ঢাকা থেকে শাহজাদপুর বাস ভাড়া, কাউন্টার নাম্বার, লোকেশন ও ভ্রমণ গাইড
শাহজাদপুর হুরাসাগর নদীর তীরে গড়ে উঠা একটি প্রাচীন বন্দর। ১৮১৩ খ্রিস্টাব্দে এলাকাটি থানার মর্যাদা লাভ করে। ইয়েমেন হতে আগত শাহজাদ হযরত মখদুম শাহ্ দৌলার নামানুসারে এলাকাটির নাম হয় শাহজাদপুর। কথিত হয়, শাহজাদা মখদুম শাহ দৌলা সুদূর ইয়েমেন মতান্তরে আরব হতে এখানে এসে বসবাস এবং ইসলাম ধর্ম প্রচার শুরু করেন। তার ধর্ম প্রচারকে হিন্দুগণ ভালােভাবে নেননি। প্রতিপক্ষ হিন্দুদের সাথে এক যুদ্ধে তিনি মৃত্যুবরণ করেন কথিত হয় তার নামানুসারে এলাকাটির নাম হয় শাহজাদাপুর। শাহজাদপুর নামটি ক্রম পরিবর্তনের মাধ্যমে শাহজাদপুর নামে স্থিতি পায়।
ঢাকা থেকে শাহজাদপুর স্থল পথে সরাসরি নন স্টপ বাসে করে যাওয়া যায়। বাসের মধ্যে এসি/নন এসি উভয় ধরণের বাসের সু-ব্যবস্থা রয়েছে।
নিম্নে সকল গাড়ীর ভাড়া ও বাসের কাউন্টারের সাথে যোগাযোগ করার জন্য যোগাযোগ অপশন রয়েছে, যেখানে ক্লিক করলে কাউন্টারের সকল তথ্য পেয়ে যাবেন, ঢাকা থেকে শাহজাদপুর বাস প্রাইজ, কাউন্টার নাম্বার, লোকেশন ও ভ্রমণ গাইড।
এসি বাস
বাসের নাম
ভাড়া
বিস্তারিত
পরার্মশঃ আপনি যে বাসে করে যাওয়ার সিদ্বান্ত নিয়েছেন ঐ বাস সম্পর্কে বিস্তারিত জেনে নিন। হয়রানির সম্মূখিন হলে বা কোন অভিযোগ থাকলে তাদের জরুরী মোবাইল নাম্বারে জানান। অথবা আমাদের নিজস্ব ফেইসবুক গ্রুপ ও পেইজ রয়েছে, যেখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। যে বাসে করে আপনি ভ্রমণে যাচ্ছেন, সে বাস সম্পর্কে লিখুন আমাদের ফেইসবুক গ্রুপে, আপনার একটি লিখা ঐই বাস কে যাত্রী সেবার মান বাড়াতে সাহায্য করবে। এবং আমাদের ওয়েব সাইটের নিয়মিত আপডেট পেতে ফেইসবুক পেইজে লাইক দিন। এছাড়াও আমাদের ওয়েব সাইট নিয়ে কোন অভিযোগ বা পরামর্শ বা কোন তথ্য আমাদের কাছে পাঠাতে চায়লে মেইল করুন- [email protected] । ধন্যবাদ ।