নারায়ণগঞ্জ থেকে আলমডাঙ্গা বাস ভাড়া, কাউন্টার নাম্বার, লোকেশন ও ভ্রমণ গাইড
১৯৪১ খ্রিস্টাব্দে এখানে থানা সদর প্রতিষ্ঠিত হয়। ১৯৮২ খ্রিস্টাব্দে আলমডাঙ্গা থানা উপজেলায় উন্নীত হয়। আলমডাঙ্গা নাম নিয়ে একাধিক কিংবদন্তি রয়েছে। তন্মধ্যে অন্যতম হচ্ছে ‘এলাম ডাঙ্গায়’ প্রবাদ। কথিত হয়, ‘এলাম ডাঙ্গায়, বাক্য হতে আলমডাঙ্গা নামের উদ্ভব। একবার এলাকায় বন্যা হয়েছিলাে। বন্যার পানিতে এক বুড়ি ভেসে যায়। ভাসতে ভাসতে বুড়ি অনেক কষ্টে বন্যার পানি সাঁতরে আলােচ্য ডাঙ্গায় উঠতে সক্ষম হন। ডাঙ্গায় উঠে বুড়ি উচ্ছাসের সাথে বললেন “এলাম ডাঙ্গায়”। এ এলাম ডাঙ্গায়’ শব্দ হতে এলাকার নাম হয় আলমডাঙ্গা। আবার অনেকে মনে করেন, আলম নামক এক লােক আলােচ্য ডাঙ্গায় প্রথম পরিকল্পিত আবাদ ও বসতবাটি গড়ে তুলেন। তাই এলাকার নাম হয় আলমডাঙ্গা। ঘােলদাড়ি মসজিদ আলমডাঙ্গা উপজেলার প্রত্নতাত্ত্বিক দর্শনীয় স্থান। মাথাভাঙ্গা আলমডাঙ্গার অন্যতম নদী। যেখানে নদীটির মাথা বা উৎপত্তিস্থল সেটি অত্যন্ত ভাঙ্গনপ্রবণ। তাই নদীটির নাম হয় মাথাভাঙ্গা।
নারায়ণগঞ্জ থেকে আলমডাঙ্গা স্থল পথে সরাসরি নন স্টপ বাসে করে যাওয়া যায়। বাসের মধ্যে এসি/নন এসি উভয় ধরণের বাসের সু-ব্যবস্থা রয়েছে।
নিম্নে সকল গাড়ীর ভাড়া ও বাসের কাউন্টারের সাথে যোগাযোগ করার জন্য যোগাযোগ অপশন রয়েছে, যেখানে ক্লিক করলে কাউন্টারের সকল তথ্য পেয়ে যাবেন, নারায়ণগঞ্জ থেকে আলমডাঙ্গা বাস ভাড়া, কাউন্টার নাম্বার, লোকেশন ও ভ্রমণ গাইড।
এসি বাস সমূহ
বাসের নাম
ভাড়া
বিস্তারিত
পরার্মশঃ আপনি যে বাসে করে যাওয়ার সিদ্বান্ত নিয়েছেন ঐ বাস সম্পর্কে বিস্তারিত জেনে নিন। হয়রানির সম্মূখিন হলে বা কোন অভিযোগ থাকলে তাদের জরুরী মোবাইল নাম্বারে জানান। অথবা আমাদের নিজস্ব ফেইসবুক গ্রুপ ও পেইজ রয়েছে, যেখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। যে বাসে করে আপনি ভ্রমণে যাচ্ছেন, সে বাস সম্পর্কে লিখুন আমাদের ফেইসবুক গ্রুপে, আপনার একটি লিখা ঐই বাসকে যাত্রী সেবার মান বাড়াতে সাহায্য করবে। এবং আমাদের ওয়েব সাইটের নিয়মিত আপডেট পেতে ফেইসবুক পেইজে লাইক দিন। এছাড়াও আমাদের ওয়েব সাইট নিয়ে কোন অভিযোগ বা পরামর্শ বা কোন তথ্য আমাদের কাছে পাঠাতে চায়লে মেইল করুন- [email protected] । ধন্যবাদ ।