচলিত তার সবগুলােতে পীর এর কিংবদন্তি বিদ্যমান। কথিত হয়, এলাকাটিতে এক সময় পীর শাহ ইসমাইল গাজি ও শেখ ফহাবিসহ আরাে অনেক পীরের শুভাগমন ঘটেছিল। তাই এলাকাটির নাম হয় পীরগঞ্জ। কেউ কেউ মনে করেন শাহ ইসমাইল গাজির নাম হতে এলাকার নাম হয় পীরগঞ্জ। গাজী সাহেব নীলাম্বর রাজাকে দমন করার জন্য চতরা বন্দরে অভিযান চালিয়েছিলেন। স্থানীয় লােকজন তাকে পীর বলে সম্বােধন করতেন। এলাকাটি জয় করে তিনি এখানে একটি গঞ্জ গড়ে তুলেন। পীর সাহেব গঞ্জটির পত্তন করেছিলেন। তাই নাম হয় পীরগঞ্জ।
ঢাকা থেকে পীরগঞ্জ স্থল পথে সরাসরি নন স্টপ বাসে করে যাওয়া যায়। বাসের মধ্যে এসি/নন এসি উভয় ধরণের বাসের সু-ব্যবস্থা রয়েছে।
নিম্নে সকল গাড়ীর ভাড়া ও বাসের কাউন্টারের সাথে যোগাযোগ করার জন্য যোগাযোগ অপশন রয়েছে, যেখানে ক্লিক করলে কাউন্টারের সকল তথ্য পেয়ে যাবেন, ঢাকা থেকে পীরগঞ্জ বাস ভাড়া, কাউন্টার নাম্বার, লোকেশন ও ভ্রমণ গাইড।
নন এসি বাস সমূহ
বাসের নাম
ভাড়া
বিস্তারিত
খাজা ট্রাভেলস
৫০০ টাকা
যোগাযোগ
রোজিনা এন্টারপ্রাইজ
৬০০ টাকা
যোগাযোগ
এসি বাস সমূহ
বাসের নাম
ভাড়া
বিস্তারিত
পরার্মশঃ আপনি যে বাসে করে যাওয়ার সিদ্বান্ত নিয়েছেন ঐ বাস সম্পর্কে বিস্তারিত জেনে নিন। হয়রানির সম্মূখিন হলে বা কোন অভিযোগ থাকলে তাদের জরুরী মোবাইল নাম্বারে জানান। অথবা আমাদের নিজস্ব ফেইসবুক গ্রুপ ও পেইজ রয়েছে, যেখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। যে বাসে করে আপনি ভ্রমণে যাচ্ছেন, সে বাস সম্পর্কে লিখুন আমাদের ফেইসবুক গ্রুপে, আপনার একটি লিখা ঐই বাসকে যাত্রী সেবার মান বাড়াতে সাহায্য করবে। এবং আমাদের ওয়েব সাইটের নিয়মিত আপডেট পেতে ফেইসবুক পেইজে লাইক দিন। এছাড়াও আমাদের ওয়েব সাইট নিয়ে কোন অভিযোগ বা পরামর্শ বা কোন তথ্য আমাদের কাছে পাঠাতে চায়লে মেইল করুন- [email protected] । ধন্যবাদ ।