লামা যাবো | লামার দর্শনীয় স্থান | কোথায় থাকবো | কোথায় খাবো

আহ লামা রোয়া বা পাড়া কিংবা লামা বা ভাটি অঞ্চলে আপনাকে স্বাগতম। আপনি প্রবেশ করছেন লামার দর্শনীয় স্থান সমূহে।

পরিচিতি-

লামা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের বান্দরবান জেলার একটি উপজেলা। এটি বান্দরবান জেলার বৃহৎ জনবহুল উপজেলা । মাতামুহুরী নদী বেয়ে চলেছে লামা উপজেলা জুড়ে। এই লামা উপজেলায় রাজত্ব হয়েছে যাদের প্রাক-মোগল আমল, মোগল আমল, বিট্রিশ আমল ও  পাকিস্তান।  ১৯৭১ সালে যুদ্ধের সময় লামা উপজেলা ১নং সেক্টরের অধীনে ছিল। ৭টি ইউনিয়ন নিয়ে এই লামা উপজেলা গঠিত। এই উপজেলায় যথেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। লামায় অর্থনৈতিক উৎস হল রাবার বাগান এবং ফলফলাদির হর্টিকালচার বাগান রয়েছে।  প্রায় ১৫শটি রাবার বাগান এবং সাড়ে ৭শ বিভিন্ন ফলফলাদির বাগান রয়েছে। এই উপজেলা সম্পূর্ণ পাহাড়ি অঞ্চল।



যেভাবে যাবেন-

আপনি যে এলাকা থেকে লামা আসতে চাচ্ছেন। সেই এলাকার নাম এবং যেখানে যাবেন (লামা) সিলেক্ট করে আমাদের ওয়েবসাইটের হোম পেইজে সার্চ করুন। আমাদের ওয়েবসাইট (কেমনে যাবো ডট কম)-এ পাবেন, বাস কাউন্টার লোকেশন এবং ফোন নাম্বার, বাসের ভাড়া, বাসের ধরণ (এসি / নন-এসি) এবং সক্ষিপ্ত ইতিহাস।

দর্শনীয় স্থান সমূহ – লামার দর্শনীয় স্থান

আপনার ভ্রমণ তৃষ্ণা মেটাতে এই জেলায় রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান। আকর্ষনীয় লামার দর্শনীয় স্থান সমূহের মধ্যে রয়েছে-                 

মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স-

চকরিয়া-লামা সড়কের মাঝপথে মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স অবস্থিত। চকরিয়া বাস স্ট্যান্ড থেকে সরাসরি মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স যাওতায়াত করা যায়। চান্দের গাড়ি (জিপ), বাস, মোটরযান এবং প্রাইভেট কার নিয়ে আপনি সহজেই মিরিঞ্জা ভ্রমণ করতে পারবেন।  মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স মেঘ ঘেঁষা পাহাড়ের অপরূপ সৌন্দর্য্য আপনাকে বিমোহিত করবে।

চকরিয়া থেকে মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স যেতে ৪০ টাকা বাস/জিপ ভাড়া।


সাবেক বিলছড়ি বৌদ্ধ বিহার-

লামা উপজেলার বিলছড়ি ইউনিয়নে অবস্থিত একটি বৌদ্ধ বিহার। যেখানে বৌদ্ধ ধর্মাবম্বলীরা তাদের উপসনা করে। অতি সুন্দর একটি স্থান প্রাকৃতিক পরিবেশের সাথে বিহারের শব্দে নতুন এক ভাবাবেগের সৃষ্টি করবে আপনার মনে।

বিলছড়ি বৌদ্ধ বিহার যেতে বাইক/মোটর সাইকেল ভাড়া নিতে হয়।

নুনার বিলছড়ি বৌদ্ধ বিহার-

লামা উপজেলার নুনার বিলছড়ি বৌদ্ধ বিহার অবস্থিত নুনার বিলছড়িতে। যেখানে বৌদ্ধ ধর্মাম্বলীরা তাদের উপসনা করে। অতি সুন্দর একটি স্থান প্রাকৃতিক পরিবেশের সাথে বিহারের শব্দে নতুন এক ভাবাবেগের সৃষ্টি করবে আপনার মনে।

নুনার বিলছড়ি বৌদ্ধ বিহার যেতে বাইক/মোটর সাইকেল ভাড়া নিতে হয়।

মাতামুহুরী নদী ও সেতু-

লামা জুড়েই লামা নদীর ঘুরপেচ। চট্টগ্রাম-কক্সবাজার সড়কের মধ্যে দিয়ে বয়ে গেছে। চকরিয়ায় মাতামুহুরী ব্রীজ অবস্থিত। চট্টগ্রাম থেকে কক্সবাজার যেতে কিংবা কক্সবাজার থেকে চট্টগ্রামে যেতে চকরিয়ায় এই মাতামুহুরী ব্রীজের উপর দিয়ে যেতে হয়।

চকরিয়া নিউমাকের্ট থেকে ৫ মিনিট হাটলেই মাতামুহুরী ব্রীজ দেখতে পাবেন।

কোয়ান্টাম শিশু কানন, সরই-

লামা উপজেলায় সরই ইউনিয়নে অবস্থিত কোয়ান্টাম শিশু কানন। কোয়ান্টাম শিশু কানননে আপনি সূর্যাস্ত দেখতে পাবেন যা কক্সবাজারের সূর্যাস্ত থেকে সুন্দর।

জিপ (চাঁন্দের গাড়ি) / মোটর সাইকেল নিয়ে কোয়ান্টাম শিশু কানন যেতে হয়।

ফাঁসিয়াখালী রাবার বাগান-

চকরিয়া-লামা সড়কে ফাঁসিয়াখালী রাবার বাগান সড়ক করতে হয়। লামা উপজেলা প্রায় ১৫শ বেশির রাবার বাগান রয়েছে। চকরিয়া-লামা সড়কে মিরিঞ্জার আগে প্রায় ৫কি.মি দূরত্বে অসংখ্য রাবার বাগান রয়েছে।

যেখানে রাত্রিযাপন-

  • ৩০০-১০০০ টাকার রুম ভাড়া পাবেন। তন্মধ্যে  নীলগিরি হিল রিসোর্ট, হিল টাউন হোটেল এন্ড রিসোর্ট  ইত্যাদি হোটেল রয়েছে।
  • রুম বুকিং করতে পারেন – বুকিং রুম।



যেখানে খাবেন- 

  • লামার খাবার? ———> লামায় সব থেকে বেশি পাওয়া যায় বিভিন্ন ফল।
  • এই শহরে দু’কদম হাটলেই  বিভিন্ন রেষ্টুরেন্ট, ক্যাফে, হোটেলে খাবার জুটে।
  • লামায় ছোট ছোট বাজারে নানান রকম দেশি এবং পাহাড়ী শাক-সবজি বিপুল সমাহার।
কোথায় গাড়ি পাব? কাউন্টার কোথায়? গাড়ি না পেলে কী করবো?  রাতে কী গাড়ি পাব? থাকার জায়গা পাব? রেস্টুরেন্ট খোলা থাকবে?
  • লামার যে প্রান্তে আসবেন না কেন? কিংবা যেখানে থাকেন না কেন? আপনি খুব সহজেই আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন। সব স্টেশনে আপনি কাউন্টার পাবেন। প্রতিটা ষ্টেশনে বিভিন্ন বাস কাউন্টার রয়েছে। তাদের সাথে যোগাযোগ করলে আপনার গন্তব্যের ঠিকানা খুঁজে নিতে পারবেন।
  • আপনার কাউন্টার খুঁজে পেতে আমাদের নিচের বাস কাউন্টার নাম্বার সংগ্রহ করে যোগাযোগ করলে আপনাকে নির্দিষ্ট তথ্য দিয়ে দিবে।
  • বাস স্ট্যান্ড সকাল ৬টা থেকে রাত ৮ টা পর্যন্ত যাতায়াত ব্যবস্থা খোলা থাকে। আপনি নিচের দিকে স্ক্রল করলে বাসের ঠিকানা পেয়ে যাবেন।
  • প্রতিটা স্টেশনে, অলি-গলিতে আপনার থাকার ব্যবস্থার রয়েছে। উপরে লিংকে প্রবেশ করে রুম বুক করতে পারেন।

লামা উপজেলায়  আপনাকে আমন্ত্রণ।

বাংলাদেশের জনপ্রিয় দর্শনীয় স্থানসমূহের তথ্য (কাউন্টার লোকেশন ও ফোন নাম্বার, ভাড়া, বাসের ধরণ (এসি / নন-এসি) এবং এরিয়ার পরিচিতি, যেখানে থাকবেন এবং খাবেন) পেতে এই লিংকে ক্লিক করুন। 

x