ঢাকা থেকে রাণীশংকৈল বাস ভাড়া, কাউন্টার নাম্বার, লোকেশন ও ভ্রমণ গাইড
ঠাকুরগাঁও জেলার অধিনস্থ রানীশংকৈল উলজেলা। বালিয়াডাঙ্গী উপজেলা লাহিড়ীহাটে জমিদারদের স্বেচ্ছাচারমূলক তোলা আদায়ের বিরুদ্ধে কৃষকগণ সংগঠিত হন, যা রাজনৈতিক ইতিহাসে “তোলাবাটি” আন্দোলন নামে খ্যাত হয়। ১৮৩৭ খ্রিস্টাব্দে এখানে থানা সদর প্রতিষ্ঠিত হয়।
রাণীশংকৈল নামকরণঃ
কথিত হয়, রাজা টঙ্কনাথ চৌধুরীর পত্নী জয়রাম শংকর দেবির নামানুসারে এলাকার নাম হয় রাণীশংকৈল। তদকালে মালদুয়ার পরগনার অন্তর্গত। আলােচ্য এলাকাটির জমিদার রাজা টঙ্কনাথ চৌধুরীর স্ত্রীর নাম ছিল জয়রাম শঙ্করী দেবী। সাধারণ্যে তিনি ‘রানী শঙ্করী নামে পরিচিত ছিলেন। রানী শঙ্করীর নামানুসারে মালদুয়ার এস্টেটের নাম রাখা হয় রানীশংকরী। রাণী শংকরী হতে এলাকার নাম হয় রাণীশংকৈল। অনেকে মনে করেন, মালদুয়ার এস্টেটের পাশে চাষাবাদের সুবিধার জন্য রাজা ঢঙ্কনাথ চৌধুরী একটি খাল খনন করে স্ত্রীর বিবর্তনের মাধ্যমে রাণীশংকৈল হয়ে় যায়। তাদের রাণীশংকরী খাল হতে নামানুসারে এর নাম রাখেন রাণীশংকরী খাল। রাণীশংকরী খাল নামটি ক্রম এস্টেটের নাম হয় রানীশংকৈল। অনেকের মতে, মালদুয়ারের প্রাচীন নাম ছিল বামগঞ্জ।
ঢাকা থেকে রাণীশংকৈল স্থল পথে সরাসরি নন স্টপ বাসে করে যাওয়া যায়। বাসের মধ্যে এসি/নন এসি উভয় ধরণের বাসের সু-ব্যবস্থা রয়েছে।
নিম্নে সকল গাড়ীর ভাড়া ও বাসের কাউন্টারের সাথে যোগাযোগ করার জন্য যোগাযোগ অপশন রয়েছে, যেখানে ক্লিক করলে কাউন্টারের সকল তথ্য পেয়ে যাবেন, ঢাকা থেকে রাণীশংকৈল বাস ভাড়া, কাউন্টার নাম্বার, লোকেশন ও ভ্রমণ গাইড।
নন এসি বাস সমূহ
বাসের নাম
ভাড়া
বিস্তারিত
এসি বাস সমূহ
বাসের নাম
ভাড়া
বিস্তারিত
পরার্মশঃ আপনি যে বাসে করে যাওয়ার সিদ্বান্ত নিয়েছেন ঐ বাস সম্পর্কে বিস্তারিত জেনে নিন। হয়রানির সম্মূখিন হলে বা কোন অভিযোগ থাকলে তাদের জরুরী মোবাইল নাম্বারে জানান। অথবা আমাদের নিজস্ব ফেইসবুক গ্রুপ ও পেইজ রয়েছে, যেখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। যে বাসে করে আপনি ভ্রমণে যাচ্ছেন, সে বাস সম্পর্কে লিখুন আমাদের ফেইসবুক গ্রুপে, আপনার একটি লিখা ঐই বাসকে যাত্রী সেবার মান বাড়াতে সাহায্য করবে। এবং আমাদের ওয়েব সাইটের নিয়মিত আপডেট পেতে ফেইসবুক পেইজে লাইক দিন। এছাড়াও আমাদের ওয়েব সাইট নিয়ে কোন অভিযোগ বা পরামর্শ বা কোন তথ্য আমাদের কাছে পাঠাতে চায়লে মেইল করুন- [email protected] । ধন্যবাদ ।