ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ বাস ভাড়া, কাউন্টার নাম্বার ও লোকেশন
পরিচিতিঃ
হাওর-বাওর ও সমতলভূমির বৈচিত্র্যময় ভূ-প্রাকৃতির একটি বিস্তীর্ণ জনপদ হলো কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ জেলা হাওর বাওরের জন্য বেশি পরিচিত। কিশোরগঞ্জের ইতিহাস সুপ্রাচীন। এই জেলায় রয়েছে বিশাল এতিহ্য। যেমন- লোকজ সংগীত, পালা, কীর্তন, কিপ্সা, জারী, বিয়ের প্রবাদ-প্রবচন, পুঁথি, টপ্পা, নৌকা বাইচের গান, হাস্য রসাত্মক শোক ধাঁ ধাঁ ইত্যাদি। ১৩টি উপজেলা নিয়ে এই শহর গঠিত। কিশোরগঞ্জের অর্থনীতির চালিকা শক্তির অনেকটা হাওরের উপর নির্ভর করে। হাওরের প্রচুর মাছ পাওয়া যায়। যা দেশের চাহিদার লভ্যাংশ পূরণ করতে সক্ষম। পুরাতন ব্রহ্মপুত্র, মেঘনা, কালনী, ধনু, নুরসুন্দা, বাউরি, ঘোড়াউত্রা ইত্যাদি অসংখ্য নদীর সংযোগ কিশোরগঞ্জে।
কিভাবে যাবেন?
নিচে পেইজ স্ক্রল করলে এসি/নন এসি বাসের সকল তথ্য পেয়ে যাবেন।
কিশোরগঞ্জের দর্শনীয় স্থান সমূহের মধ্যে রয়েছে-
মিঠামইন হাওরঃ
কিশোরগঞ্জ জেলার মিঠামইন একটি উপজেলা। এটি একটি হাওর এলাকা এবং প্রাচীন জনপদ। মিঠামইনে রয়েছে নানার রকম ঐতিহ্যবাহী স্থাপনা এবং হাওর। কিশোরগঞ্জ রেলষ্টেশন বা বাস স্টেশন থেকে রিক্সা/ইজিবাইক দিয়ে একরামপুর তাপর লোকা সিএনজি করে চামড়া ঘাটা। সেখানে সারাদিন বোট নিয়ে ঘুরে বেড়াতে পারবেন। কিশোরগঞ্জের সকল দর্শনীয় স্থানের তথ্য জানতে ক্লিক করুন এখানে।
ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ গিয়ে কোথায় গাড়ি পাব? কাউন্টার কোথায়? গাড়ি না পেলে কী করবো? রাতে কী গাড়ি পাব? থাকার জায়গা পাব? রেস্টুরেন্ট খোলা থাকবে? শপিংমল কোথায় সহ ইত্যাদি তথ্য জানতে ক্লিক করুন এখানে
ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ স্থল পথে সরাসরি নন স্টপ বাসে করে যাওয়া যায়। বাসের মধ্যে নন বাসের সুব্যবস্থা রয়েছে।
এসি বাস
বাসের নাম
ভাড়া
বিস্তারিত
পরার্মশঃ আপনি যে বাসে করে যাওয়ার সিদ্বান্ত নিয়েছেন ঐ বাস সম্পর্কে বিস্তারিত জেনে নিন। হয়রানির সম্মূখিন হলে বা কোন অভিযোগ থাকলে তাদের জরুরী মোবাইল নাম্বারে জানান। অথবা আমাদের নিজস্ব ফেইসবুক গ্রুপ ও পেইজ রয়েছে, যেখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। যে বাসে করে আপনি ভ্রমণে যাচ্ছেন, সে বাস সম্পর্কে লিখুন আমাদের ফেইসবুক গ্রুপে, আপনার একটি লিখা ঐই বাস কে যাত্রী সেবার মান বাড়াতে সাহায্য করবে। এবং আমাদের ওয়েব সাইটের নিয়মিত আপডেট পেতে ফেইসবুক পেইজে লাইক দিন।
এছাড়াও আমাদের ওয়েব সাইট নিয়ে কোন অভিযোগ বা পরামর্শ বা কোন তথ্য আমাদের কাছে পাঠাতে চায়লে মেইল করুন- [email protected] । ধন্যবাদ ।