হাটহাজারী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। দর্শনীয় স্থান সমূহ।
উত্তর চট্টগ্রামের এক ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ উপজেলা হাটহাজারী অঞ্চলে আপনাকে স্বাগতম।
পরিচিতি-
বাংলাদেশের চট্টগ্রাম জেলার একটি উপজেলা হাটহাজারী। চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে মাত্র ২০ কি.মি দূরত্বে অবস্থিত এই উপজেলা। হাটহাজারীর অবস্থান পশ্চিমে দীর্ঘ পাহাড় সারি ও পূর্বে হালদা নদী, উত্তরে ফটিকছড়ি উপজেলা, পূর্বে ফটিকছড়ি উপজেলা ও রাউজান উপজেলা, দক্ষিণে চট্টগ্রাম সিটি কর্পোরেশননের চান্দগাঁও থানা ও বায়েজিদ বোস্তামী থানা এবং পশ্চিমে সীতাকুণ্ড উপজেলা অবস্থিত। পূর্বে এই অঞ্চলকে বলা হত আওরঙ্গবাদ বর্তমানে হাটহাজারী বলা হয়। হাটহাজারী বর্তমানে অধিক পরিচিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসা কারণে। আরও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। হাটহাজারী ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ কারণ ব্রিটিশ বিরোধী আন্দোলনে জালালাবাদের যুদ্ধ এক যুগান্তকারী ও গৌরবোজ্জ্বল অধ্যায়।
যেভাবে যাবেন-
আপনি যে এলাকা থেকে হাটহাজারী আসতে চাচ্ছেন। সেই এলাকার নাম এবং যেখানে যাবেন (হাটহাজারী) সিলেক্ট করে আমাদের ওয়েবসাইটের হোম পেইজে সার্চ করুন। আমাদের ওয়েবসাইট (কেমনে যাবো ডট কম)-এ পাবেন, বাস কাউন্টার লোকেশন এবং ফোন নাম্বার, বাসের ভাড়া, বাসের ধরণ (এসি / নন-এসি) এবং সক্ষিপ্ত ইতিহাস। www.kemnejabo.com
দর্শনীয় স্থান-
আপনার ভ্রমণ তৃষ্ণা মেটাতে এই অঞ্চলে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান।
আকর্ষনীয় দর্শনীয় স্থান সমূহের মধ্যে রয়েছে-
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (সংক্ষেপে চবি) হাটহাজারী, চট্টগ্রামে অবস্থিত। ১৯৬৬ সালে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলায় এই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানটি নির্মাণ করা হয় । বর্তমানে এর শিক্ষার্থী সংখ্যা প্রায় ২৭,৮৩৯ জন এবং ৮৭২ জন শিক্ষক রয়েছেন। বর্তমানে এর অধীনে ২১টি শিক্ষা প্রতিষ্ঠান অন্তর্ভূক্ত রয়েছে। বিশাল ক্যাম্পাসে প্রাকৃতিক সৌন্দর্য্য দেখে আপনার মনে শিক্ষার গুরুত্ব বেড়েই চলবে। দেখার মত যা রয়েছে এই ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় জাদুঘর, প্রাণিবিদ্যা জাদুঘর, সমুদ্র সম্পদ জাদুঘর, বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভ, কেন্দ্রীয় শহীদ মিনার, স্মরণ স্মৃতিস্তম্ভ, স্বাধীনতা স্মৃতি ম্যূরাল, জয় বাংলা ইত্যাদি।
চট্টগ্রাম থেকে ২২ কি.মি দূরত্বে অবস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গেইট। অক্সিজেন থেকে ১০ টাকা ভাড়া দিয়ে জিরো পয়েন্টে (চবি) যাওয়া যাবে। মুরাদপুর থেকে ১নং গেইট থেকে বিশ্ববিদ্যালয় গেইট ১২টা এবং জিরো পয়েন্ট ১৮ টাকা।
হালদা নদী-
হাটহাজারী অঞ্চলে বয়ে চলেছে হালদা নদী। খাগড়াছড়ি হতে এসেছে এই নদী। হালদা নদীতে দেশী মাছ পাওয়া যায়। প্রচুর পরিমাণে রুই, কাতলা, মৃগেল, কালিবাউস ও কার্প জাতীয় মাছ। যা প্রচুর পরিমাণে ডিম ছাড়ে। হালদা নদী খাগড়াছড়ি বেয়ে হাটহাজারী মধ্যে দিয়ে চট্টগ্রামে কর্ণফুলী নদীতে মিলিত হয়েছে।
সত্য সাহার জমিদার বাড়ি-
চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলায় নন্দীরহাট গ্রামে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি হল সত্য সাহার জমিদার বাড়ি। এই বাড়িটিতে নানা কারুকাজ সম্বোধিত দুইটি বাস ভবন, একটি দ্বিতল বিশিষ্ট কাচারি ঘর, মন্দির, তিনটি পুকুরসহ ফসলি জমি ও গাছগাছালির বাগান রয়েছে। বর্তমানে এই বাড়িটি ধ্বংসের মুখে।
চট্টগ্রাম-হাটহাজারী সড়ক থেকে নন্দীরহাট নেমে ১ কি.মি পরে সত্য সাহার বাড়ি।
ফকির মসজিদ-
ফকির মসজিদ সুলতানী আমলে নির্মিত চট্টগ্রামের হাটহাজারী উপজেলার অবিস্থত একটি প্রাচীন মসিজদ। এটি সবচেয়ে পুরনো প্রাচীন মসজিদ এই অঞ্চলের।
অন্যান্য দর্শনীয় স্থান-
এছাড়াও হাটহাজারী উপজেলায় অবস্থিত উদালিয়া চা বাগান, সুলতান নশরত শাহ মাজার ও দীঘি, হাটহাজারী কৃষি ইনস্টিটিউট, মান্দাকিনী শিব মন্দির, মুক্তিযুদ্ধের স্মৃতি ও গণকবর, নাজিরহাট, নজরুল স্মৃতি, শ্রী শ্রী নবগ্রহ বাড়ী মন্দির, ৭১ এর স্মৃতি, নাজিরহাট কলেজ ইত্যাদি। আরও একটি উল্লেখযোগ্য স্থান আল-জামিয়াতুল আহলিয়া দরুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসা।
যেখানে রাত্রিযাপন-
- ৩০০ টাকার রুম মুটামুটি মানের রুম ভাড়া পাবেন। তন্মধ্যে জেলা পরিষদ ডাকবাংলো ইত্যাদি হোটেল রয়েছে। তাছাড়া আপনি চট্টগ্রাম শহরে হরেক রকমের হোটেল রুম ভাড়া পাবেন। চট্টগ্রাম শহরে জানতে আমাদের ওয়েবসাইটে সার্চ করুন।
- রুম বুকিং করতে পারেন – বুকিং রুম।
যেখানে খাবেন-
- হাটহাজারীর খাবার? ———> হাটহাজারীতে হালদা নদীর তাজা মাছ পাবেন এবং বিভিন্ন ফলমূল পাবেন।
- এই শহরে দু’কদম হাটলেই বিভিন্ন রেষ্টুরেন্ট, ক্যাফে, হোটেলে খাবার জুটে।
কোথায় গাড়ি পাব? কাউন্টার কোথায়? গাড়ি না পেলে কী করবো? রাতে কী গাড়ি পাব? থাকার জায়গা পাব? রেস্টুরেন্ট খোলা থাকবে?
- হাটহাজারীর যে প্রান্তে আসবেন না কেন? কিংবা যেখানে থাকেন না কেন? আপনি খুব সহজেই আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন। সব স্টেশনে আপনি কাউন্টার পাবেন। প্রতিটা ষ্টেশনে বিভিন্ন বাস কাউন্টার রয়েছে। তাদের সাথে যোগাযোগ করলে আপনার গন্তব্যের ঠিকানা খুঁজে নিতে পারবেন।
- আপনার কাউন্টার খুঁজে পেতে আমাদের নিচের বাস কাউন্টার নাম্বার সংগ্রহ করে যোগাযোগ করলে আপনাকে নির্দিষ্ট তথ্য দিয়ে দিবে।
- বাস স্ট্যান্ড ২৪ ঘণ্টা যাতায়াত ব্যবস্থা খোলা থাকে। আপনি নিচের দিকে স্ক্রল করলে বাসের ঠিকানা পেয়ে যাবেন।
- প্রতিটা স্টেশনে, অলি-গলিতে আপনার থাকার ব্যবস্থার য়েছে। উপরে লিংকে প্রবেশ করে রুম বুক করতে পারেন।