ভাই ভাই স্পেশাল নাইস

“দৃষ্টি আকর্ষণ”

“সম্মানিত যাত্রীবৃন্দ কেমনেযাবো ডট কম ওয়েবসাইটে অসংখ্য কাউন্টার লোকেশন, মোবাইল নাম্বার এবং হোটেল/আবাসিক নাম্বার দেওয়া আছে। আমরা উল্লেখিত নাম্বার, কাউন্টার লোকেশন সম্পূর্ণ তথ্য ইন্টারনেট, সরাসরি কাউন্টার এবং কোম্পানির নিকট হতে  সংগৃহীত করেছি। উপরোক্ত কাউন্টার এবং হোটেল নাম্বার গুলোতে যদি কোন প্রকার আর্থিক লেনদেন করে থাকেন তাহলে সম্পূর্ণ এখতিয়ার আপনার। সেক্ষেত্রে কোন প্রকার হয়রানির স্বীকার হলে কেমনেযাবো ডট কম-এর কর্তৃপক্ষ দায়ী থাকবে না। কাজেই আপনি লেনদেন করার সময় সতর্কতা অবলম্বন করুন।”

ভাই ভাই স্পেশাল নাইস বাংলাদেশের জনপ্রিয় একটি বাস সার্ভিস। রাজশাহী, সিলেট জেলা শহরে ভাই ভাই স্পেশাল নাইস এর সার্ভিস রয়েছে।

সিলেট কাউন্টার

সিলেট অফিস
ফোনঃ ০১৯৬৯-১১৪২০৫

রাজশাহী কাউন্টার

রাজশাহী অফিস
ফোনঃ ০১৭১৬-৪৮৬৯১০, ০১৭৩২-৬৮৮৬৫০

নাটোর কাউন্টার

নাটোর অফিস
ফোনঃ ০১৭১৪-৬৮৯৭৯৯

চাঁপাই কাউন্টার

চাঁপাই অফিস
ফোনঃ ০১৭৪৩-৫৫৬৩০৪

পুঠিয়া কাউন্টার

  • পুঠিয়া অফিস
    ফোনঃ ০১৯১২-৩৫২৩৭৫

ঝলমালিয়া কাউন্টার

ঝলমালিয়া অফিস
ফোনঃ ০১৯১০-৩৬৪৭১৫

পরার্মশঃ  কেমনে যাবো ডট কম সর্বদা সর্বশেষ তথ্য দেয়ার চেষ্টা করে। যেকোনো কোম্পানি তাঁদের কাউন্টার যেকোনো সময় পরিবর্তন করতে পারে। যদি কোন কোম্পানি এরূপ করে থাকে এবং আমাদের দেয়া তথ্যে ভুল থাকে তাহলে আমরা আন্তরিক ভাবে দুঃখিত। সঠিক তথ্যের জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি, ধন্যবাদ।

ভাই ভাই স্পেশাল নাইস এর বাস সেবা কত টুকু আন্তরিক বা যাত্রীদের সাথে তাদের সম্পর্ক কি রকম? আপনার নিজস্ব মতামত তুলে ধরুন আমাদের ফেইসবুক গ্রুপে। আপনার দেওয়া মতামত বা তথ্য ভাই ভাই স্পেশাল নাইস কে গতিশীল ও যাত্রী সেবা নিশ্চিত করতে সহায়তা করবে। আমাদের ফেইসবুক পেইজে লাইক দিয়ে নিয়মিত আপডেট রাখেন নিজেকে।
এছাড়াও আমাদের ওয়েব সাইট নিয়ে কোন অভিযোগ বা পরামর্শ বা কোন তথ্য আমাদের কাছে পাঠাতে চায়লে মেইল করুন- [email protected]

x