ঢাকা থেকে শৈলকুপা বাস ভাড়া, কাউন্টার নাম্বার, লোকেশন ও ভ্রমন গাইড

১৯৮৩ খ্রিস্টাব্দে শৈলকুপা থানা উপজেলায় উন্নীত হয়। কথিত হয় শৈল নামের এক মহিলাকে কুপিয়ে হত্যা করা হয়েছিলাে। তাই এলাকার নাম হয় শৈলকুপা। পাঠান শাসনামলে আলােচ্য এলাকার উত্তরে হরিহরা গ্রামে রাজা হরি হরণ নামে এক সামন্ত রাজা ছিলেন। শৈলবালা নামে তার এক অপূর্ব সুন্দরী কন্যা ছিল। শৈলবালা এক পাঠান সৈন্যের সাথে পালিয়ে যায়। তবে কিছু দিন পর উভয়ে ধরা পড়ে। শৈলকে আলােচ্য এলাকায় কুপিয়ে হত্যা করা হয়। শৈলকে কুপিয়ে হত্যা করা হয়েছিলাে বলে এলাকার নাম শৈলকুপা। অধিকাংশ লােক মনে করেন এটি নিছক অনুমান। প্রকৃত অর্থে শৈল বা শেউলা এবং কুপ বা জলভর্তি জলাশয় হতে শৈলকুপা নামের উদ্ভব। কথিত হয়, এখানে একটি বিশাল কুপ ছিল । এটি সবসময় শৈল বা শেউলায় ভর্তি থাকতাে। তাই এর পাশে গড়ে উঠা এলাকাটি শৈলকুপা নামে পরিচিত পায়। শৈলকুপা শাহী মসজিদ, হাকিমপুর ইউনিয়নে অবস্থিত হরিরাের গড়, বল্লাল সেনের আমলে প্রতিষ্ঠিত রাম গােপাল মন্দির ইত্যাদি শৈলকুপা উপজেলার প্রাচীন প্রত্নতাত্ত্বিক দর্শনীয় স্থান।



ঢাকা থেকে শৈলকুপা স্থল পথে সরাসরি নন স্টপ বাসে করে যাওয়া যায়। বাসের মধ্যে এসি/নন এসি উভয় ধরণের বাসের সু-ব্যবস্থা রয়েছে।

নিম্নে সকল গাড়ীর ভাড়া ও বাসের কাউন্টারের সাথে যোগাযোগ করার জন্য যোগাযোগ অপশন রয়েছে, যেখানে ক্লিক করলে কাউন্টারের সকল তথ্য পেয়ে যাবেন, ঢাকা থেকে শৈলকুপা বাস ভাড়া, কাউন্টার নাম্বার, লোকেশন ও ভ্রমন গাইড।

নন এসি বাস সমূহ

বাসের নাম

ভাড়া 

বিস্তারিত 

শ্যামলী পরিবহন এন আর

৫৫০ টাকা

শ্যামলী পরিবহন এস পি

৫৫০ টাকা

এস বি সুপার ডিলাক্স

৫৫০ টাকা




এসি বাস সমূহ

বাসের নাম

ভাড়া 

বিস্তারিত 

এস বি সুপার ডিলাক্স

১০০০ টাকা

পরার্মশঃ আপনি যে বাসে করে যাওয়ার সিদ্বান্ত নিয়েছেন ঐ বাস সম্পর্কে বিস্তারিত জেনে নিন। হয়রানির সম্মূখিন হলে বা কোন অভিযোগ থাকলে তাদের জরুরী মোবাইল নাম্বারে জানান। অথবা আমাদের নিজস্ব ফেইসবুক গ্রুপপেইজ রয়েছে, যেখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। যে বাসে করে আপনি ভ্রমণে যাচ্ছেন, সে বাস সম্পর্কে লিখুন আমাদের ফেইসবুক গ্রুপে, আপনার একটি লিখা ঐই বাসকে যাত্রী সেবার মান বাড়াতে সাহায্য করবে। এবং আমাদের ওয়েব সাইটের নিয়মিত আপডেট পেতে ফেইসবুক পেইজে লাইক দিন। এছাড়াও আমাদের ওয়েব সাইট নিয়ে কোন অভিযোগ বা পরামর্শ বা কোন তথ্য আমাদের কাছে পাঠাতে চায়লে মেইল করুন- [email protected] । ধন্যবাদ ।

x