ঢাকা থেকে বালিয়াডাঙ্গী বাস ভাড়া, কাউন্টার নাম্বার, লোকেশন ও ভ্রমণ গাইড
* বালিয়াডাঙ্গী একটি উপজেলা, এটি রংপুর বিভাগের ঠাকুরগাঁও জেলার একটি উপজেলা। বালিয়াডাঙ্গী তে আপনাকে স্বাগতম। তিরনই, নাগর ও কুলিক নদী বিধৌত উপজেলার আয়তন ২৮৪.১ বর্গ কিলােমিটার। এটি একটি সীমান্ত উপজেলা, এর উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। ১৮০৬ খ্রিস্টাব্দে বালিয়াডাঙ্গী থানা প্রতিষ্ঠিত হয়। প্রচলিত কিংবদন্তি মতে, বালিয়াডাঙ্গি নামের সাথে বালি যুক্ত, বলিয়াডাঙ্গী মানে বালিময়ডাঙ্গা। তিরনই, নাগর ও কুলিক নদীর স্রোতের কারণে এলাকাটি ছিল বালিময়। বালি পড়ে এখানে একটি ডাঙ্গা সৃষ্টি হয়। ফলে এলাকাটির নাম হয় বালিয়াডাঙ্গি। উল্লেখ্য ডাঙ্গা শব্দের অর্থ নদীকুলের উঁচু ভূমি। স্থানীয় আঞ্চলিক ভাষায় ডাঙ্গা কোনাে শব্দের সাথে যুক্ত হলে কখনাে কখনাে ডাঙ্গি হিসেবে উচ্চারিত হতাে। সম্রাট শাহ আলমের আমলে নির্মিত তিন গম্বুজ বিশিষ্ট শাহী জামে মসজিদ মােগল আমলে নির্মিত তিন গম্বুজ বিশিষ্ট ফতেহপুর মসজিদ ও হরিণমারী হাটের শিব মন্দির বালিয়াডাঙ্গী উপজেলার প্রাচীন নিদর্শন।
ঢাকা থেকে বালিয়াডাঙ্গী স্থল পথে সরাসরি নন স্টপ বাসে করে যাওয়া যায়। বাসের মধ্যে এসি/নন এসি উভয় ধরণের বাসের সু-ব্যবস্থা রয়েছে।
নিম্নে সকল গাড়ীর ভাড়া ও বাসের কাউন্টারের সাথে যোগাযোগ করার জন্য যোগাযোগ অপশন রয়েছে, যেখানে ক্লিক করলে কাউন্টারের সকল তথ্য পেয়ে যাবেন, ঢাকা থেকে বালিয়াডাঙ্গী বাস ভাড়া, কাউন্টার নাম্বার, লোকেশন ও ভ্রমণ গাইড।
এসি বাস
বাসের নাম
ভাড়া
বিস্তারিত
পরার্মশঃ আপনি যে বাসে করে যাওয়ার সিদ্বান্ত নিয়েছেন ঐ বাস সম্পর্কে বিস্তারিত জেনে নিন। হয়রানির সম্মূখিন হলে বা কোন অভিযোগ থাকলে তাদের জরুরী মোবাইল নাম্বারে জানান। অথবা আমাদের নিজস্ব ফেইসবুক গ্রুপ ও পেইজ রয়েছে, যেখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। যে বাসে করে আপনি ভ্রমণে যাচ্ছেন, সে বাস সম্পর্কে লিখুন আমাদের ফেইসবুক গ্রুপে, আপনার একটি লিখা ঐই বাস কে যাত্রী সেবার মান বাড়াতে সাহায্য করবে। এবং আমাদের ওয়েব সাইটের নিয়মিত আপডেট পেতে ফেইসবুক পেইজে লাইক দিন।
এছাড়াও আমাদের ওয়েব সাইট নিয়ে কোন অভিযোগ বা পরামর্শ বা কোন তথ্য আমাদের কাছে পাঠাতে চায়লে মেইল করুন- [email protected] । ধন্যবাদ ।