বেনাপোল যাবো – কোথায় রাত্রি যাপন, কোথায় খাবো ও দর্শনীয় স্থান সমূহ
ভারত-বাংলাদেশের সীমান্তবর্তী বন্দরনগরী বেনাপোলে আপনাকে আমন্ত্রণ।
বেনাপোল পৌরশহর বাংলাদেশ ও ভারতের মধ্যকার স্থল বাণিজ্যের প্রধান কেন্দ্র বেনাপোলে আপনাকে স্বাগতম।
পরিচিতিঃ
বেনাপোল বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী একটি বন্দরনগরী। যেখানে একটি সীমান্ত তল্লাশী ঘাঁটি ও আন্তর্জাতিক স্থল বন্দর অবস্থিত। এই স্থলবন্দরের শুল্ক কার্যক্রম পরিচালনা জন্য রয়েছে বেনাপোল কাস্টম হাউজ। স্থল বন্দরের কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ। বেনাপোল রেলস্টেশনে মধ্য দিয়ে বাংলাদেশ-ভারত রেল চলাচল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী বেনাপোল যশোর জেলার শার্শা উপজেলায় অন্তর্গত। বেনাপোল বাংলাদেশের প্রথম সারির পৌরসভা। বেনাপোল বর্তমানে উন্নত একটি পৌরশহরে পরিণত হয়েছে। বেনাপোলের বিপরীতে দিকের অংশটি পেট্রাপোল নামে পরিচিত। এটি পশ্চিম বাংলার বনগাঁ মহুকুমার অন্তর্ভুক্ত। বাংলাদেশ-ভারতের মধ্যকার স্থল বাণিজ্যের প্রধান কেন্দ্র হিসাবে বেনাপোল স্থল বন্দর ব্যবহৃত হয়। বেনাপোল হতে কলকাতা মাত্র ৮০ কিলোমিটার দূরে অবস্থিত।
যেভাবে যাবেন- বেনাপোল যাবো
আপনি যে এলাকা থেকে দিনাজপুর আসতে চাচ্ছেন। সেই এলাকার নাম এবং যেখানে যাবেন (বেনাপোল) সিলেক্ট করে আমাদের ওয়েবসাইটের হোম পেইজে সার্চ করুন। আমাদের ওয়েবসাইট (কেমনেযাবো ডট কম) পাবেন, বাস কাউন্টার লোকেশন এবং ফোন নাম্বার, বাসের ভাড়া, বাসের ধরণ (এসি/নন-এসি) এবং সক্ষিপ্ত ইতিহাস।
দর্শনীয় স্থান সমূহ-
বেনাপোলঃ
যশোর সদর থেকে বাস, প্রাইভেট কার কিংবা অটোতে চড়ে শার্শা উপজেলাস্থ বেনাপোল স্থল বন্দর যাওয়া যায়। পণ্য বাণিজ্য ছাড়াও এই স্থল পথে প্রতিদিন শত শত ভ্রমণকারী দুই দেশের মধ্যে চলাচল করে। এটি কলকাতা শহর থেকে ৮০ কি.মি দূরত্বে অবস্থিত। দুই দেশের মধ্যকার বানিঝ্যের প্রায় ৯০ শতাংশ বেনাপোলের দূরত্বে অবস্থিত।
যেখানে রাত্রিযাপনঃ বেনাপোল যাবো
- ৩০০ টাকার রুম থেকে বিলাসবহুল ফ্ল্যাট অবধি ভাড়া পাবেন। শার্শা উপজেলা যথেষ্ট পরিমাণ থাকার হোটেল রয়েছে। তন্মধ্যে পর্যটন মোটেল, হোটেল পোর্ট ভিউ ইন্টারন্যাশনাল, হোটেল রজনীগন্ধ্যা, হোটেল রজনীগন্ধ্যা, হোটেল সানসিটি, হোটেল মৌ, বেনাপোল ইত্যাদি।
- রুম বুকিং করতে পারেন – বুকিং রুম।
যেখানে খাবেনঃ
বেনাপোলের খাবার?
বেনাপোল পৌরশহরে দু’কদম হাটলেই বিভিন্ন রেষ্টুরেন্ট, ক্যাফে, হোটেলে খাবার জুটে।
কোথায় গাড়ি পাব? কাউন্টার কোথায়? গাড়ি না পেলে কী করবো? রাতে কী গাড়ি পাব? থাকার জায়গা পাব? রেস্টুরেন্ট খোলা থাকবে?
- বেনাপোল যে প্রান্তে আসবেন না কেন? কিংবা যেখানে থাকেন না কেন? আপনি খুব সহজেই আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন। সব স্টেশনে আপনি কাউন্টার পাবেন । প্রতিটা ষ্টেশনে বিভিন্ন বাস কাউন্টার রয়েছে। তাদের সাথে যোগাযোগ করলে আপনার গন্তব্যের ঠিকানা খুঁজে নিতে পারবেন।
- আপনার কাউন্টার খুঁজে পেতে আমাদের নিচের বাস কাউন্টার নাম্বার সংগ্রহ করে যোগাযোগ করলে আপনাকে নির্দিষ্ট তথ্য দিয়ে দিবে।
- এই বাস স্ট্যান্ড ২৪ ঘণ্টা যাতায়াত ব্যবস্থা খোলা থাকে। আপনি নিচের দিকে স্ক্রল করলে বাসের ঠিকানা পেয়ে যাবেন।
- এখানে প্রতিটা স্টেশনে, অলি-গলিতে আপনার থাকার ব্যবস্থা রয়েছে। উপরে লিংকে প্রবেশ করে রুম বুক করতে পারেন।
বেনাপোল বন্দরনগরীতে আপনাকে আমারও আমন্ত্রণ।
বাংলাদেশের জনপ্রিয় দর্শনীয় স্থানসমূহের তথ্য (কাউন্টার লোকেশন ও ফোন নাম্বার, ভাড়া, বাসের ধরণ (এসি/নন-এসি) এবং এরিয়ার পরিচিতি, যেখানে থাকবেন এবং খাবেন) পেতে এই লিংকে ক্লিক করুন।