ব্রাহ্মণবাড়িয়া থেকে চুয়াডাঙ্গা বাস ভাড়া, কাউন্টার নাম্বার, লোকেশন ও ভ্রমণ গাইড

* বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে খুলনা বিভাগে অবস্থিত চুয়াডাঙ্গা জেলায় আপনাকে স্বাগতম । বাংলাদেশের স্বাধীনতা যুদ্বের প্রক্কালে চুয়াডাঙ্গাকে স্বধীন বাংলাদেশের রাজধানী ঘোষণা করা হয়েছিল। ১৮৭০ খ্রিস্টাব্দে এখানে থানা সদর প্রতিষ্ঠিত হয়। চুয়াডাঙ্গার মল্লিক বংশের আদি পুরুষ চুঙ্গো মল্লিকের নামানুসারে এলাকার নাম হয় চুয়াডাঙ্গা। আবার অনেকে মনে করেন চুহা শব্দের অর্থ ইঁদুর। এ ডাঙ্গায় চুহার তথা ইদুরের প্রবল উপদ্রব ছিল। চুহার নাম হতে এলাকার নাম হয় চুহাডাঙ্গা। যার অপভ্রংশ চুয়াডাঙ্গা। আবার অনেকের মতে চুয়া শব্দের অর্থ পরিষ্কার । সুতরাং চুয়াডাঙ্গা শব্দের অর্থ পরিষ্কার ডাঙ্গা। নদী বিধৌত এলাকাটি পরিষ্কার ছিল। তাই নাম চুয়াডাঙ্গা।



ব্রাহ্মণবাড়িয়া থেকে চুয়াডাঙ্গা আসার জন্য স্থল পথে বাসের ব্যবস্থা রয়েছে। বাসের  মধ্যে এসি / নন এসি উভয় ধরণের বাস রয়েছে।

নিম্নে সকল গাড়ীর ভাড়া ও বাসের কাউন্টারের সাথে যোগাযোগ করার জন্য যোগাযোগ অপশন রয়েছে, যেখানে ক্লিক করলে কাউন্টারের সকল তথ্য পেয়ে যাবেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে চুয়াডাঙ্গা বাস ভাড়া, কাউন্টার নাম্বার, লোকেশন ও ভ্রমণ গাইড।

নন এসি বাস সমূহ

বাসের নাম

ভাড়া 

বিস্তারিত 

মামুন এন্টারপ্রাইজ

৭০০ টাকা




এসি বাস সমূহ

বাসের নাম

ভাড়া 

বিস্তারিত 

পরার্মশঃ আপনি যে বাসে করে যাওয়ার সিদ্বান্ত নিয়েছেন ঐ বাস সম্পর্কে বিস্তারিত জেনে নিন। হয়রানির সম্মূখিন হলে বা কোন অভিযোগ থাকলে তাদের জরুরী মোবাইল নাম্বারে জানান। অথবা আমাদের নিজস্ব ফেইসবুক গ্রুপপেইজ রয়েছে, যেখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। যে বাসে করে আপনি ভ্রমণে যাচ্ছেন, সে বাস সম্পর্কে লিখুন আমাদের ফেইসবুক গ্রুপে, আপনার একটি লিখা ঐই বাসকে যাত্রী সেবার মান বাড়াতে সাহায্য করবে। এবং আমাদের ওয়েব সাইটের নিয়মিত আপডেট পেতে ফেইসবুক পেইজে লাইক দিন। এছাড়াও আমাদের ওয়েব সাইট নিয়ে কোন অভিযোগ বা পরামর্শ বা কোন তথ্য আমাদের কাছে পাঠাতে চায়লে মেইল করুন- [email protected] । ধন্যবাদ ।

x