ঢাকা থেকে সোনাগাজী বাস ভাড়া, কাউন্টার নাম্বার, লোকেশন ও ভ্রমণ গাইড
১৯২০ খ্রিস্টাব্দে এখানে থানা সদর দপ্তর প্রতিষ্ঠিত হয়। পলাশীর যুদ্ধের পর নয়ন গাজী নামক এক মুসলিম সাধক ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে এ এলাকায় আগমনপূর্বক বসতি গড়ে তুলেছিলেন। তাঁর জ্যেষ্ঠ পুত্রের নাম ছিল সােনা গাজী। ধর্মকর্ম ও জনসেবার জন্য তিনি এলাকায় বিখ্যাত হয়ে উঠেছিলেন। সােনাগাজীর নামানুসারে এলাকার নাম হয় সােনাগাজী। আবার অধিকাংশ লােক মনে করেন, সরাইল পরগণার জমিদার ও বারাে ভূঁইয়ার অন্যতম সােনাগাজীর নামানুসারে এলাকাটির নাম হয় সােনাগাজী। এ উপজেলার উপর দিয়ে কোনাে নদী প্রবাহিত নেই। ঢাকা থেকে সোনাগাজী।
* ঢাকা থেকে সোনাগাজী স্থল পথে সরাসরি নন স্টপ বাসে করে যাওয়া যায়। বাসের মধ্যে নন এসি বাসের সুব্যবস্থা রয়েছে।
লক্ষ্য করুন, নিম্নে আপনি সকল বাস এবং বাস সংশ্লিষ্ট সকল তথ্য যেমন ভাড়া, বাস কাউন্টার, কাউন্টারের নাম্বার ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। ঢাকা থেকে সোনাগাজী বাস প্রাইজ, কাউন্টার নাম্বার, লোকেশন ও ভ্রমণ গাইড।
নন এসি বাস সমূহ
বাসের নাম
ভাড়া
বিস্তারিত
এসি বাস সমূহ
বাসের নাম
ভাড়া
বিস্তারিত
পরার্মশঃ আপনি যে বাসে করে যাওয়ার সিদ্বান্ত নিয়েছেন ঐ বাস সম্পর্কে বিস্তারিত জেনে নিন। হয়রানির সম্মুখীন হলে বা কোন অভিযোগ থাকলে তাদের জরুরী মোবাইল নাম্বারে জানান। অথবা আমাদের নিজস্ব ফেইসবুক গ্রুপ ও পেইজ রয়েছে, যেখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। যে বাসে করে আপনি ভ্রমণে যাচ্ছেন, সে বাস সম্পর্কে লিখুন আমাদের ফেইসবুক গ্রুপে, আপনার একটি লেখা কতৃপক্ষকে যাত্রী সেবার মান বাড়াতে সাহায্য করবে। এবং আমাদের ওয়েব সাইটের নিয়মিত আপডেট পেতে ফেইসবুক পেইজে লাইক দিন। আমাদের মেইল করতে পাররেন [email protected]। ধন্যবাদ ।