সিলেট থেকে চাঁদপুর বাস ভাড়া, কাউন্টার নাম্বার, লোকেশন ও ভ্রমণ গাইড
১৮৭৮ খ্রিস্টাব্দের ১ জুন ত্রিপুরা জেলার অধীন চাঁদপুর মহকুমা গঠিত হয়। ১৯৮৪ খ্রিস্টাব্দের ১৫ ফেব্রুয়ারি অদপুর জেলায় উন্নীত হয়। চাঁদপুর জেলা ৮টি উপজেলা নিয়ে গঠিত উপজেলাগুলাে হচ্ছে চাদপুর সদর, হাজীগঞ্জ, কচুয়া, ফরিদগঞ্জ, মতলব, উত্তর মতলব, হাইমচর এবং শাহরাস্তি। সিলেট থেকে চাঁদপুর।
চাঁদপুর জেলার নামকরণঃ
ইতিহাসবেত্তা জে এন গুপ্তের মতে, বিক্রমপুরের জমিদার চাঁদ রায় এর নামানুসারে চাঁদপুর জেলার নাম হয়। এ সময় এলাকাটি চাঁদ রায় এর দখলে ছিল। অনেকের মতে দরবেশ চাঁদ ফকিরের নামানুসারে এলাকাটির নাম হয় চাদপুর। কেউ কেউ মনে করেন, চাঁদ সওদাগর সপ্ত ডিঙ্গা মধুকর ভাসিয়ে বাণিজ্য করতে এখানেও আসতেন। মাঝে মাঝে তিনি এ অঞ্চলে অবস্থান করতেন। তার নামনুসারে বন্দরটির নাম হয় চাঁদপুর।
সিলেট থেকে চাঁদপুর স্থল পথে যাওয়ার জন্য বাস পরিবহন ব্যবস্থা রয়েছে। বাসের মধ্যে এসি/নন এসি উভয় ধরণের সু-ব্যবস্থা রয়েছে।
লক্ষ্য করুন, নিম্নে আপনি সকল বাস এবং বাস সংশ্লিষ্ট সকল তথ্য যেমন ভাড়া, বাস কাউন্টার, কাউন্টারের নাম্বার ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। সিলেট থেকে চাঁদপুর বাস ভাড়া, কাউন্টার নাম্বার, লোকেশন ও ভ্রমণ গাইড।
এসি বাস
বাসের নাম
ভাড়া
বিস্তারিত
পরার্মশঃ আপনি যে বাসে করে যাওয়ার সিদ্বান্ত নিয়েছেন ঐ বাস সম্পর্কে বিস্তারিত জেনে নিন। হয়রানির সম্মূখিন হলে বা কোন অভিযোগ থাকলে তাদের জরুরী মোবাইল নাম্বারে জানান। অথবা আমাদের নিজস্ব ফেইসবুক গ্রুপ ও পেইজ রয়েছে, যেখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। যে বাসে করে আপনি ভ্রমণে যাচ্ছেন, সে বাস সম্পর্কে লিখুন আমাদের ফেইসবুক গ্রুপে, আপনার একটি লিখা ঐই বাস কে যাত্রী সেবার মান বাড়াতে সাহায্য করবে। এবং আমাদের ওয়েব সাইটের নিয়মিত আপডেট পেতে ফেইসবুক পেইজে লাইক দিন।
এছাড়াও আমাদের ওয়েব সাইট নিয়ে কোন অভিযোগ বা পরামর্শ বা কোন তথ্য আমাদের কাছে পাঠাতে চায়লে মেইল করুন- [email protected] । ধন্যবাদ ।