বাকেরগঞ্জ যাবো । কোথায় থাকবো । দর্শনীয় স্থান কোথায় । স্থানীয় খাবার সহ ইত্যাদি

বাংলাদেশের বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় আপনাকে স্বাগতম। বাকেরগঞ্জ ভ্রমণ হোক আনন্দের সাথে।

পরিচিতি-

শ্রীমান্ত নদীর তীর ঘেষে গড়ে ওঠা একটি জনবহুল এবং ব্যবসায়িক কেন্দ্র, জেলার প্রধান শহরই হল এই উপজেলা। যার উত্তরে রয়েছে ঝালকাঠি জেলা, দক্ষিণে পটুয়াখালী জেলা, পূর্বে ভোলা এবং দক্ষিণে পটুয়াখালী জেলা। এই উপজেলার নামকরণ হয় নবাব আলীবর্দি খাঁর আমলে আগা বাকের খান বাকলা-চন্দ্রদ্বীপের বুজর্গ উমেদপুর পরগণার জমিদারি লাভ করেন। আগা বাকের ১৭৪০ খ্রিষ্টাব্দে সুগন্ধার শাখা নদী খয়রাবাদ নদীর তীরে নিজ নামে একটি গঞ্জ প্রতিষ্ঠা করে নাম দেন বাকেরগঞ্জ। এই উপজেলায় রয়েছে ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন (চরামদ্দি, চরাদি, দাড়িয়াল, দুধল, দুর্গাপাশা, ফরিদপুর, কবাই, নলুয়া, কলসকাঠী, গারুড়িয়া, ভরপাশা, রঙ্গশ্রী, পাদ্রি শিবপুর এবং নিয়ামতি)। এই উপজেলায় রয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান। এছাড়াও রয়েছে প্রাচীনকাল থেকেই ক্রীড়ামোদী জনগোষ্ঠী। এখানে প্রতিবছরই বিভিন্ন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। রয়েছে নানান সংস্কৃতি  ও ভাষার বিভিন্ন রূপ। এটি বরিশাল সদর থেকে প্রায় ৩০ কি.মি দূরত্বে অবস্থিত। এই উপজেলার অর্থনৈতিক প্রধান উৎস ৮০ ভাগই কৃষি থেকে।



যেভাবে যাবেন-

আপনি যে এলাকা থেকে এই এলাকায় আসতে চাচ্ছেন। সেই এলাকার নাম এবং যেখানে  যাবেন (এলাকার) সিলেক্ট করে আমাদের ওয়েবসাইটের হোম পেইজে সার্চ করুন। আমাদের ওয়েবসাইট (কেমনে যাবো ডট কম)-এ পাবেন, বাস কাউন্টার লোকেশন এবং ফোন নাম্বার, বাসের ভাড়া, বাসের ধরণ (এসি / নন-এসি) এবং সক্ষিপ্ত ইতিহাস।

বাকেরগঞ্জ দর্শনীয় স্থান সমূহ-

আকর্ষনীয় দর্শনীয় স্থান সমূহের মধ্যে রয়েছে-

কলসকাঠী জমিদার বাড়িঃ

বাকেরগঞ্জ থেকে ৩ কি.মি দূরত্ব কলসকাঠী জমিদার বাড়ি।  কলসকাঠী একটি প্রাচীন জনপদ। বাকেরগঞ্জ উপজেলা সদরের সাহেবগঞ্জ খেয়া পার হয়ে মোটর সাইকেল রিকশা বা ভ্যান যোগে কলসকাঠী বাজারে আগে জমিদার বাড়িটির অবস্থান।



চরামদ্দী মুঙ্গাখাঁন জামে মসজিদঃ

এই উপজেলায় অবস্তিত এই চরামদ্দী মুঙ্গাখাঁন জামে মসজিদ। মসজিদটি মুঘল স্থাপত্য নিদর্শনে তৈরি। মুঙ্গা খাঁ নামীয় ধনাঢ্য ব্যবসায়ী একজন দরবেশের অনুপ্রেরণায় মসজিদটি নির্মাণ তৈরি করেন।

নাটু বাবুর জমিদার বাড়ি-

এই জমিদার বাড়ি এই উপজেলার শ্যামপুর গ্রামে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি। উক্ত বাড়িটি জমিদার বাড়ির ও জমিদার বংশের শেষ জমিদার নাটু বাবুর নামানুসারে জনসাধারণের কাছে নাটু বাবুর জমিদার বাড়ি হিসেবে পরিচিত ছিল।

নসরত গাজীর মসজিদ-

এই মসজিদটি এই উপজেলার শিয়ালগুনি গ্রামে অবস্থিত। এটি মূলত নাসির উদ্দিন নুসরাত শাহ এর সময়কালে নির্মাণ করা হয় প্রাচীন এবং প্রত্নতাত্ত্বিক স্থাপনা।

বরগুনা সদর থেকে আমতলী এসে মোটরবাইক অথবা ইজিবাকে সোনাকাটা যেতে যাওয়া যায়।

যেখানে রাত্রিযাপন-

  • ৩০০ টাকার রুম থেকে মোটামুটি মানের রুম ভাড়া পাবেন। জেলা পরিষদ ডাকবাংলো, গ্রামীন ব্যাংক রোড, বাকেরগঞ্জ ইত্যাদি।
  • রুম বুকিং করতে পারেন – বুকিং রুম।

যেখানে খাবেন

  • এই শহরের এর খাবার? ———> এই  এলাকার মানুষ আরাম প্রিয় ও ভোজন বিলাসী।
  • এখানে খেজুরের রস, গুড়, নাকিকেল, দুধ, ছানার তৈরি পিঠার প্রকার প্রায় ‘শ’ খানেকের কাছাকাছি।
  • এই শহরে দু’কদম হাটলেই  বিভিন্ন রেষ্টুরেন্ট, ক্যাফে, হোটেলে খাবার জুটে।

পছন্দের কেনাকাটা 

  • এই এলাকায় ছোট ছোট কয়েকটি মার্কেট রয়েছে।
  • এই শহরে কেনকাটা হোক আনন্দের সাথে।

কোথায় গাড়ি পাব? কাউন্টার কোথায়? গাড়ি না পেলে কী করবো?  রাতে কী গাড়ি পাব? থাকার জায়গা পাব? রেস্টুরেন্ট খোলা থাকবে?

  • এই শহরের যে প্রান্তে আসবেন না কেন? কিংবা যেখানে থাকেন না কেন? আপনি খুব সহজেই আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন। সব স্টেশনে আপনি কাউন্টার পাবেন। প্রতিটা ষ্টেশনে বিভিন্ন বাস কাউন্টার রয়েছে। তাদের সাথে যোগাযোগ করলে আপনার গন্তব্যের ঠিকানা খুঁজে নিতে পারবেন।
  • বাস স্ট্যান্ড ২৪ ঘণ্টা যাতায়াত ব্যবস্থা খোলা থাকে। আপনি নিচের দিকে স্ক্রল করলে বাসের ঠিকানা পেয়ে যাবেন।
  • প্রতিটা স্টেশনে, অলি-গলিতে আপনার থাকার ব্যবস্থার য়েছে। উপরে লিংকে প্রবেশ করে রুম বুক করতে পারেন।





বাংলাদেশের জনপ্রিয় দর্শনীয় স্থানসমূহের তথ্য (কাউন্টার লোকেশন ও ফোন নাম্বার, ভাড়া, বাসের ধরণ (এসি / নন-এসি) এবং এরিয়ার পরিচিতি, যেখানে থাকবেন এবং খাবেন) পেতে এই লিংকে ক্লিক করুন। 

 

x