দেবতাখুম বান্দরবান । দেবতাখুম কিভাবে ট্রাকিং করবেন এবং প্রস্তুতি
দেবতাখুম > বান্দরবান
ছবির মতই সুন্দর দেবতাখুম
বান্দরবান শহর থেকে দিনে গিয়ে দিনেই ফিরে আসা সম্ভব এই অপার্থিব সৌন্দর্য উপভোগ করতে। কিভাবে দিনবে গিয়ে দিনে ফিরে আসবেন তা বিস্তারিত নিচে দেওয়া হলো।
প্রস্তুতিঃ
বান্দরবান থেকে ১.৩০ ঘন্টা পথ পাড়ি দিয়ে যেতে হয় রোয়াংছড়ি, সেখান থেকে পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে যেতে হয় কচ্ছপথলি বাজার। সেখান থেকে গাইড নিয়ে আর্মি ক্যাম্পে নাম এন্ট্রি করে দেবতাখুমের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে হয়।
আর্মি ক্যাম্পে ভোটার আইডি কিংবা অন্য যেকোন আইডির ফটোকপি জমা দিতে হয়।
কিভাবে যাবেনঃ> দেবতাখুম বান্দরবান
কচ্ছপথলি থেকে দেবতাখুম যাওয়ার পুরো রাস্তাটি পায়ে হেঁটে যেতে হয়। রাস্তার দুরত্ব আনুমানিক ৮ কিলোমিটার। হেঁটে গেলে ১/১.৩০ ঘন্টার মত সময় লাগে।
যাওয়ার দুইটি রাস্তা আছে, একটি পাহাড়ি রাস্তা(একটু কষ্টকর) অন্যটি ঝিরি পথ। চাইলে কেউ এক রাস্তায় গিয়ে অন্য রাস্তায় ফেরত আসতে পারেন। তবে আমাদের পরামর্শ এক রাস্তা দিয়ে গিয়ে অন্য রাস্তা দিয়ে আসার, কারণ আপনি দুটা রাস্তায় উপভোগ করতে পাবেন।
যাওয়ার সময়ঃ>
দেবতাখুম যাওয়ার আগে পরবে শীলবান্ধা পাড়া, সেখানে একটু জিরিয়ে নিয়ে আবার হাঁটা শুরু করবেন দেবতাখুমের উদ্দেশ্যে। কিছুটা পথ নৌকায় যেয়ে বাকি পথ ভেলায় করে যেতে হয়। চাইলে পুরো পথ নৌকায়ও যাওয়া যায় কিন্তু আসল মজা ভেলায়।
ফিরে আসাঃ>
সবকিছু ভালো করে উপভোগ করে নিবেন কারণ ২য় বার যাওয়া সহজে সময় নাও থাকতে পারে তাই প্রথম বার মনে করে ভালো ভাবে দেখে নিবেন, ছবি তুলে বিকেল ৫ টার মধ্যে আপনাকে আবার কচ্চপথলি আর্মি ক্যাম্পে এসে রিপোর্ট করতে হবে। গিয়ে থেকে যেতে মন চায়বে! ঠিকই ফিরে আসবেন বাস্তবতার চাপে।
সাজেস্টঃ >
যদি কোথায় খাওয়া দাওয়া করবেন? গাড়ি ঠিক করা সব আগে থেকে ঠিক করে রাখলে চিন্তামুক্ত থাকা যায়। এই ব্যাপারে গাইড আপনাদের সাহায্য করবে। এসব স্পট গুলো ট্রাকিং করার আগে গাইডের পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ হবে বলে আমরা মনে করি।
ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলে সেগুলো নিজের কাছে সংরক্ষণ করবেন। পরে নির্ধারিত যায়গায় সেগুলো ফেলে দিবেন। প্রকৃতিকে ভালোবাসুন। প্রকৃতি রক্ষায় এগিয়ে আসুন।
বাংলাদেশের অন্যান্য দর্শনীয় স্থান সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন
দেবতাখুম বান্দরবান
দেবতাখুম বান্দরবান