ঢাকা থেকে লামা বাস ভাড়া, কাউন্টার নাম্বার, লোকেশন ও ভ্রমণ গাইড
লামা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের বান্দরবান জেলার একটি উপজেলা। এটি বান্দরবান জেলার বৃহৎ জনবহুল উপজেলা । মাতামুহুরী নদী বেয়ে চলেছে লামা উপজেলা জুড়ে। এই লামা উপজেলায় রাজত্ব হয়েছে যাদের প্রাক-মোগল আমল, মোগল আমল, বিট্রিশ আমল ও পাকিস্তান। ১৯৭১ সালে যুদ্ধের সময় লামা উপজেলা ১নং সেক্টরের অধীনে ছিল। ৭টি ইউনিয়ন নিয়ে এই লামা উপজেলা গঠিত। এই উপজেলায় যথেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। লামায় অর্থনৈতিক উৎস হল রাবার বাগান এবং ফলফলাদির হর্টিকালচার বাগান রয়েছে। প্রায় ১৫শটি রাবার বাগান এবং সাড়ে ৭শ বিভিন্ন ফলফলাদির বাগান রয়েছে। এই উপজেলা সম্পূর্ণ পাহাড়ি অঞ্চল। ঢাকা থেকে লামা ।
ঢাকা থেকে লামা স্থল পথে সরাসরি নন স্টপ বাসে করে যাওয়া যায়। বাসের মধ্যে এসি/নন এসি উভয় ধরণের বাসের সু-ব্যবস্থা রয়েছে।
নিম্নে সকল গাড়ীর ভাড়া ও বাসের কাউন্টারের সাথে যোগাযোগ করার জন্য যোগাযোগ অপশন রয়েছে, যেখানে ক্লিক করলে কাউন্টারের সকল তথ্য পেয়ে যাবেন, ঢাকা থেকে লামা বাস প্রাইজ, কাউন্টার নাম্বার, লোকেশন ও ভ্রমণ গাইড।
এসি বাস সমূহ
বাসের নাম
ভাড়া
বিস্তারিত
পরার্মশঃ আপনি যে বাসে করে যাওয়ার সিদ্বান্ত নিয়েছেন ঐ বাস সম্পর্কে বিস্তারিত জেনে নিন। হয়রানির সম্মূখিন হলে বা কোন অভিযোগ থাকলে তাদের জরুরী মোবাইল নাম্বারে জানান। অথবা আমাদের নিজস্ব ফেইসবুক গ্রুপ ও পেইজ রয়েছে, যেখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। যে বাসে করে আপনি ভ্রমণে যাচ্ছেন, সে বাস সম্পর্কে লিখুন আমাদের ফেইসবুক গ্রুপে, আপনার একটি লিখা ঐই বাস কে যাত্রী সেবার মান বাড়াতে সাহায্য করবে। এবং আমাদের ওয়েব সাইটের নিয়মিত আপডেট পেতে ফেইসবুক পেইজে লাইক দিন। এছাড়াও আমাদের ওয়েব সাইট নিয়ে কোন অভিযোগ বা পরামর্শ বা কোন তথ্য আমাদের কাছে পাঠাতে চায়লে মেইল করুন- [email protected] । ধন্যবাদ ।