ভান্ডারিয়া যাবো । কোথায় থাকবো । দর্শনীয় স্থান সমূহ । স্থানীয় খাবার সহ ইত্যাদি

প্রাচীন আদমশুমারি ও প্রত্নসম্পদের উপজেলা ভান্ডারিয়াতে আপনাকে স্বাগতম।

পরিচিতি- ভান্ডারিয়া যাবো

বাংলাদেশের পিরোজপুর জেলার একটি প্রশাসনিক এলাকা ভান্ডারিয়া উপজেলা। এর অবস্থান কাউখালী, দক্ষিণে মঠবাড়িয়া, পূর্বে ঝালকাঠি ও কাঁঠালিয়া এবং পশ্চিমে কচা নদী। রাজেন্দ্র পোদ্দার নামক প্রভাবশালী জমিদারের একজন প্রতিনিধি এ অঞ্চলে এসে বসতি স্থাপন করে বলেশ্বর নদীর তীরে একটি গঞ্জ প্রতিষ্ঠা করেছিলেন। গঞ্জে তিনি শস্যাদি মজুদের একটি বিশাল গোডাউন বা ভান্ডার নির্মাণ করেন। ভান্ডারটি সাধারণ জনগণের কাছে পোদ্দারের ভান্ডার নামে পরিচিতি হয়। পোদ্দারের ভান্ডার থেকে ক্রম পরিবর্তনের মাধ্যমে এলাকার নাম হয় ভান্ডারিয়া। অন্য একটি প্রবাদমতে, ভান্ডার হতে ভান্ডারিয়া। এলাকাটি এক সময় খাদ্যশস্যের প্রাচুর্যে্যর জন্য ভান্ডার হিসেবে পরিচিতি পায়। এ ভান্ডার হতে এলাকাটির নাম হয় ভান্ডারিয়া। ভান্ডারিয়া উপজেলায় বর্তমানে ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়ন রয়েছে (ভিটাবাড়িয়া, নদমূলা শিয়ালকাঠী, তেলিখালী, ইকড়ী, ধাওয়া, ভান্ডারিয়া সদর, গৌরীপুর)।



যেভাবে যাবেন- ভান্ডারিয়া যাবো

আপনি যে এলাকা থেকে এই এলাকায় আসতে চাচ্ছেন। সেই এলাকার নাম এবং যেখানে  যাবেন (এলাকার) সিলেক্ট করে আমাদের ওয়েবসাইটের হোম পেইজে সার্চ করুন। আমাদের ওয়েবসাইট (কেমনে যাবো ডট কম)-এ পাবেন, বাস কাউন্টার লোকেশন এবং ফোন নাম্বার, বাসের ভাড়া, বাসের ধরণ (এসি / নন-এসি) এবং সক্ষিপ্ত ইতিহাস।

ভান্ডারিয়া দর্শনীয় স্থান সমূহ-

আকর্ষনীয় দর্শনীয় স্থান সমূহের মধ্যে রয়েছে-

ভান্ডারিয়া শিশু পার্ক-

পিরোজপুর জেলায় অবস্থিত একটি পারিবারিক বিনোদন কেন্দ্র ভান্ডারিয়া শিশু পার্ক। যেখানে রয়েছে নানা প্রজাতির অসংখ্য গাছপালা ও ফুলের বাগান।

ভান্ডারিয়া উপজেলা থেকে ১৫/২০ টাকা রিক্সা ভাড়ায় যাওয়া যায় ভাণ্ডারিয়া শিশু পার্ক।



হরিণপালা রিভার ভিউ ইকোপার্ক-

পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলায় তেলিখালী ইউনিয়নে কঁচা নদীর তীরে ৬ একর জমির উপর কৃত্রিমভাবে গড়ে তুলেছে হরিণপালা রিভার ভিউ ইকোপার্ক। যেখানে রয়েছে নদীর ঢেউ, কাশবন, পাখির কলকাকলীতে মুখর চমৎকার পরিবেশ এবং ওয়াচ টাওয়ার, পশুপাখির ভাস্কর্য, ঘোড়ার গাড়ি, টয় ট্রেন ইত্যাদি।

পিরোজপুর সদর থেকে মঠবাড়িয়াগামী গাড়ি করে তুষখালী নামক স্থানে নেমে রিকশা বা মোটরসাইকেল এবং অটো রিকশার মত স্থানীয় পরিবহণে চরে হরিণপালা রিভার ভিউ ইকোপার্ক যেতে পারবেন।

অন্যান্য দর্শনীয় স্থান-

  • বারিধারা কমপ্লেক্স;
  • মন্ত্রী বাড়ী।

যেখানে রাত্রিযাপন-

৩০০ টাকার রুম থেকে মোটামুটি মানের রুম ভাড়া দূর্গাপুর রেষ্ট হাউজ, জুজখোলা রেস্ট হাউজ আরো অনেক লোকাল আবাসিক রয়েছে ইত্যাদি।
রুম বুকিং করতে পারেন – বুকিং রুম।

যেখানে খাবেন

  • এই শহরের এর খাবার? এই  এলাকার মানুষ ভোজন বিলাসী। এখানে রয়েছে নানান প্রজাতির শাক-সবজি।
  • এই শহরে দু’কদম হাটলেই  বিভিন্ন রেষ্টুরেন্ট, ক্যাফে, হোটেলে খাবার জুটে।

পছন্দের কেনাকাটা

  • এই এলাকায় ছোট ছোট কয়েকটি মার্কেট রয়েছে।
  • এই শহরে কেনকাটা হোক আনন্দের সাথে।

কোথায় গাড়ি পাব? কাউন্টার কোথায়? গাড়ি না পেলে কী করবো?  রাতে কী গাড়ি পাব? থাকার জায়গা পাব? রেস্টুরেন্ট খোলা থাকবে?

  • এই শহরের যে প্রান্তে আসবেন না কেন? কিংবা যেখানে থাকেন না কেন? আপনি খুব সহজেই আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন। সব স্টেশনে আপনি কাউন্টার পাবেন। প্রতিটা ষ্টেশনে বিভিন্ন বাস কাউন্টার রয়েছে। তাদের সাথে যোগাযোগ করলে আপনার গন্তব্যের ঠিকানা খুঁজে নিতে পারবেন।
  • বাস স্ট্যান্ড ২৪ ঘণ্টা যাতায়াত ব্যবস্থা খোলা থাকে। আপনি নিচের দিকে স্ক্রল করলে বাসের ঠিকানা পেয়ে যাবেন।
  • প্রতিটা স্টেশনে, অলি-গলিতে আপনার থাকার ব্যবস্থার য়েছে। উপরে লিংকে প্রবেশ করে রুম বুক করতে পারেন।





বাংলাদেশের জনপ্রিয় দর্শনীয় স্থানসমূহের তথ্য (কাউন্টার লোকেশন ও ফোন নাম্বার, ভাড়া, বাসের ধরণ (এসি / নন-এসি) এবং এরিয়ার পরিচিতি, যেখানে থাকবেন এবং খাবেন) পেতে এই লিংকে ক্লিক করুন। 

x